এই বোশেখের চাওয়া

এই বোশেখে আর কিছু নয় চাওয়া-
জানালাগুলো একটু খোলা রেখো।
দখিনপানের মাতাল প্রেমিক হাওয়া
মধ্যরাতে ঘুম ভাঙ্গালে দেখো;
মেঘপুকুরে চাঁদ দিয়েছে ডুব,
বিজলী আঁধার ভাঙছে ক্ষণে ক্ষণে।
হাস্নুহেনা ঘ্রাণ ছড়ালে খুব
আমার কথাই পড়ুক তোমার মনে।
আকাশ হতে নীল গিয়েছে চলে,
দিঘীর জলেও তার ছায়াটি নেই;
মেঘমেয়েদের ওড়নাগুলোর তলে
নীল তারাটি জ্বলছে তবু সেই।
মেঘ যদি যায় খানিক সময় সরে,
দুচোখ ভরে সে-ই তারাটি দেখো।
আসব নাহয় দমকা হাওয়ার ঝড়ে,
জানালাগুলো একটু খোলা রেখো।
দেখাশোনার সকল অগোচরে,
তোমার বুকে অবাধ আসা যাওয়া-
ঠাঁই যেন হয় তোমার মনের ঘরে,
এই বোশেখে এইটুকু হোক চাওয়া।

২,১৩৫ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “এই বোশেখের চাওয়া”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    খুবই সুখপাঠ্য কবিতা...মিষ্টি...
    ছন্দের দোলায় কেমন জানি আরো মিষ্টি একটা সুর শোনা যায় :boss:

    তবে, দুই-একটা লায়ন একটু 'ইয়ে...ইয়ে' টাইপ আছে...যেমনঃ

    দেখাশোনার সকল অগোচরে,
    তোমার বুকে অবাধ আসা যাওয়া-

    প্রথমে কিছু মনে হয় নাই...তবে 'অগোচরে' শব্দটা একটু সন্দেহ বাড়ায়া দিসে ;))


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সাজিদ ভাই, ব্লগে স্বাগতম... :salute:
    শুভ লেখালেখি... 😀

    কবীর
    ৩২/এ, খায়বার হাউজ, জেসিসি :awesome:
    (৩২ ইনটেক, এ ফর্ম... :khekz: )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।