ভ্যালেন্টাইন দিনে আমার একটি প্রস্তাবনা

ভ্যালেন্টাইন দিনে একটা কবিতা দিয়ে মাইনাস খাইছি। যাউজ্ঞা। এইদিনকে সামনে রেখে আমার একটা প্রস্তাবনা আছে। সিসিবি আগে কেমন ছিল আমি জানিনা কিন্তু আমি আসার পরে যা দেখছি আমি বিমুগ্ধ। মনে হয় সবাই আমরা এক পাড়া বা মহল্লার বাসিন্দা। প্রতিদিন দেখা হয় কথা হয়। কিন্তু একটা বিষয়ের কমতি আমার চোখে পড়েছে যদি সবাই একমত হয় তাইলে বিষয়টি ভাল বই খারাপ হবেনা। সবার লিখা পোষ্ট পড়তে গিয়ে, মন্তব্য আর প্রতি মন্তব্যের বিষয় গুলি বিশ্লেষন করলে যে কেউ স্বীকার করবে আমারা একই পরিবারের সদস্য আর তা অস্বীকার করার উপায় নাই।

আমরা সবাইকে চিনি পোষ্ট আর মন্তব্য পড়ে। এখানে অনেকে ছদ্ম নাম ব্যাবহার করে আর প্রফাইল পিকচারটা দেয় অন্য কিছু। আমরা সবাই যদি নিজের আসল নামটা দিই আর নিজের আসল ছবিটা দিই তাহলে একে অপরকে চিনতে পারবো এবং তার ছবিটা মনের মধ্যে গেঁথে নিতে পারবো। এতে আমাদের দুরত্ব আরো কমে আসবে বলে আমার ধারনা। এখানে সবাই এক্স ক্যডেট তাই এখানে সিনিয়রিটি বা জুনিয়রিটি যেভাবে মেইন্টেইন করা হয় তা আর কোথাও হয় বলে আমার জানা নেই। তাই সবার সিনিয়র সানাউল্লাহ ভাইকে অনুরোধ করবো আপনি এটা শুরু করে সবাইকে বাই অর্ডার করতে বলুন। আমি এ ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী যে সবাই আমার প্রস্তাবনাকে স্বাগত জানাবে।

৩৩ টি মন্তব্য : “ভ্যালেন্টাইন দিনে আমার একটি প্রস্তাবনা”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    নাম তো ঠিকই আছে। আর ছবি তো কয়দিন পরপর পাল্টাই। নিজের নানা বয়সের ছবিও দিছি। ঘুইরা আবার আইবো, নজর রাইখ্যো। B-)

    এক চেহারা প্রত্যেকদিন দেখি তো তাই সবসময় নিজের চেহারা দেখাইতে ভালো লাগেনা!! 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আমি জনস্বার্থেই নিজের ছবি দেই না...ব্লগের কোমলমতি ছোট-বড় সকল ভাই-বোনকে আমার ছবি দেখিয়ে ভয় দেবার মতন নিষ্ঠুর আমি নই... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. আদনান (১৯৯৭-২০০৩)
    কোমলমতি ছোট-বড় সকল ভাই-বোনকে আমার ছবি দেখিয়ে ভয় দেবার মতন নিষ্ঠুর আমি নই

    আর আমরা খুব ভয়ে সিটকা লেগে থাকি আর কি!!

    আমার ক্লোজ-আপ ফেস ফটো, আমি মনে করি আমার-টা মডেল হওয়া ঊচিৎ।

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।