বারবিকিউ!! বারবিকিউ!!

পোলাপাইনটি মানুষ হইলো না :X :X…শুধু পোলাপাইন কেন, পোলাপাইনের বাপরাও আজকাল বারবিকিউ খাওয়ার জন্য অন্যের দুয়ারে দুয়ারে (মতান্তরে দেয়ালে দেয়ালে) কান্নাকাটি শুরু করেছেন। ওইদিকে আরেকজন আমাকে গোপন মেসেজে অভিযুক্ত করে যাচ্ছে যে সিসিবিতে নাকি আবার মন্দাভাব শুরু হয়েছে, এবং জাগিয়ে তোলার দায়িত্বটা আমার নেয়া উচিৎ কিন্তু আমি কোন দায়িত্বই পালন করছি না। সুতরাং সিসিবিকে জাগিয়ে তোলার চরম লক্ষ্যমাত্রা নিয়ে, এবং অভিযোগকারীকে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতে আমার আগমন।

আসছে ৪ তারিখ, লাবলু ভাইয়ের বাসার ছাদ পুড়াতে এক বারবিকিউ সমাবেশ আয়োজন করা হয়েছে। কামলা দিতে আছে ‘৯৯ ব্যাচ (আমি বাদে :D), কে কে আসবেন, এক্ষুনি হাত তুলুন…

সময়ঃ বিকাল চারটা অনওয়ার্ড
ভেন্যুঃ লাবলু ভাইয়ের ছাদ
চাঁদাঃ বড়রা ৩৫০ (যাদের ঘাড়ে একটি চাকুরী আছে :D)
ছোটরা ২০০ (যাদের তাহা নাই :D)

৫,২১৬ বার দেখা হয়েছে

৭৭ টি মন্তব্য : “বারবিকিউ!! বারবিকিউ!!”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    যাদের চাকরি আছে তাদের চাঁদাটা আরেকটু বাড়িয়ে যাদের তাহা নেই তাদেরটা একটু কমানো যায় না? 🙁 সঙ্গে বউ/জামাই অথবা বৈধ বয়ফ্রেন্ড/গার্ল ফ্রেন্ড থাকলে তাদের চাঁদা কী দিতে হবে? আমার মনে হয় এক্ষেত্রে আমরা একটু 'অতিথিসেবা' করতে পারি। 😀

    আগের দুটো গেট-টুগেদারে যেতে পারিনি। এবার না গেলে লাবলু ভাই হাত-পা ভেঙ্গে দেবেন বলে হুমকি দিয়েছেন। এখন উপায় একটাই- লাবলু ভাইয়ের নামে জিডি করা অথবা জিটুজিতে যাওয়া। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কিবরিয়া (২০০৩-২০০৯)

    ধুর বারবিকিউ মাইনষ্যে খায়। :grr:


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  3. সাব্বির (৯৫-০১)

    লোকজন আদিম যুগের দিকে এগিয়ে যাচ্ছে, রান্না-বান্নার সুব্যবস্থা বর্জন করছে।
    আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
    আসুন জিটুজি কে না বলি।
    অ ট অনেকে মনে করতে পারে আংগুর ফল টক, সেই দিন আর নাই এখন সুমিষ্ট আংগুরের আধিক্য 😀

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    তারিখটা আর এক দেড় সপ্তাহ পরে হইলে এমন কি ক্ষতি হইতো 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    বারবিকিউ......... বারবিকিউ!! ওয়াও........... 😛
    আমার আম্মাজান শেষ পর্যন্ত মাঠে নামছে!! তাইলে আমি নিশ্চিত। লগে কামলা প্রকৌশলী আব্বাজানটারেও রাইখ্যো!

    পোলাপাইনের আওয়াজ দেইখ্যা মনে হইতাছে কব্জি ডুবাইয়াই খাইতে পারমু! আর মাস্ফ্যু নাই, জিহাদ আছে, চিন্তা কী! তা বারবিকিউ কিসের হইবো? গরু, ছাগল, মুরগি না প্যাক প্যাক.....। নাকি একাধিক? মেনু ঠিক করার জন্য একটা গোপন সভা করতে হবে। সভায় কে কে থাকবে? ডেজার্ট স্পেশালিস্টেরও থাকা দরকার!

    পার্টির অতিথিদের জন্য জরুরি তথ্য : মেয়েদের রাতে থাকার জন্য দুইটা কক্ষের ব্যবস্থা হইতাছে! উদয় যদিও ওর কক্ষটা ছাড়তে রাজি হচ্ছে না, তবে মেয়েরা দখল কইরা নিলে সুরসুর কইরা ছাইড়া দিবো মনে হয়। ছেলেদের জন্য ছাদ, চাইরতলা আর আমাদের দোতলা আছে! বেশি লোকজন হইলে জুনিয়রগুলার হাতে লাঠি আর বাঁশি দিয়া রাস্তায় পাহারায় নামাইয়া দিমুনে..........


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    আমার আলাদা রুম লাগপে। অন্তত এক ঘন্টার জন্য হলেও
    ----মাস্ফ্যু :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)
    চাঁদাঃ বড়রা ৩৫০ (যাদের ঘাড়ে একটি চাকুরী আছে :D)

    বোমাবাজি ছাইরা চাদাবাজি ধরলি ?? x-(

    (নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন) (সম্পাদিত)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।