বারবিকিউ @ লাবলু ভাই’স রুফটপ

বারবিকিউ পোস্টে দেখি বড় ছোট নির্বিশেষে সবটি মিলে খালি ফাইজলামী করে। এই পোস্টে কুন ফাইজলামী হবে না, যারা যারা আসতেছেন তারা তারা নামটা লিখে যান মন্তব্য ঘরে। আর যারা সুযোগ থাকা সত্ত্বেও আসতেছেন না, তারা কাফনের কাপড় কিনে রেডি থাকেন :gulli2:
ইহা একটি এটেন্ডেন্স পোস্ট। আমি আমাদের করা লিস্ট দিয়ে দিতেসি। আপনেরা মন্তব্য ঘরে আপডেট দিবেন। :duel:

সময়: ৪ ফেব্রুয়ারী, ২০১১, বিকেল ৫টা থেকে চলতে থাকবে তো চলতেই থাকবে
স্থান: লাভলু ভাইয়ের বাসা, হাউস নং: ৯, রোড: এস ১, ব্লক: এফ, ইস্টার্ন হাউজিং, পল্লবী ২, ঢাকা

চাঁদা: চাক্রিজীবী – ৪৫০টাকা
বেকার/ছাত্র – ২০০টাকা

এটেন্ডেন্সঃ
১। লাবলু ভাই এবং তার বাড়ির সকলে
২। ফয়েজ ভাই
৩। জিতু আপা, মারজু
৪।আহসান ভাই, আপু
৫। রিবিন ভাই
৬। কামরুল ভাই
৭। সামীউর ভাই
৮। তানভীর ভাই
৯। জুনা ভাই
১০। আন্দা ভাই, পৃথা
১১। চার তলার বাসিন্দারা
১২। রায়হান
১৩। রায়েদ
১৪। সামিয়া
১৫। হাসান ভাই

২,৯৮১ বার দেখা হয়েছে

৪৫ টি মন্তব্য : “বারবিকিউ @ লাবলু ভাই’স রুফটপ”

  1. রকিব (০১-০৭)

    নিরামিষাশী আইটেম নাই, তা নাহলে আসতাম।
    যাউজ্ঞা যারা যারা আসবেন, তাদের সবার জন্য ফ্রি :teacup: থাকবে প্রতিশ্রুতি দিলাম। B-)


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    কিরম বেদ্দপ মাইয়া! ফয়েজ ভাইয়ের মতো একজন প্রবীণ লোকের নাম দিছে ৯ নম্বরে x-(

    যা গিয়া মটর সাইকেল চক্কর খাইতে থাক।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    সুযোগ না থাকায় আসতে পারছি না, তাই কাফনের কাপড়ও কিনতে পারছি না।
    মন ও মেজাজ দুইটাই বিলা ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. শাওন (৯৫-০১)

    যেহেতু খাওন দাওনের ব্যাপার, আমি মনে হয় চইলা আইতে পারি......:-D


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  5. রায়েদ (২০০২-২০০৮)

    ভাবসিলাম আসব কিন্তু বৃহস্পতিবারের পরীক্ষাটা পিছিয়ে শনিবার এ নিয়ে যাওয়ার ফলে এবারও বোধ হয় g2g টা মিস করছি।

    সব দোষ সমিয়াপ্পুর। x-(

    আমারে রায়হান ভাই আর সমিয়াপ্পুর মাঝখানে রাখলে কেমনে কি? আমি তো এমনিতেই নাই হইয়া যাইতাম । 😛

    জবাব দিন

মওন্তব্য করুন : টিটো রহমান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।