তিনফুটি

মানুষটা সিসিবি থেকে নাই হয়ে গেছে অনেক আগেই। পৃথিবীটা বড় পরিবর্তনশীল, কখন কি হয় কেউ বলতে পারে না। একটা সময় যেমন আমরা ভাবতেই পারতাম না আমাদের পোস্টের প্রথম কমেন্টটা দিহানাপ্পুর হবে না। কোনদিন বলি নাই, আজকে বলি, আমার পোস্ট দেয়ার সময় আমি অনেক্ষণ বসে থাকতাম, যেই দিহানাপ্পু অনলাইন হত, আমি তখন পাবলিশ বাটনে টিপি দিতাম, মানুষটা ফার্স্ট হতে খুব পছন্দ করত যে।

সবকিছুর শুরু কোন এক পোস্টে…সিসিবিতে তখন আমিই একমাত্র মেয়ে, বড় ভাইরা সিরাম আদর করে, ক্লাসমেটরা খোঁচানোর চেষ্টা করে, কিন্তু বড়ভাইদের ভয়ে তেমন কিছু করতে পারে না, জুনিয়র তখনো আসে নাই মনে হয়। এর মাঝে কোন এক কারণে কয়েকদিন আমি নেটে ঢুকতে পারি নাই। কয়েকদিন পর ঢুকে দেখি আমার জায়গা দখল করে নিসে কোন এক ভাবী। মেয়েরা সারাজীবন আদরের কাঙ্গাল, আমার সিরাম হিংসা হল, এত্ত বড় সাহস, আমার সিংহাসন দখল করতে কে আসছে?? তাও এইটা কোন ক্যাডেট না, কোথাকার কোন ভাবী???

আমি উনার আশপাশ দিয়ে ঘুরাঘুরি করি, কিন্তু কিছু বলি টলি না। চোরা চোখে দেখার চেষ্টা করি উনি কি কি করে। কিন্তু আর কত….একসময় আর থাকতে না পেরে এক পোস্টে উনার সাথে পরিচয় করলাম, ‘আমি অমুক’… সেই থেকে শুরু…। কমেন্টে সবাই মিলে যখন খোচাখুচি করতাম, উনি অবশ্যই আমার পক্ষ নিত, দেশে আসলে আমাকে কি কি রান্না করে খাওয়াবে এবং আমি কি কি রান্না করে খাওয়াবো, এইসবের লিস্টি করত। আমাকে যে কত কত আইসক্রীম খাওয়াবে উনি…এইটার প্ল্যান করত, আমাদের যে উনি কত্ত মিস করে…এই সাধারণ কথাগুলা যে কোন মানুষ এত তীব্র করে বলতে পারে…

এত্ত এত্ত আদর খেয়ে এক নিমিষেই আমি এত বড় ভাইয়ের আদর ভুলে উনার দলে চলে গেলাম…

উনার আদর খেয়ে খেয়ে আমার অভ্যেসটা খারাপ হয়ে গেছিলো, আর রাত বিরাতে ফোন করে রিনরিনে গলা শুনতে শুনতে ইউজটু হয়ে গেসলাম। আজকাল হঠাৎ ওই গলাটা আবার শুনতে বড় ইচ্ছা হয়। গত ১৯জুলাই উনার জন্মদিন ছিল। জানি না মানুষটা কেমন আছে, সিসিবিতে আসে না কেন…তারপরেও, দিহানাপ্পু, শুভ জন্মদিন।

আপনার জন্য এত্ত এত্ত ভালবাসা। আপনাকে আমার এখনও খুব হিংসা হয় জানেন, সেই প্রথম দিনের মতই…আপনাকে এত মানুষ এত ভালবাসে ক্যান??

