টুশকী বন্দনায় পেশকী

আমি কখন কিছু লিখতে পারিনা। কিন্তু সায়েদ এর টুশকি এর কারনে লেখতে বসলাম।

**********************
ক্যাডেট মানেই তার একটা টীজ নাম থকবেই! সবার ছিলো, কারন সবার কোনো না কোনো খুত তার সহপাঠীদের কাছে ধরা পরেই যেতো। আমাদের ক্লাসে রএকজন ছিল যার কোনো নাম পাওয়া যাচ্ছিলোনা। কারন সে ছিল খুব ভদ্র এবং শান্ত। কারো সাথে পাছে না থাকায় কেও তার নামকরনের মত কোনো খুত ও কখোনো পায়নি। আবশেষে একজন কিছুই না পেয়ে তার নাম দিল “বিশিষ্ট ভদ্রলোক”। সেটা লোক মুখে পরিবর্তিত হতে লাগলো, কেউ বলে “ভদূদর লোক” কেউ “ভদ্দর নোক” বলা আর উচ্চারনের বিভিন্নতায় আরো কতো কি…! সব চেয়ে অবাক হলাম যখন এক সিনিয়র আমাকে বলে বসল ” আচ্ছা তোমরা সায়েদের মত ভালো ছেলেকে “বিশিষ্ট বদনা” বল কেন?”…।
*************************
আমি একজন নিয়মিত টুশকি পাঠক, টুশকি প্রকাশনার এই ধীর গতি আমাকে এরকম ঠেশ দিয়ে ঠেশকি টাইপ লেখা লেখাচ্ছে!
****************************
আমার কলেজে এক নতুন ইংরেজী টীচার আসলেন…নাম শাহাজাদা বসুনিয়া…। তার মজার কাহিনী লিখে শেষ করা আমার কম্মো নয়। আমরা তখন ক্লাশ ১০ এ পরি। তিনি আমাদের পরাতেন “Stories from Shakespear” , পরানোর চেয়ে পাঠ্য পুস্তকে নাই এমন আশ্লীল কথাই বলতেন বেশি। আমাদের একজন বিশিষ্ট ভদ্র ছেলে তাকে রেগে বলে বসল, ‘ স্যার, আমাদের না পরালে আমরা পরিক্ষায় পাশ করব কি ভাবে?’ বসুনিয়া স্যার মহা ক্ষেপে গেলেন…”তোমাদের মজার কথা শুনতে ভাল লাগেনা, পইরা কি হইবো? এই বাইন… বসুনিয়া থাকলে সবাই ফাশ করব( চাটগায়ে বাড়ী স্যারের তাই প কে ফ বলত)। আবশেষে পরীক্ষা এবং সবাই ফাশ! ঠোটে বাকা হাসি নিয়ে সেই ভদ্র ছেলের দিকে ফিরে বসুনিয়া, ” ইউ ব্লাডী সা… কি তুমাদের সেক… এর জ়োর কমছে…বলছি না এই বাইন** বসুনিয়া থাকতে কুনো চিন্তা নাই…সব ফাশ করছ?” ভদ্র ছেলের নির্বিকার জবাব, ” হ্যা স্যার, আপনের মত আরো দুই তিনটা বাইন** থাকার দরকার ছিল!

