ফোনালাপ

: কিরে কাকে ফোন দিচ্ছিস?
: আমার গার্ল ফ্রেন্ডরে।
: গার্লফ্রেন্ড? কোন গার্লফ্রেন্ড?
: মনে আছে সেই ১৯৯৬ সালে মেসে আমি আমার এক গার্লফ্রেন্ডরে নিয়ে এসে খাওয়াইছিলাম? সেই গার্লফ্রেন্ড।

আমার দুই কলিগের (অনেক সিনিয়র) এহেন কথোপকথনে কান খাড়া না করে উপায় ছিল না। তার উপর অফিসটা আমার, ফোনটা আমার টেবিলেই। সেখান থেকে চাইলেও ভেগে যেতে পারছিলাম না। লাইবেরিয়া থেকে বাংলাদেশে গার্লফ্রেন্ডের (!) সাথে একদিকের ফোনালাপটা শুনতেই হলো।

হ্যালো….
হ্যালোওওও….
শুনতে পাচ্ছেন?
আমিতো আপনাকে পরিস্কার শুনতে পাচ্ছি।
কেমন আছেন?
ব্যস্ত নাকি? কি করছেন?
ও আচ্ছা।
তা আপনার যে ম্যারেজ ডে টা গিয়েছে সেটা কি টের পেয়েছেন?
হুম…আচ্ছা….
শোনেন, এই উপলক্ষ্যে আমি আপনাকে এই পর্যন্ত মেসেজ পাঠিয়েছি চারটা।
পান নাই? পাইছেন?
চারটাই পাইছেন? আইচ্ছা….
মেসেজ রিপ্লাইও করেছেন?
তাই নাকি? আমিতো পাই নাই।
কবে রিপ্লাই পাঠাইছেন?
ও গতকাল?
তাইলে চিন্তা নাই, ওইটা আমার কাছে এসে পৌঁছাবে আগামীকাল।
বাংলাদেশ থেকে লাইবেরিয়া অনেক দূর তো, সময় তো একটু বেশি লাগবেই।
কি আর করবেন, এই আফ্রিকায় মানুষ তো মানুষ, মেসেজও আসতে চায় না।
হায়রে, ম্যারেজ ডে তো গেছে গত পরশুদিন….।
আচ্ছা আচ্ছা….।
তা আপনার ছেলেদুটা কই?
ঐ যে একটার বয়স আট বছর আর আরেকটার সাড়ে পাঁচ?
উনাদের কি খাওয়া দাওয়া করাইছেন?
হুম….
বড়টা কি স্কুলে গেছিল?
এখন কই ওই দুইজন? ফোনে একটু দেয়া যাবে?
ও… আচ্ছা আচ্ছা…। থাক তাইলে।
বইলেন ওদের বাপজান ফোন দিছিল।
আপনার আম্মাজান ক্যামন আছেন?
ডাক্তার ঔষধ বদলায়ে দিতে চাইছিলো, বদলাইছে?
কবে বদলাবে?
ও…
আইচ্ছা, তাহলে ভালো থাইকেন।
আপনার হাজব্যান্ডরে আমার শুভেচ্ছা জানাইয়েন।
উনারে একটু ফোন টোন দিয়েন। বেচারা লাইবেরিয়ার জঙ্গলে থাকে।
একটু ফোন পাইলেও মনটা ভালো থাকে।
রাখি তাহলে?
খোদা হাফেজ।

৩৪ টি মন্তব্য : “ফোনালাপ”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    জটিল প্রেমালাপ মামা 😡 😡

    আহারে কবে যে এরম কথা কওয়ার সুযোগ পামু :bash:

    সিসিবিতে বেশ রোমান্টিক হাওয়া বইতাছে ইদানিং। ভালাই লাগে দ্যাখতে ;;)


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    মজা পাইলাম 😀 😀 😀


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : নাজমুল (০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।