মাসুম ভাই মাসুম ভাই

তিনি শওকত মাসুম ভাই, সিসিবির তৃতীয় বয়োজেষ্ঠ্য মানুষ, তারপরও নিজেকে মাসুম দাবী করেন, যিনার প্রথম লিখা পড়ে বুঝারই উপায় নাই উনি অর্থনীতি নিয়েও বিশ্লেষণ ধর্মী পোস্ট লিখেন, মুভি নিয়ে লিখেন রিভিউ পোস্ট, সাগরের চাপা মারা নিয়ে গল্প লেখেন, রাজনীতি নিয়ে হাবিজাবি লিখেন (যেগুলার একটতেও আমি ঢুকার সাহস পাই না :shy: ) এমনকি মাঝে মাঝে ক্লাসিক মুভির বিশাল বিশাল লিস্টি আলা পোস্টও ঝুলতে দেখা যায় উনার স্টোর রুমে। ১৪ ধরণের এইসকল পোস্টের মাঝে একটাই মিল, পোস্ট ভর্তি হিহি হাহা’র উপাদান। লেখাকে গুরুগম্ভীর ভাবে কেমন করে রসযুক্ত করে তোলা যায়…বুঝতে হলে মাসুম ভাইয়ের লিখা পড়তেই হবে।

এক অনিন্দ্যসুন্দরী কন্যা এবং এক অনিন্দ্যসুন্দর পুত্রের জনক মাসুম ভাইয়ের বায়োডাটা আপাতত শেষ। এইবার উনাকে শুভ জন্মদিন জানানোর পালা।
শুভ জন্মদিন মাসুম ভাই।

শতেক….. …… … .হোন B-)

৫,৪৯৮ বার দেখা হয়েছে

৮১ টি মন্তব্য : “মাসুম ভাই মাসুম ভাই”

  1. শাফি (০২-০৮)

    শুভ জন্মদিন ভাইয়া... :party:

    এক অনিন্দ্যসুন্দরী কন্যা এবং এক অনিন্দ্যসুন্দর পুত্রের জনক মাসুম ভাইয়ের বায়োডাটা আপাতত শেষ।

    কথা শুনে ত দেখতে মঞ্চায় 😛

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    শতেক….. …… … .হোন

    আমি কিছু করেছি, আপনারাও শূন্যস্থান পূরণ করুন।
    এক. শতেক সন্তানের জনক হোন (কপিরাইট : ফয়েজ)
    দুই. শতেক স্ত্রীর স্বামী হোন (কপিরাইট : কে জানি না)
    তিন. শতেক বালিকার প্রেমিক হোন (কপিরাইট : মাসুম)
    চার. শতেক বোনের ভাই হোন (কপিরাইট : সিসিবি)
    ইত্যাদি...... ইত্যাদি......ইত্যাদি.............


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    শুভ জন্মদিন ভাইয়া।
    ভাবতাছি তিন প্রহরের বিলটা লিজ নিমু, তারপর আপনার সাথে কইরা ভেসপা হোন্ডায় চইড়া ঐটায় মাছ ধরতে যামু।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন।
    বড় হইয়া আপনারে নিয়া একদিন তিন প্রহরের বিল দেখতে যামু। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    শুভ জন্মদিন মাসুম ভাই, সুখে থাকুন সবসময়!

    সম্পূর্ণ অনটপিকঃ সামিয়া, পোস্টটা অনেক বড় হয়ে গেছে। এইটাকে ভেংগে কয়েক পর্বের ধারাবাহিক করতে পারতা। 😛 😛

    জবাব দিন
  6. নাহিদ (১৯৯৬-২০০২)

    আপু, আমার একটা ব্যাপারে তোমার সাথে একটু কথা বলা দরকার। মানে আমি পিলখানার উপর একটা লেখা লিখছি। তাতে আংকেল এর ব্যাপারে কিছু ইনফরমেশন দরকার। আর তোমাদের পারিবারিক পারমিশনও দরকার। তুমি কি কান্ডলী আমাকে একটা মেইল করবে?

    মেইল অ্যাডঃ nahid.djmc@gmail.com

    ব্যাপারটা ইমারজেন্সী। আমি তোমাকে ব্লগে অনেক দিন ধরেই খুঁজছি।

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।