বাউলা প্রেম

নাহয় বাউল, তাই বলে কি সবার মত মন,
মান-অভিমান, ভালোবাসা, প্রেমের আয়োজন
নেই এ বুকে? ঠিকানাহীন, তবুও যেন কোন সে অজানা
পথ হারানো ইচ্ছেরা চায় অটুট ঠিকানা।
শিমুল তুলোর মতোন হৃদয় হাওয়ায় ভেসে চ’লে
আটকে গেলে মাঠের বুকে তারেই আপন বলে।
এই ভিখীরির কোথায় অশন জুড়োতে তার প্রাণ?
তাই তোর তরে মোর এইটুকু রাগ, মায়ার অভিমান।
সোনার মেয়ে, বাউল আমি শুনবি আমার গান?
তোর চোখের কোনা চাউনি ছোড়ে বিঁধতে আমার প্রাণ ।
মরতে কি চাই নিজে থেকে? আমার যে খুব ভয়,
চাওয়ার পরে যদি দেখি পাওয়ার সেতো নয়।
হৃদয় ভাঙ্গার দুঃখ তখন রাখব কোথায় বল্‌?
একতারাতো জানেনা আর হৃদয় জোড়ার কল।
তোর চড়ুইচপল কন্ঠ আমার ভাঙ্গিয়ে দিলে ভয়
বাঁধব রে তোর গানের পালা, তার আগে তো নয়।
পথহারানো পথের বাউল মায়ার বাঁধনহারা,
জানেনা তোর মায়ার বাঁধন খুলবে কেমনধারা।
যার ভালোবাসা বদলালে হয় আমার গানের কলি,
তারে কথায় কিছু বলি নারে, গানের সুরে বলি।

১,০৬৫ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “বাউলা প্রেম”

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।