৪১৩০

ঠাস করে থাপ্পড় মারে সংখ্যাটা, প্রতিবার…যতবার দেখি।…থাপ্পড় খেয়ে আমি আবার কিছু বলি না, চুপচাপ খেয়ে যাই, ভালই লাগে, একটা নিষ্ঠুর আনন্দ হয়।
আর আমি… সেদিন উলটে ফেলেছিলাম বলে, আমার চারহাজার একশ তিরিশ হয়তবা কোনদিন এক বাড়বে, কোনদিন দুই, তারপর তিন, চার করে পাঁচহাজার হবে, কিন্তু আমি প্রতিদিন ঘরেই ফিরবো, আমার নীল নীল সাদা সাদা ঘর, সেখানে স্বপ্নেরা উড়ে বেড়াবে, কিন্তু স্বপ্নগুলো প্রজাপতির মত বসবে না আর কাঁধে, আমার চিবুক ছুঁয়ে আদর দেবে না আর।

২,৩৫৫ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “৪১৩০”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    এই লেখাকি প্রথম পাতায় আসেনি, মিস করলাম কিভাবে?

    হিজিবিজি, বিজি, হিজিবিজি 😀

    সব কিছু বুঝতে হইব নাকি? কিছু না হয় নাই বুঝলাম 🙂


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।