শুধু বাংলা কবিতা আর ছড়ার লিঙ্ক চাই

আমি কবিতা খুব একটা লিখতে পারিনা। কবিতা লিখতে গেলে ছড়া হয়ে যায় অথবা প্যারোডি জাতীয় কিছু। কবিতা লিখতে গিয়ে দেখি ঘুরেফিরে আমার ছন্দ গুলো ছোটবেলা পড়া ছড়া বা কবিতার ভিতর চলে যায়।সিসিবিতে আসতে আসতে আমকে এক ধরনের নস্টালজিয়াতে ভোগা শুরু করেছি। ইদানিং আমার সেই পুরাতন কবিতাগূল(সত্তরের দশকে প্রাথমিক এবং হাই স্কুলে পাঠ্য ছিল) পড়তে ইচ্ছে করে। দেশে থাকলে হয়তো নীলক্ষেত ঘুরে ঠিকই বের করে নিতাম। কিন্তু এই প্রবাশে নীলক্ষেত পাব কই। কেউ কি আমকে ঐ কবিতা গুলুর লিঙ্ক বা পিডিএফ ডাউনলোড করার ওয়েব এ্যাড্রেস দিবেন? বোঝার সুবিধার্তে কিছু উদাহরন নীচে দিলাম।

১। আস্মানিদের দেখতে যদি তোমরা সবে চাও
২। বাবুরাম সাপুরে
৩।দাঁতখানি চাল ( কাজের ছেলে)
৪।উড়ানীর চর
৫।ভোর হলো দোর খোল
৬। মামার বাড়ি
৭। সকালে উঠিয়া আমি মনে মনে বলি
৮। সবার আমি ছাত্র,
৯। সাফদার ডাক্তার
১০। নন্দলাল ইত্যাদি

নজরুল, রবি ঠাকুর, জসীম উদ্দিন, সত্যেন্দনাত দত্ত, ফররুখ আহমেদ, সুফিয়া কামাল, মাইকেল মধুসূদন, দিজেন্দ্রলাল আর সবার কবিতার লিঙ্ক চাই।

৫৩ টি মন্তব্য : “শুধু বাংলা কবিতা আর ছড়ার লিঙ্ক চাই”

  1. আমিন (১৯৯৬-২০০২)

    বস একই সাথে সামুতে এবং এইখানে আপনার পোস্ট টা দেকলাম।
    আমার কাছে কোন লিঙ্ক নাই। তবে বাচ্চাকালে পড়া অনেক কবিতা মেমোরি থেকে কোট করতে পারি। (চামে দিয়া ক্রেডিট লইলাম। )

    জবাব দিন
    • সাকেব (মকক) (৯৩-৯৯)

      আমিন,
      প্লীজ কোট করা শুরু কর...মজা হবে...

      আমিও একটু চেষ্টা করি...প্যারাগুলার সিরিয়াল উল্টাপাল্টা হইতে পারে...কিছু প্যারা ভুইলা গেসি...

      ১. সফদার ডাক্তার মাথা ভরা টাক তার
      খিদে পেলে পানি খায় চিবিয়ে
      চেয়ারেতে রাতদিন বসে গোণে দুই তিন
      পড়ে বই আলোটারে নিবিয়ে

      ইয়া বড় গোঁফ তার, নাই যার জুড়িদার
      শুলে পরে ভুড়ি ঠেকে আকাশে
      নুন দিয়ে খায় পান সারাখ'ন গায় গান
      বুদ্ধিতে অতি বড় পাকা সে

      রোগী এলে ঘরে তার, খুশিতে সে চারবার
      কষে দেয় ডন আর কুস্তি,
      তারপর রোগীটারে গোটা দুই চাঁটি মারে
      যেন তার সাথে কত দুস্তি।

      কলেরার রোগী এলে দুপুরের রোদে ফেলে
      দেয় তারে কুইনিন খাইয়ে,
      তারপর দুই টিন পচা জলে তারপিন
      ঢেলে তারে দেয় শুধু নাইয়ে।

      ম্যালেরিয়া হলে কারো নাহি আর নিস্তার
      ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে,
      ... ... ...
      ... ... (মনে নাই 🙁 )

      একদিন সক্কালে ঘটল কি জঞ্জাল
      ডাক্তার ধরে এসে পুলিশে,
      হাত-কড়া দিয়ে হাতে নিয়ে যায় থানাতে
      তারিখটা আষাঢ়ের উনিশে।


      "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
      আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

      জবাব দিন
  2. রহমান (৯২-৯৮)

    স্যার, এইখানে ক্লিক করে দেখতে পারেন। সুকমার রায়ের বাপুরাম সাপুরে সহ আরো অনেক ছড়া পাবেন।

    গুগল্‌ এ বাংলা পয়েম/ বাংলা পয়েট্রি লিখে সার্চ দিয়ে দেখেন, একসাথে অনেক ওয়েবসাইট চলে আসবে। আপনি নিজেই সেখান থেকে রিলেটেড অনেক লিংক বা সাইট খুজে পাবেন 🙂