*******************
তসবীর শের ই বাংলা হাউস এর, কিন্তু বেশির ভাগ সময় সে আমাদের হাউস এ আমার রুম এ থাকতো। প্রধান কারন বিড়ি খাওয়া আর তাস খেলা। মোস্তাফিজুর রহমান, যিনি টাল নামে পরিচিত তসবির কে ধরল, বাবা তুই আমার হাউসে এসে এই ছেলে গুলিকে নষ্ট করছিস, তুই কেন এইখানে আসিস? তসবীর এর উত্তর, ” স্যার, আমার রুম মেট পোকা পালে, তাই গন্ধে রুমে থাকা যায়না।” এখানে উল্লেখ্য যে সত্যি তার রুম মেট রুমে রেশম পোকা পালা শুরু করেছিল।
**********
ক্লাশ রুটিন এ স্যার দের নাম সংক্ষিপ্ত আকারে থাকত। যেমন, ফাক(FAK) Fazlul Kader থাক আর উদাহরন না দেই! আবুল বাশার চৌধুরী নামে ছিলেন এক জন, তার সংক্ষিপ্ত নাম ABC, আমরা বলতাম আবুল বাশার চোরা। তার নিশব্দ হাটা, চোরের মত উকি মারা এবং সীজ করা যিনিস ফেরত না দেওয়ার গুন মনে হয় এই নামের কারন। একবার দুই ভদ্র ছেলে চিপিচুপি রুমে এক অভদ্র পত্রিকা দেখছিল। কেন যেনো মনে হল আমরা দুইজন না তিন জন। তিন নম্বর জন আর কেউ না আমাদের ABC. নিশব্দে কখন যে এসেছে বুঝতেও পারিনি। যা হোক সীজ হয়ে গেল সেই অভদ্র পত্রিকা! আমরা লজ্জায় লাল, আর ভয় কবে আমাদের বিচার শুরু হবে। সপ্তাহ গেল আর ধৈর্য্য কুলাচ্ছেনা! আমরা করুন মুখে স্যারের কাছে গেলাম, ” স্যার আমরা খুব লজ্জিত, ওই পত্রিকা আর কাউকে না দেখালে স্যার আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।” স্যার নির্বিকার, ” ছিঃ ছিঃ এত নোংরা পত্রিকা তোরা দেখিস, আমি লজ্জায় আমার স্ত্রী কে পর্যন্ত দেখাতে পারিনি, আর কাউকে কি মুখে দেখাব?”
সেদিন ভেবেছিলাম যাক ওটা স্যারের ব্যাক্তিগত কালেকশনে গেল! আজ বুঝি স্যার আমাদের সম্মান বাচানোর জন্য কাউকে দেখাননি ওটা। স্যার যেখানেই থাকুন সালাম, আর অসংখ্য ধন্যবাদ।

২,৭৬১ বার দেখা হয়েছে

৬৭ টি মন্তব্য : “টুশকী বন্দনায় পেশকী”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আরে সারওয়ার ভাই দেখি 😀 ব্লগে স্বাগতম ভাইয়া... এখন হাত পা খুলে লেখা শুরু করেন 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সারওয়ার ভাই স্বাগতম...
    তয়, আসল স্বাগতম জানাইব আপনার সিনিয়র কেউ...অথবা স্বয়ং প্রিন্সু স্যার...!!


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আরেক জন ১৯৯২-১৯৯৮ ব্যাচ :hug:
    স্বাগতম দোস্ত সিসিবিতে :awesome: :awesome:

    সিনিয়র কেউ আইস্যা হালকা রেজিমেন্টেশন করাইতে পারে 😀 ব্যাপারনা, আমরা আম্রাইতো :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সারওয়ার ভাই,করলেন তো এক কাম-সায়েদ ভাইরে আমরা এইখানে টুশকি ভাই বইলা ডাকি এখন তো উনার নাম হয়া যাইবো... 😛 😛 😛

    আপনের "আরো দুই একটা ****" এর কাহিনী শুইনা এক্কেরে চিয়ার থিকা পিরা গেলাম =)) =)) =))

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আমি কখন কিছু লিখতে পারিনা। ্লেখার শুরুতেই এরকম ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি x-(

    জবাব দিন
  6. জুলহাস (৮৮-৯৪)

    আইচ্ছা...দিহান ভাপু......,
    তুমি একটু দেখো তো...প্রিন্সিপ্যাল ...কিংবা অ্যাডজুট্যান্ট ভাইস্যারদের দেখা যায় কি না!!!
    জুনিয়র্‌স...তোমরা একটু লুক দ্যাট্‌ সাইড হইয়া থাকো তো...

