ফুটবল এবং সমান্তরাল

ফুটবল আর হিন্দী সিরিয়ালের মধ্যে আসলে কোন পার্থ্ক্য নাই। আসলেই নাই।

হিন্দী সিরিয়ালে সর্ব শক্তি প্রয়োগ করে কূটনামী শিখানো হয়, আর ফূটবলে লাত্থালাত্থি। দুই মিনিট বসে থাকলে আপনি ছয়টা লাত্থির ঘটনা দেখবেন, তার মধ্যে দুইটা রেড কার্ড পাইসে, তিনটা হলুদ কার্ড, একটাতে তিনজন একসাথে উলটায় পড়ে পাছুতে ব্যথা পাইসে। আর হিন্দী সিরিয়ালে দেখবেন মাল্টি ডাইমেনশনাল কূটনামী, কোন দিক দিয়ে কি হয়ে গেল আপনি নিজেই ধরতে পারবেন না।

হিন্দী সিরিয়ালে মাঝে মাঝে চরম ক্লাইম্যাক্স দেখা যায়, ফুটবলেও প্রায়ই। আন্টি খালারা এসময় কাউকে সহ্য করতে পারে না, বাচ্চাকেও না। ফুটবলেও দর্শকরা টান টান উত্তেজনার মধ্যে থাকে। এই সময় পৃথিবীর কোন কিছু তাদের নড়াতে পারে না। মৃত্যুও না।

নায়কের মুখের এক্সপ্রেশান বুঝানোর জন্য বিভিন্ন এঙ্গেল থেকে পরপর কয়েকটা শট নেয়া হয়, ধুম ধুম করে সেগুলা একটার পর একটা দেখানো হয়। একটা গোল হওয়ার দৃশ্যও যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কতদিক থেকে দেখায় আল্লাহ মালুম।

হিন্দী সিরিয়ালে অত্যন্ত প্রিয় দৃশ্য হলো নায়ক নায়িকার ধুমধাম করে রংচঙ্গে বিয়ে হয়। আর ফুটবলে হয় গোল।

সিরিয়ালে বিয়ে ভাঙ্গে। আর ফুটবলে গোল সাইড বারে লেগে…সব আশা ধুলিসাৎ।

সিরিয়ালে ফকির থেকে মাল্টি মিলিওনিয়ার হয়, আর ফুটবলে ইতালী ফ্রান্স প্রথম রাউন্ডে গুডবাই জানায়।

হিন্দী সিরিয়াল দেখে দেখে চাচী ফুপিরা শাড়ি কিনতে মার্কেট চষে বেড়ায়। ফুটবল দেখে দেখে মানুষ হয় জার্সির পাগল। অমুক দেশের অমুক জার্সি না হলে খেলা দেখাই ভেস্তে যাবে, সুতরাং সমস্ত মার্কেট চষে ফেল, অমুক দেশের জার্সি চাই।

ভাইসব, আসুন, হিন্দী সিরিয়াল এবং ফুটবল, দুইটাই বর্জন করি 😀

৪,৭৩৩ বার দেখা হয়েছে

৬১ টি মন্তব্য : “ফুটবল এবং সমান্তরাল”

  1. আন্দালিব (৯৬-০২)

    =))

    হায়! হিন্দি সিরিয়াল তো দেখার অভ্যাস করতে পারলাম না, সারা জীবন শুনেই গেলাম এটা কতো খারাপ। এখন একটু আধটু খেলা দেখার অভ্যাস হয়েছে, ভাবছিলাম সামনের লীগের খেলাও দেখা শুরু করবো। তুমি তো পুরা মাঠে মেরে দিলা!! :((

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    হায়রে মাইয়া মানুষ :no: :no:
    এদের প্রতি শুধুই সমবেদনা... এরা ফুটবলকে চিনতে পারল না, এর মজা নিতে পারলো না... আহারে 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    শুধু ফুটবল আর হিন্দি সিরিয়ালই নয় ফেসবুক, ভিডিও গেম, অপ্রয়োজনে খেতে চাওয়া সবই এক ধরনের ড্রাগ। আমরা সবাইই কোন কোন না কোন ড্রাগে আচ্ছন্ন। হায়রে জীবন ---


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  4. নাজমুল (০২-০৮)

    শুধু ফুটবল আর হিন্দি সিরিয়ালই নয় ফেসবুক, ভিডিও গেম, অপ্রয়োজনে খেতে চাওয়া সবই এক ধরনের ড্রাগ। আমরা সবাইই কোন কোন না কোন ড্রাগে আচ্ছন্ন। হায়রে জীবন — 🙁

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ১০ এ ৭ পাবার মতোন লেখছোস 😛
    তবে নিচের সিস্টেমে পয়েন্ট টেবিল আকারে লেখলে তোর বাংলায় এপ্লাস্পাওয়া লেজের মতোন ১০ এ ১০ পাইতি আবার লেখার এস্থেটিক্সও বজায় থাকতো :grr:

    ফুটবল এবং হিন্দি সিরিয়ালের মধ্যে মিলসমূহ

    সিরিয়াল নাম্বার ফুটবল হিন্দি সিরিয়াল
    - -
    - -
    - -


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : rayed

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।