ল্যাম্পপোস্ট

ল্যাম্পপোস্ট,
ন্যুব্জঘাড়ে, কতনা রোদ বৃষ্টি সয়ে!
দাঁড়ায়ে রয়েছ তুমি রাস্তার পাশে,
কোন এক গূঢ় অভিলাষে।
তোমাকে দেখেনা কেউ,
তবু মানুষের পথে তুমি ঢেলে দাও
অবিরাম পথ চলা আলো।
পোকাদের প্রবল বিরোধ, বয়স্ক মলিন খোলস;
সব বাঁধা ভেদ করে উজ্জ্বল তোমার হৃদয়,
অন্ধকারে মিলে যাওয়া পথ চিরে এনে দেয়
মানুষের চলার ঠিকানা।

কতোটা বয়স হলো ল্যাম্পপোস্ট?
কালের চক্র দেখেছ কি?
জীবন আর মৃত্যুর স্রোত?
অগোচরে নির্বাক অনেকের কথা বুঝি জেনে গেছ?
অনেকের ভালোবাসা, বিরহ বা ব্যথার জীবনী?

সুউচ্চ দালানের নিওন ঝলকানি ফেলে,
তোমার উদাত্ত আলোয় নিয়েছে অধিকার
রাস্তার পতিতারা, কখনোবা চোর,
আর-পৃথিবীতে ঘর নাই যার।
তাদের দিয়েছ তুমি আলোর আশীর্বাদ;
জীবনের পথচলা পথে, গভীর নিশীথে।

ল্যাম্পপোস্ট, দেখেছ তো প্রতিদিন
উত্তরে ধ্রুবতারা ফোটে নীলিমার কোনে,
উজ্জ্বল ধ্রুবতারা-করতলে বিশাল আকাশ;
কত রূপকথা এঁকে দেয় মানুষের মনে!
তবু তুমি কেন কোনদিন চাও নাই হতে ধ্রুবতারা?
কেন কাঁধে নিয়ে আকাশের অনন্ত আঁধারের ভার,
নত মুখে দূর কর রাস্তার বুকের আঁধার?
ল্যাম্পপোস্ট, তোমাকে দেখেনা কেউ;
তবু তুমি কোন সেই গুপ্ত অভিলাষে,
অজানা সময় থেকে বিলাতেছ পথচলা আলো,
আমাদের অন্ধকার পথে?

১,১৬৮ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “ল্যাম্পপোস্ট”

  1. ল্যাম্পপোস্ট নিয়ে কবিতা........... ভাল আইডিয়া....... যেইটা চোখে পড়েনা সেটা নিয়ে লিখলে অপরিচিত পরিচিত জিনিসটাই অন্যরকম লাগে.....যেমন কবিতার:

    তবু তুমি কেন কোনদিন চাও নাই হতে ধ্রুবতারা?
    কেন কাঁধে নিয়ে আকাশের অনন্ত আঁধারের ভার,
    নত মুখে দূর কর রাস্তার বুকের আঁধার?

    অংশটা খেয়াল করার মত..........

    ভাল লাগল কবিতাটা........ 🙂

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    ভাইয়া, ভালো লাগার মতো কবিতা।

    তবু তুমি কেন কোনদিন চাও নাই হতে ধ্রুবতারা?
    কেন কাঁধে নিয়ে আকাশের অনন্ত আঁধারের ভার,
    নত মুখে দূর কর রাস্তার বুকের আঁধার?

    :clap: :clap:
    সিউল ভাইয়ের মত বলতে হচ্ছে, লাইনগুলো মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করেছে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. শার্লী (১৯৯৯-২০০৫)

    সাজিদ ভাই, অদ্ভুত সুন্দর একটা কবিতা।

    ল্যাম্পপোস্ট,
    ন্যুব্জঘাড়ে, কতনা রোদ বৃষ্টি সয়ে!
    দাঁড়ায়ে রয়েছ তুমি রাস্তার পাশে,
    কোন এক গূঢ় অভিলাষে।

    এই উপমাটা খুব সুন্দর।

    জবাব দিন
    • সাজিদ (১৯৯৩-৯৯)

      :salute: সালাম ভাই, আপনাকে সালাম। কত সহজেই আমার ওস্তাদের 😡 নামটা ধরে ফেললেন :dreamy: ! উনাকে এড়িয়ে যাওয়ার অনেক চেষ্টা করি কিন্তু কেমন ভূতের মত আমার সাথে লেগে থাকে :bash: । আবার ভালোই লাগে 😀 ।


      অভিলাষী মন চন্দ্রে না পাক,
      জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
      কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

      জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।