পেশকী-৩

****************
আমাদের এডু মেজর মাকছুদ স্যার খুব রশিক লোক ছিলেন। গেইমস টাইমে একজনকে রুপার চেইন পরা দেখে খুব ক্ষেপে বললেন, কি এটা? তোমাকে এই ফালতু যিনিস যেন আর পরতে না দেখি। পরক্ষনেই দেখতে পেলেন ওটা একটা তাবীজ। যোগ করলেন, পরতে পার যদি ওটা বিছানায় পি করার জন্য হয়।
******************
মাকছুদ নামে আমাদের এক সহপাঠি ছিলো। সে স,ছ,ষ,শ সবগুলোকে নির্বিচারে চ বলতো। যেমন, শ্রীলংকা কে চিরিলংকা, স্নেহ কে চেনেহ ইত্যাদি। বেচারা নিজের নামকে কি বলত বুঝতেই পারছেন। তার সুদানে থাকা সুদানী মামার গল্প যদি তার ভাষায় বলতে যাই তাহলে নির্ঘাত লাথি খেতে হবে, অথবা এডিটেড হয়ে যাবে।
********************
আমিনুলকে রাজ্জাক বললে সে ভীষন ক্ষেপে যেতো। রাজিক তাকে রাজ্জাক বলে খেপাচ্ছিলো, ভীষন খেপে আমিনুল রাজিককে বলল , রাজ্জাক তোর বাপ। রাজিক ক্ষেপে না যেয়ে হাসতে হাসতে বলল দোস্তো আমার বাপের নাম সত্যি রাজ্জাক।
*******************
আবার মাকছুদের সেই বিটকেল প্রশ্নের কথায় ফিরে যাই। প্রথম ব্যাক্তিকে ডেকে মাকছুদ হেভী কনফিডেন্সের সাথে, এই তোর বাপ মা কি……কু…কু…কু…;কি যে হলো তার মুখ দিয়ে কু…কু…ছাড়া আর কিছুই বের হচ্ছেনা। এরপর মাকছুদের স,শ,ষ,ছ এবং চ সব ক হয়ে গেলো; মাকছুদ হয়ে গেল মাক্কুদ আর আমরা পেলাম সেই বিখ্যাত গান…………
“ও আকা, তোমার ভালোবাকা……” (টুশকী দ্রষ্টব্য)

২,৭৩৩ বার দেখা হয়েছে

৫৪ টি মন্তব্য : “পেশকী-৩”

  1. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    [সরোয়ারকে গুঁতাচ্ছি ওদের গল্পটা লিখে সিসিবি'তে দেয়ার জন্য। একটা নাটক হয়েছিল বটে "ওরা কদম আলী" - আমার দেখা কলেজের শ্রেষ্ঠ নাটক।]

    আন্তঃহাউস নাটক প্রতিযোগিতা নিয়ে লেখা ব্লগের এই লাইনটায় তোকে মিন করেছিলাম। লিখে ফেল না........অসাধারন সেই সময়ের কথা 😡 😡 O:-) O:-)


    Life is Mad.

    জবাব দিন
  2. রুম্মান (১৯৯৩-৯৯)

    কলেজের ২ জন সিনিয়রকে টুশকি আর পেশকি লিখতে দেইখা আমারও ইচ্ছা হইল (বি সি সি হিসেবে একটা দায়িত্বও তো আছে )॥
    কিন্তু জাতির কাছে প্রশ্ন - নামটা কি হবে ? টুশকি,পেশকি....এরপর ????


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    বিঃ দ্রঃ মেজর ম্যাক্স আমার এইখানে মিশন করতেছে রে...........জীবন্ত কার্টুন একটা :just:


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. রুম্মান (১৯৯৩-৯৯)

    ১-নামে কিবা আসে যায়? লিখে ফেল (অথবা নামায়া ফেল)
    - নামাবো ইনশাআল্লাহ।মিশন শেষ॥নিজের কম্পিউটার ...........(বুইঝা নেন)।
    তাই ইউ এন কম্পিউটার এ অভ্র ইনষ্টল সংক্রান্ত জটিলতার মধ্যে আছি।ইনষ্টল হয় না॥
    ২-ম্যাক্স কবে থেকে মিশনে?

    - ম্যাক্স এর ৬ মাস হইল।milob


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    দোস্ত পেশকী পিড়া তো এই গভীর রাইতে পিরা গেলাম আবার =)) =))

    আরো বড় কইরা লেখ মামা তাইলে আরো জমবো :grr:

    কিন্তু তুই আমারে ডজার কইলি ক্যা 😡 😡


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : টিটো রহমান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।