মানুষ চেনা

ফেইসবুক একটা বড় উপকার করে দিয়েছে আমাদের, সেটা হলো মানুষের মানসিকতা বোঝা। যদিও দেশের খুবই নগণ্য একটা অংশ ফেইসবুক ব্যবহার করে, তারপরেও এই নগণ্য অংশের মানসিকতা বোঝার জন্যই ফেইসবুক যথেষ্ট। মাঝে মাঝে অদ্ভুত ভাললাগায় ভরে যাই আমি, কারও সুন্দর কোন কথা ছবি বা কাজে দেখে, আবার রাগে দাঁত কিড়মিড় করে উঠি কারও শেয়ার করা কোন লিঙ্ক দেখে, আবার হাত অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায় কারও লেখা কোন নোট পড়ে, কিংবা কোন একটা ভিডিও দেখে।

কিন্তু আজকে ফেইসবুকে ঢুকে আমি পুরাই হতভম্ব। আমি রাগ করব না কি করব বুঝতে পারতেসি না। আমার মাথার ভেতরে ব্যপারটাকে আমি ঠিকমত ঢুকাতে পারছি না যে এটা কেমন করে হয়। হাসান সাঈদের পক্ষ নেয়াকেও হার মানিয়ে কিছু মানুষ এখন পরিমলের পাশে দাঁড়ানোর জন্য আহবান করছে মানুষকে। আমি প্রথমে ভেবেছিলাম ব্যপারটা ফাজলামি, আমি এখনও আশা করব ব্যাপারটা ফাজলামি, কিন্তু তারপরেও কেমন যেন লাগতেসে।

আপনারা প্লিজ একটু সাহায্য করবেন? এই পেইজটা চলুন সবাই মিলে রিপোর্ট করি।
আর এই পেইজের এডমিন, তাকেও রিপোর্ট করি।

আমার এখনও মনে হচ্ছে কেউ একজন হয়ত ফাজলামী করে কাজটা করেছে, এমনকি হাসিনুল সাহেবের প্রোফাইলটাও হয়ত ভুয়া…যাই হোক, এই সাহায্যটুকু প্লিজ করবেন দয়া করে।

১,২২৮ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “মানুষ চেনা”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আমি ইতিমধ্যে রিপোর্ট করেছি...

    ফেসবুক আসলেই মানুষ চিনতে সাহায্য করছে, পরিচিত অনেকের ভিতরের অন্যরূপের পরিচয় পাচ্ছি।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    রিপোর্ট করা হয়ে গেছে গতকালকেই।
    আমি আগে মনে করতাম মানসিক ভাবে বিকৃত মনষ্কের লোকগুলো কেবল সংসদেই বসে; এখন দেখি এই গ্রুপেও কিছু আছে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. রায়হান আবীর (৯৯-০৫)

    গত কয়েকদিনের ফেসবুক রঙ্গ দেখতে দেখতে রায়হান থেকে হয়রান হইয়া গেছি। এইটা দুপুরেই দেখছিলাম, রিপোর্ট করছি। এরচেয়েও ভয়াবহ থেকে ভয়াবহতর পেইজ প্রতিদিন একটা দুইটা কইরা গজাইতেছে। প্রতিদিন ফেসবুকে দেওয়া পুরাটা সময়ই যায় রিপোর্ট বাটন টিপতে টিপতে ...

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিয়া (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।