সিসিবির সবার কাছে খোলা চিঠি

আমার দূর্ঘটনা ঘটে ২৮শে জানুয়ারী ২০০৯ বিকাল ৪টা ৫মিঃ এ আর আমি লেভেল-৩ হাসপাতাল থেকে হাতে পায়ে ধরে ছাড়া পাই ৩রা ফেব্রুয়ারী। জর্ডান হাসপাতালের চিকিৎসা খুবই উন্নতমানের কিন্তু ওখানকার খাবার আর কয়দিন খাইলে আমি আরো অসুস্থ হয়ে যেতাম। এমনিতে হাই এ্যন্টিবায়োটিক খাচ্ছি তারপর না খাওয়ার জন্য আরো দুর্বল হয়ে যাচ্ছিলাম।

ঠিক এই মূহুর্তে আমার ঘটনার সম্পুর্ন বিবরনী দেওয়ার একটু অসুবিধাও আছে। হয়তো ছ’মাস বা আরো পরে লিখবো ব্লগে ( ইতিমধ্যে ইংরেজীতে লিখে ফেলেছি বোর্ড অফ ইঙ্কয়ারির জন্য।) এখনো ইউ এন কতৃপক্ষ মৃত ব্যাক্তিদের প্রাপ্য টাকা পয়সা (কম্পেন্সেসন) বুঝিয়ে দেয়নি। তাই আমি এরকম পাবলিক ব্লগে এমন কোন তথ্য দিতে পারছিনা যা তাদের টাকা পাওযা থেকে বঞ্চিত করতে পারে। আর কি লিখতে কি লিখে ভ্যারাচ্যারা লাগিয়ে দিব তারও কোন গ্যারান্টি নাই।

তবে আমার এই দূর্ঘটনার অনেক ভালো দিক আছে। দুর্ঘটনাতো দুর্ঘটনাই এটা কোন ঘটনা না। এটা হওয়ার ছিল হয়ছে ব্যাস। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এটা কম কিসে ? আমি এত বড় দুর্ঘটনা এর আগে চাক্ষুশ দেখি নাই। আমার সাবধানতা আরো একটু বেশি নেয়ার শিক্ষা পেলাম। ছোটবেলা ঘুড়ি ওড়াতে গিয়ে দু বার ছাঁদ থেকে পড়ে গিয়েছিলাম। আর কোন বড় দূর্ঘটনার কথা এখন মনে আসছেনা, আসলে পরে বলবো। ২৩ ব্যাচের শরীফ ( ছন্নছাড়া) কে ব্লগার বানাতে পেরেছি এটা বা কম কিসে ?

রহমানের ব্লগ ” একটি দুঃসংবাদ- এডিসন ভাই গুরুতর আহত” এখানকার বর্ননা যথার্ত। শুধু আমি গুরুতর আহত কথাটি ছাড়া। অন্যান্য ক্ষেত্র হলে যতার্থ হতো। আমার অবস্থা সবার থেকে ভালো ছিল। কারন আমি খবর দিয়ে এম্বুলেন্স এবং মেজর সাফিকে ঘটনাস্থলে নিয়ে আসি এবং সে বাকীটুকু উদ্ধার কার্য সম্পাদন করে। তাছাড়া ঐ ব্লগেই সায়েদের মন্তব্য আরো সঠিক, কারন ও হাসপাতালে গিয়ে সবার সাথে দেখা করে আমার সাথে কথা বলে সঠিক মন্তব্য লিখেছে।

বর্তমান অবস্থাঃ
আমি একমাত্র হাসপাতালের বাইরে, একজন এখনো আইসিইউতে, তিনজন সাধারন ওয়ার্ডে আর দুজন এখন মৃত। যারা বেঁচে আছে তাদের অবস্থা ইনশাআল্লাহ আশংকামুক্ত। আমার ক্ষত শুকাতে এক মাসের বেশি সময় লাগবে বলে ডাক্তারের ধারনা। আমিই একমাত্র ব্যাক্তি যার মাথায় কোন আঘাত লাগেনি। ( সব আল্লাহর ইচ্ছা আর সিসিবির দোয়া)

২১ টি মন্তব্য : “সিসিবির সবার কাছে খোলা চিঠি”

  1. শাহরিয়ার (১৯৯৬-২০০২)

    সারোয়ার স্যার,এইতো সেদিন আপনি ভাবি আর পিচ্চি(নামটা মনে নেই) সহ আমাদের কাপ্তাই এ বেড়িয়ে গেলেন-তারপরই এই দূর্ঘটনা!! আমি কোনমতেই মানতে পারছি না।খুবই কষ্ট লাগছে। আপনার সাথে আহত হতে পারলে হয়ত কষ্টটা কমতো। সিসিবিতে না আসলে হয়তো অনেকদিন পরে ঘটনাটা জানতে পেতাম কারো কাছে। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মনে প্রানে এই দোয়া করছি। আমরা ১০ আর ই আবার পোস্তগোলা যাচ্ছি মার্চ এ। আমাদের কাপ্তাই এর রিজর্ট আরো সুন্দর করে রিনোভেশন ও এক্সটেনশন করা হচ্ছে। সুস্থ হয়ে আবার বেড়িয়ে যাবেন।---সাদিক

    জবাব দিন
  2. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    শুভ কামনা আপনাদের সবার জন্য।

    তাড়তাড়ি ডেরায় ফিরুন ভাইয়া - এই কামনা করি।

    অফটপিকঃ
    প্রিয়তি আর প্রত্যয়ী নাম দুটি কিন্তু খুব্বি পছন্দ হইছে বস।
    আদর দিয়েন ওদের কে।


    সৈয়দ সাফী

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।