    জবাব দিন
  3. আমিন (১৯৯৬-২০০২)

    সাকেব ভাই বস, আপনি প্রায় পুরোটা ঠিক করে ফেলেছিলেন।
    কলেরারটা ম্যালেরিয়ার পরে হবে।

    ম্যালেরিয়া হলে কারো নাহি আর নিস্তার
    ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে,
    আমাশার রোগী এলে দুই হাতে কান ধরে
    পেট টারে ঠিক করে কিলিয়ে।

    কলেরার রোগী এলে দুপুরের রোদে ফেলে
    দেয় তারে কুইনিন খাইয়ে,
    তারপর দুই টিন পচা জলে তারপিন
    একদিন সক্কাল ঘটল কি জঞ্জাল
    ডাক্তার ধরে এসে পুলিশে,
    হাত-কড়া দিয়ে হাতে নিয়ে যায় থানাতে
    তারিখটা আষাঢ়ের উনিশে।

    এই কবিতাটা গত আষাঢ়ের উনিশ তারিখ সামুতে দিছিলাম।
    এর আরেকটা মজার ব্যাপার আছে। আমরা সেভেনে থাকতে তখনকার টুয়েলভ মানে তৌহিদ ভাই সামির ভাইরা আমাগো মঈন ডাক্তাররে ভেঙ্গানোর জন্য এই কবিতা খুঁঝতে ছিল। আমি মুখস্থ বইলা তাদের সমস্যা সমাধান করে দিছি। ( চামে আবারো ক্রেডিট নিলাম। )
    ঢেলে তারে দেয় শুধু নাইয়ে।

    ডাক্তার সফদার নামডাক খুব তার
    নামে গাও থরথরি কম্প
    নাম শুনে রোগী সব করে জোরে কলরব
    পিঠটান দেয় দিয়ে লম্ফ।

    জবাব দিন
  4. কামরুলতপু (৯৬-০২)

    ইশশ আমি না থাকাতে আমিনের নিজের ক্রেডিট নিজেই কইতে হইল। আমিন হইল চলন্ত কবিতা আর্কাইভ। পাঠ্যপুস্তকে পড়া যে কোন কবিতার যে কোন লাইন খালি বললেই হইল কবির নাম সহ সাথে সাথে আমিন পুরা কবিতা সবাইকে শুনিয়ে দিতে পারবে। এখানে আসেন আমরা আমিনের টেস্ট নেই। আমার মনে হয় না কেউ ওরে আটকাইতে পারবে। আমি শুরু করি। দোস্ত আমারে ছিপখান তিনদাড় তিনজন মাল্লা এই কবিতাটা শোনা।

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    আমার নাম ফয়েজ, আমি একটি কবিতা বলব, আমার কবিতার নাম হাট্টিমা টিমটিম

    "হাট্টিমা টিমটিম
    তারা মাঠে পারে ডিম
    তাদের খাড়া দুটো শিং
    তারা হাট্টিমা টিমটিম"

    😀

    এইটাও মনে ছিল না, এখন আমার মেয়ে পড়ে, ওর বইয়ে দেখে মনে পড়ছে


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  6. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    এই না হইলে এডিসন ভাই।
    আপনি বস - একেকটি ফিল্ডে ক্লিক করতেছেন আর - সেখানটাতেই জ্বলজ্বল করে উঠছে। :clap:

    জমজমাট পোস্ট টা চলমান থাকবে আরো কিছু সময়...


    সৈয়দ সাফী

    জবাব দিন
  7. বিশিষ্ট সব কবিদের লেখার একটি ভাল অনলাইন কালেকশান হলোঃ
    http://www.bangla-kobita.com

    এখানে আপনার লিস্টের কিছু কবিতা খুঁজে পেলাম। নিচে তার লিঙ্ক দিয়ে দিচ্ছিঃ
    দূরের পাল্লা
    বাবুরাম সাপুড়ে

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      @ দিপায়ন পাল:
      আপনার ওই সাইটটিতে ক্যাডেট কলেজ ব্লগেরও কিছু লেখা পোস্ট করে দিয়েছেন দেখলাম। কিন্তু কোথাও লেখকে বা মূলসোর্সের নাম উল্লেখ করেননি (আমার একটি লেখাও সেখানে রয়েছে)।
      অন্যকোন ব্লগ থেকে লেখা নিয়ে প্রকাশ করার আগে সংশ্লিষ্ট লেখক/ব্লগের অনুমতি নেওয়া উচিত - মানবেন আশা করি।
      আমার লেখাটি সরিয়ে দিতে বলছিনা, তবে অনুগ্রহ করে লেখকের নাম ও লেখার প্রাইমারী সোর্স উল্লেখ করুন।ধন্যবাদ।

      জবাব দিন

মওন্তব্য করুন : সায়েদ (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।