    আমি ৯২-৯৮ ব্যাচের সবাই-কে বলছি..


    ওরে..., সিনিয়র-রা কেউ না থাকলে...ব্লগের নিয়ম-কানুন...ইত্যাদি...ইত্যাদি...ভুং ভাং বুঝাইয়া তোর অহনও কেউ সারওয়ার-রে পাঙ্গা দেস্‌ নাই!!!!!
    করলি কি তোরা???

    সো...ভাইজান...শুরু কইরা দ্যান...আইজ সে কিয়ামত তক্‌ :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  7. রুম্মান (১৯৯৩-৯৯)

    :clap: :clap: :clap:


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  8. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    নাম পাওয়া যাচ্ছিল না মানে কি রে 😕 😕 ?
    ক্লাস সেভেন পার হতে না হতেই তো কতগুলা জুটল....তারপর ধাপে ধাপে আরও কয়েকটা ছিল :shy: :shy: ।

    ওদিক দিয়ে আমাদের শামীমের যে ক্লাস টুয়েলভ পর্যণ্ত কোন নামই ছিল না তার কি খেয়াল আছে?? ক্যাডেট কলেজ লাইফ শেষ করে বেনামে পোলাডা বেনামে বের হয়ে যাবে দেখে জোর করে খাপছাড়া নাম দেয়া হইল..... 😛 😛


    Life is Mad.

    জবাব দিন
  9. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    তোরে এখানে এইভাবে এইরূপে দেখে বড় ভালো লাগল...... 🙂 ।
    চালায়া যা।

    আমি কয়েকদিন থেকেই "স্মৃতিময় স্বপ্ন......" এর পরবর্তী পার্ট শুরুর তালে আছি। তোর এই এফোর্টে মনে হয় সেটা ত্বরান্বিত হবে 😛 😀 😀 ।


    Life is Mad.

    জবাব দিন
  10. রকিব (০১-০৭)

    টুশকী ভাইয়ের নতুন নামটা বড়ই সোন্দর্য। :frontroll: :frontroll:
    সারওয়ার ভাইয়া, আরো লেখা চাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই। :goragori:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    স্বাগতম সারওয়ার। :hatsoff: আমাদের ভারচ্যুয়াল ক্যাডেট জগতে। এখানে লেখাটাই খালি বাস্তব। বাকি সব ভারচ্যুয়াল।

    পোলাপাইন আমার পক্ষ থেকে তোমাকে বরণ করে নিয়েছে দেখলাম। যাক, আমি নিশ্চিন্ত। আমি না থাকলেও সিসিবির শৃঙ্খলা অক্ষুন্ন থাকবে।

    :dreamy: :dreamy: :dreamy: :dreamy: ইমোশোনাল হইয়া গেলাম (কপিরাইট : কালা কুর্তা)।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  12. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কাইয়ূম ভাই ঠিক বলছেন...সায়েদ ভাই অনেক ডজার হয়ে গেছেন...ডজ মিটারে মাপলে প্রায় 2Qy পরিমান তো হবেই...!!

    {ডজিং এর একক সর্বকালের সেরা ডজার কাইয়ূম (Quyuum) ভাই এর নামানুসারে করা হয়েছে...:P}


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  13. হাসনাইন (৯৯-০৫)

    সারওয়ার ভাই ব্লগে স্বাগতম। 🙂

    এখানে উল্লেখ্য যে সত্যি তার রুম মেট রুমে রেশম পোকা পালা শুরু করেছিল।

    কি কন?? 😮

    আমাদের একজন পাখি পালা শুরু করছিল। পরে অবশ্য বাঁচাইতে পারে নাই।

    জবাব দিন

মওন্তব্য করুন : হাসান (১৯৯৫-২০০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।