নেট ওয়ার্ক বিড়াম্বনা

সিসিবিকে ছেড়ে থাকতে পারলামনা। তাই এক আঙ্গুলে লিখা আমার প্রথম এবং সিসিবিতে আমার দ্বিতীয় ছড়া। মন্তব্যের উত্তর কিন্তু দিতে পারবোনা। হাতে এখনো দারুন ব্যাথা। ( শেষ ছন্দে সাফদার ডাক্তারের সাথে কিছুটা মিল থাকতে পারে)

ল্যাপটপে ভরে গেছে এ্যাডওয়ার
আমি কম কিসে ? আমি সারওয়ার !
এ্যাডওয়ার গুলু খুব দুষ্ট
আমারে যে দেয় শুধু কষ্ট,

এই ব্যটা বড় পাজি
আমারে সে করে রাজি
যদি না কিনি এ্যন্টিভাইরাস
আমারে সে করে দেবে মাইনাস !

একদিন দুইদিন তিনদিন পরে দেখি
আমারে সে দিয়ে দিছে ধাক্কা,
ল্যপটপ নিশ্চুপ, কয়না সে কথা কোন
হার্ডডিস্ক হয়ে গেছে ফাক্কা।

আমিও কি কম যায়?
আমি বড় শয়তান
এটা ওটা সরিয়ে
ক্যাস্পার এ দিই টান

পাইরেসি কপি ভাই
পয়সাও লাগে নাই
আমিও তো মহাখুশি
মনে হ্য় বেশি বেশি

ভাইরাস ভাগাতে ক্যাস্পার লাগাতে
আমারে কয় ব্যটা চাবি কৈ ?
ক্যাস্পার ব্যাটা দেখি তারচেয়ে বজ্জাত
আমি শুরু করে দিই হৈচৈ

বন্ধুরা মিলে মিশে চাবি দিয়ে গেল শেষে
আমি ভাবি এইবার রক্ষা
চাবি নিয়ে আমি যেই আপডেটে দিয়ে দেই
নেট ওয়ার্ক পেয়ে গেছে অক্কা।

৪৬ টি মন্তব্য : “নেট ওয়ার্ক বিড়াম্বনা”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    আমরাও সিসিবি ছাইরা থাকতে পারি না

    সদস্যঃ ৪ জন অতিথিঃ ৫ জন
    রেজওয়ান (৯৯-০৫)
    জিহাদ (৯৯-০৫)
    আরেফীন (১৯৯৯-২০০৫)
    রায়হান আবীর (৯৯-০৫)

    😛 😛 চামে ৯৯-০৫ ব্যাচ আপ :awesome: :awesome:

    জবাব দিন
  2. রেজওয়ান (৯৯-০৫)

    গত ২ দিন ধরে দেখছিলাম আপনি অনলাইনে আসেন...ভাবছিলাম সাড়া শব্দ পাব...পুরা একটা পোস্ট আশা করি নাই 😀
    ভাল হয়ে উঠুন তাড়াতাড়ি... :boss:
    ১ নয় ২ আঙ্গুলেই ঝর তুলুন... :awesome:
    শুভকামনা :hatsoff:

    জবাব দিন
  3. রহমান (৯২-৯৮)

    বস্‌,

    আল্লাহর কাছে শোকরিয়া যে আপনি সুস্থ্য হয়ে উঠছেন এবং সিসিবিতে ফিরে এসেছেন। দোয়া করি দ্রুত সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠুন :boss:

    সিসিবির প্রতি আপনার এই ভালবাসা এবং ফিলিংসকে জানাই :salute:

    দূর্ঘটনার বিস্তারিত বিবরণ জানার অপেক্ষায় রইলাম :dreamy:

    জবাব দিন
  4. যারা ক্যাডেটদের গালাগালি করে তাদের আমি বোঝাতে পারি না কেন আমি এতটা গর্বিত একজন ক্যাডেট হয়ে। আজ এডিসন ভাইকে দেখে আরেকবার বলতে ইচ্ছে হচ্ছে ভাই I am proud to be a Cadet.
    অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাই।

    জবাব দিন
  5. এডিসন ভাই, :salute:
    আমার নাম ইউসুফ, আমার শখ ছিল....সরি, রং পোস্ট এট রং প্লেস....
    সানাউল্লাহ ভাই, শওকত ভাইয়ের মত উপরে আরেকটা ছায়া পেয়ে সত্য খুশি হলাম।
    দ্রুত ভাল হয়ে উঠুন।

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    বস ফলইন কইরা রাখছি আপনারে গার্ড-অফ-অনার দিবার লাইগ্যা।

    প্রেট ডাইনে সালাম দিবে, ডা---ই---নে সালাম্ :salute:

    নেন বস হাত তুলেন, সালাম নেন.........।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  7. সামিয়া (৯৯-০৫)

    এডিসন ভাই, আপনার পোস্টটা পড়ে খুবই খুশি আর স্বস্তি লাগতেছে, আপনি পুরাপুরি সুস্থ হয়ে উঠুন এই দোয়া করি। 🙂 আপনাদের খবর শুনে খারাপ লাগছিল খুব।
    বাকি যারা আহত হয়েছিলেন, তাদের কি অবস্থা?
    আল্লাহ সবাইকে ভাল রাখুক।

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।