টুশকি ২৭

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৮]

১. হ্যান্ডস ডাউন অবস্থায় থেকে মাথা মাটিতে ঠেকিয়ে দুই হাত কোমরের পিছনে আরামে দাড়া পজিশনে রাখা হলে বেশ দশাসই একটা পানিশমেন্ট হয় – নাম “ইন্ডিয়া” পজিশন। নেভির একটা শিপ চট্টগ্রাম থেকে খুলনা রওয়ানা হলে সেখানের মিডশিপম্যান ক্যাডেটদের এই দশাসই পাঙ্গাটা বেশ ভালোভাবেই খেতে হয়। কিন্তু অন্য জাহাজের সতীর্থদের কাছে তারা তা স্বীকার করবে কেন? তারা বলেছিল, “আমরা চট্টগ্রাম থেকে ইন্ডিয়া হয়ে খুলনা এসেছি”।

২. বিএমএ’র ক্যাফেটেরিয়াতে সবাই দল বেঁধে ঢুকলে ফ্রিজে রক্ষিত বরফ ঠান্ডা ড্রিংকস নিমিষে হাপিস হয়ে যেত। আমরা তখন গ্লাসের মধ্যে ললি আইসক্রিম ভেঙ্গে তাতে কোক ঢেলে ঠান্ডা করে খেতাম। এই মিশ্রণের নামকরণ হয়েছিল কোক + ললি = “কোলি”। আর এর সাথে যখন কাপ আইসক্রিম যুক্ত হোত তখন নাম হতো
কাপ + কোক + ললি = “কাকোলি”।

৩. লম্বা সময় মিশনে কাটানোর পর ফেরত যাবার সময় আমাদের একজন বিমান বন্দরে দাঁড়িয়ে থাকা বিমান দেখে তাব্দা খেয়ে গেল, “…..এই বিমানের পেটে ৪০০ লোক ঢুকবে? সবাই এতে করে বাংলাদেশ যাবে? এতগুলা লোক নিয়ে এইটা আবার উইড়া যাবে? অসম্ভব, আমি যাব না এই বিমানে….”।

৪. আমার এক কলিগ সিও’র বাসায় ফোন করলে ভাবী ফোন রিসিভ করেছেন। ভাবীকে সালাম জানিয়ে বললেন, “ভাবী, ভাই কই….”?

৫. জীপের আরোহীদের মধ্যে সবচেয়ে সম্মানিতজন সামনে ড্রাইভারের পাশের সিটে বসেন। সেই হিসেবে আমাদের মিসেসরা সবসময়ই জীপের দ্বিতীয় আসনধারী হন। এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে এক ছোটভাই বহুত কনফিউজড লুক দিয়ে বলল, “আমি আপনাদের অনেক কিছুই বুঝি, কিন্তু এই একটা জিনিস বুঝি না। আপনারা কেন আপনাদের বৌদের ড্রাইভারের হাতে তুলে দেন”?

৬. এমআইএসটি’র পড়াশুনার চাপে তাপে অস্থির হয়ে যাবার ব্যাপারটা ইউনিট অফিসারের সাথে শেয়ার করলাম এইভাবে, “আর বোল না, লেখাপড়া করতে করতে সব জুস বের হয়ে যাচ্ছে”। সাথে সাথে সে সমাধান দিয়ে দিল, “স্যার, পলিথিনের মতোন মাথাটা প্যাঁচায়ে সেফটিপিন মেরে রাখেন। দেখবেন আর জুস বের হচ্ছে না….”।

৭. কয়েকমাস আগে যেই নাইজেরিয়ান অফিসার আমাদের একটা কাজে সাহায্য করেছিলেন তার নাম “বাবালোলা”। ইদানিংকালে তাকে যে রিপ্লেস করেছে তার নাম “দুদুছোলা”!!

৪,৬০২ বার দেখা হয়েছে

৫৯ টি মন্তব্য : “টুশকি ২৭”

  1. আদনান (১৯৯৪-২০০০)
    ৭. কয়েকমাস আগে যেই নাইজেরিয়ান অফিসার আমাদের একটা কাজে সাহায্য করেছিলেন তার নাম “বাবালোলা”। ইদানিংকালে তাকে যে রিপ্লেস করেছে তার নাম “দুদুছোলা”!!