২,৭১২ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “তিনফুটি”

  1. দিহান আহসান

    তোর মনে আছে?? আমি'ই তো ভুলে গেলাম 😛
    ধন্যবাদ দিচ্ছিনা, আমারতো প্রাপ্য তাইনা??
    আশ্চর্যের কথা তোর লেখা পড়তে পড়তে কেন যেন চোখ উপচে পানি বের হলো, এত্ত এত্ত ভালবাসিস তোর দিহানাপ্পুকে 🙁

    এক্টূ উহু বেশী ব্যস্ত আপুনি, সময় করে কল দিবো! অনেক ভালো থাকিস 🙂

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    এই পোষ্টে কিছু বললেই আমি মাইর খাবো জানি; তাও বলিঃ
    শুভ জন্মদিন দি। তুমি আমার উপর অনেক রেগে আছো; আমি একটূ বেশিই ভীতু, রাগ ভাঙ্গানোর সাহস এখনো যুগিয়ে উঠতে পারিনি 🙁


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    dihan, samne porle mair hobe! nijer name post astei hajir! eai buddhita janle to lokkhi bontar name mase ekta kore post ditam!!

    (sobar kache maf caichi cell theke montobbo korar karone english cum bangla bebohar korte holo. asole dihaner uposthitir karone log in na kore parlam na.)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. রাব্বী (৯২-৯৮)

    'তিনফুটি' নামটা খুব ভাল হইছে 😀

    দিহান কি খবর? অনেকদিন কথা হয় না। তবে, ঢাকায় গেলে আড্ডায় কে যেন তোমার কথা জিজ্ঞেস করছিল। কাম্রুল সম্ভবত।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  5. সাব্বির (৯৫-০১)

    আমি তো ম নে করছিলাম মানুষটা আমাদের ভুলেই গেছে।
    নিজের নামে পোষ্ট পড়ার সাথে সাথে হাজির, কেম্নে কি??
    দিহান আপু তোমারে অনেক মিস করি।
    আর সামিয়াপু তোকে ধন্যবাদ প্রায় মৃত একজন কে বাচিঁয়ে তোলার জন্য।

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এত্তো এত্তো ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস এবং বছর পর দিহান সিসিবিতে উঁকি দিয়েছে- এই খুশিতে চলো আম্মাজান কামরুলের ফ্রিজ থেকে মিস্টি খেয়ে আসি................ :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    পুরোনো দিনের কত কথা মনে পড়ে গেল, আগে কি সুন্দর দিন কাটাইতাম... 🙁

    আর নিজের নামে পোস্ট দেখে দিহান আপু হাজির 😮 😮 যাই হোক লেট হাপি বাড্ডে আপু, কেমন আছো ? আবার কি নিয়মিত দেখতে পাব নাকি আবারো এই রকম একটা পোস্টের জন্য অপেক্ষা করতে হবে 😛

    বোমাবাজ সামিয়াকে ধন্যবাদ, একজনকে কোমা থেকে ফিরিয়ে আনার জন্য। এখন একটা হিট লিস্ট বানাও আরো যারা যারা কোমায় চলে গিয়েছে। তারপর এক এক করে :gulli: :gulli: :gulli:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. আছিব (২০০০-২০০৬)

    বোমাবাজ মানুষেরা আজকাল মানুষকে কোমা থেকেও ফিরিয়ে আনতে পারে দেখা যায়!

    দিহান ভাবীর জন্মদিনে :brick: ফালায় গেলাম
    সামিয়াপ্পু আইসক্রিম পাওয়ার যোগ্য ::salute::

    জবাব দিন
  9. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    "দিনের সর্বোচ্চ মন্তব্যকারী" অপশনটা উঠে যাওয়ার পর থেকে দিহান আপুর ব্যাক গিয়ার শুরু হইছে, তাই দিহান আপুকে আগের আসনে ফিরিয়ে আনতে "দিনের সর্বোচ্চ মন্তব্যকারী" অপশন পুনঃরায় চালু করার জোর দাবি জানাচ্ছি।
    আমার সাথে কে কে আছেন...??? ইটা ফেলে যান।

    দেরিতে উইশ করার জন্য আগেই :frontroll: দিয়ে নিই। শুভ জন্মদিন আপ্পি... :party:

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।