কত রঙ্গ এই বঙ্গে

আমি এলাম এই ব্লগে আমার ছোট ভাই তানভীর(৯৪-০০) এর প্রেরণায়। দেখি কি হয় এখানে। আশা করি আমাকে সিসিবির মেম্বার করার তানভীরের অবিরাম প্রচেষ্টা সফল হবে এবং আমি এর চেয়েও ভালো লিখতে পারব। অন্তত লিখতে না পারলেও পড়তে তো পারব! :grr: :grr:
cheer up guys. :awesome: :awesome:

৩,০৩৫ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “কত রঙ্গ এই বঙ্গে”

  1. তানভীর (৯৪-০০)

    রকিব কই রে? আমার ভাইটারে চা দে! 😛

    ভাইয়া, স্বাগতম। :salute:
    আমার চেয়ে ভাল না লিখলে কিন্তু তোমার খবর আছে! :gulli2:

    অফটপিকঃ আমার চেয়েও ভাল লিখতে পারবে- এই কথাটা আমিই লিখে দিছি! 😛

    জবাব দিন
  2. শামস (১৯৯৬-২০০২)

    কলেজে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অথিতির আগমনে যেমন কইরা বিউগল (শব্দটা কি ঠিক আছে?) এর ফাটা আওয়াজে চারিদিক কাইপা উঠত তেমনে বাজাইতে ইচ্ছা করতেসে 😛 ... ছানবীর ভাইরে স্বাগতম...

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    তানভীড়ের হাত ধরে সানভীড় ভাইয়ের আগতম
    সুভেচ্ছা, স্বাগমন

    (ব্লগে ভীড় যত বাড়বে, মজা তত জম্বে)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. শার্লী (১৯৯৯-২০০৫)

    সানবীর ভাই আমিয়া পয়ান্র ভাইয়ের লেখা বিশিষ্ট ভক্ত আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি অতি শীঘ্রই আপনার ভক্ত হিসেবে নাম লিপিবদ্ধ করে ফেলব। 😀

    জবাব দিন
  5. রহমান (৯২-৯৮)

    বস,

    সিসিবিতে স্বাগতম :boss: :hatsoff: :salute:

    আপনাকে সিসিবিতে দেখে খুব ভাল লাগছে। তানভীরকে অনেকবার বলেছিলাম আপনাকে এখানে আনার জন্য। আশা করি নিয়মিত থাকবেন :guitar:

    কুমিল্লা এখন শুধু :gulli2: করবে :grr: (সাম্প্রদায়িকতার জন্য আমি আমার... চাই 😛 :D)

    তানভীরকে এজন্য একটা বিশেষ ধন্যবাদ 🙂 🙂 🙂

    জবাব দিন
  6. তানভীর (৯৪-০০)

    আমার ফাঁকিবাজ ভাইটা আমাকে জিজ্ঞেস করেছিল এতজনের স্বাগতমের জবাব কিভাবে দিবে? আমি বললাম, সবাইরে একই টাইপ ধন্যবাদ জানাইয়া দিতে, আর কিছু স্মাইলি দিতে। 😛
    এখন দেখি তুলকালাম অবস্থা! =)) =))

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।