    =)) :pira:

    জবাব দিন
  2. শার্লী (১৯৯৯-২০০৫)

    ৭ নাম্বারটা পড়ে এতো জোড়ে হেসে উঠছি যে আমার ভাই ঘুম থেকে উঠে একটা ঝাড়ি দিসে মাত্র। কিন্তু ব্যাপার না, টুসকির কাছে এই ঝাড়ি পাত্তা পায় না। :just: :pira:

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    কত্তদিইইইইইইন পর... :tuski: :tuski: :tuski:
    বরাবরের মতোই :pira:

    মোহামেডান আফ্রিকার কোন এক দেশ থেকে দুইজন ফুটবলার নিয়ে এসেছিল যাদের নাম ছিল লাডি বাবালোলাব্লাডি বাবালোলা


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সায়েদ ভাই,
    আপনের এই ঝিকিঝিকি পমপমের গল্প বইলা আমার যাস্ট ফ্রেন্ডদের কত যে বিনোদন দিতাছি..."ওউ ম্যাশ দ্যাট ইজ সোউউউ ফানি...আই ওয়ানা গো টু লাইবেরিয়া...দা কান্ট্রি অফ ঝিকিঝিকি পমপম...(বইলা হাসতে হাসতে বিপজ্জনক ভঙ্গিতে এই অধমের গায়ে গড়ায় পড়ে পড়ে ভাব...)

    সায়েদ ভাই,টুশকি,ঝিকিঝিকি পমপম আর আমার জাস্ট ফ্রেন্ডস জিন্দাবাদ :boss: :boss: :boss:

    জবাব দিন
  5. রায়হান আবীর (৯৯-০৫)

    আহ!! কত্তদিন পর টুশকি ভাই টুশকি দিসে...

    “আমি আপনাদের অনেক কিছুই বুঝি, কিন্তু এই একটা জিনিস বুঝি না। আপনারা কেন আপনাদের বৌদের ড্রাইভারের হাতে তুলে দেন”?

    :khekz: :khekz:

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    ক্যাডেটে থাকা অবস্থায় ইন্ডিয়া পজিশন খাইছিলাম, এডুর কাছে। হেয় আমার বেত নিয়া দাঁড়ায় ছিল পিছনে। হাত নামাইলেই পাছায় বাড়ি দিত।

    ভাইরে এরচেয়ে এক্সর্টা-ড্রিল ভাল।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    চুরাশিটা নতুন পোস্টের ভিতর থেইকা টুশকি টা খুইজা বাইর করতে পুরা দেড় দিন লাগছে 😡
    সায়েদ ব্যাটা দেশে আইসা যাতে বিশাল গ্যাপ দেয়া যায় সেইটা প্র্যাকটিস করতাছে বুঝা যাইতাছে । এতদিন পর পোস্টের দেখা মিললো x-(
    তবে যেহেতু যথারীতি সেইরকম হইছে দেইখা মাফ কিরা দিলিম ;))

    “স্যার, পলিথিনের মতোন মাথাটা প্যাঁচায়ে সেফটিপিন মেরে রাখেন। দেখবেন আর জুস বের হচ্ছে না….”।

    এর পরেও কি জুস বাইর হচ্ছিলো, তাইলে যে কোন জায়গা সেফটিপিন মাইরা রাখা লাগতো আল্লাহ মালুম :grr: :grr:

    দোস্ত সেরকম সেরকম :pira:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  8. রেজওয়ান (৯৯-০৫)

    টুশকি তোমাকে বড়ই মিস করি......তুমি আবার কবে আমাদের হাসাইতে আসবা ?

    ও সায়েদ ভাই...এখন সিসিবি'র আপনার একটা টুশকির বর প্রয়জন...এট্টু আসেন না ভাই...প্লীজ...

    জবাব দিন
  9. রবিন (৯৪-০০/ককক)
    কয়েকমাস আগে যেই নাইজেরিয়ান অফিসার আমাদের একটা কাজে সাহায্য করেছিলেন তার নাম “বাবালোলা”। ইদানিংকালে তাকে যে রিপ্লেস করেছে তার নাম “দুদুছোলা”!!

    :)) :))

    জবাব দিন

মওন্তব্য করুন : সায়েদ (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।