শান্তাপুর বইয়ের মোড়ক উন্মোচন…

হায় হায় বড্ড দেরী হয়ে গেছে, নেট জনিত সনস্যার কারণে আমি মাত্র খবরটা পেলাম, আজ বিকাল সাড়ে চারটায় শান্তাপুর বইয়ের মোড়ক উন্মোচন। বই প্রকাশিত হচ্ছে সাকী পাবলিশিং ক্লাব থেকে, নামঃ কিন্নরকন্ঠী নদী, আমি অবশ্য আর কিছুই জানিনা…

আমি এক্ষুনি দৌড় দিচ্ছি, আশা করি বাকীরাও আসবেন…

১,৬৬৬ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “শান্তাপুর বইয়ের মোড়ক উন্মোচন…”

  1. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    ইশ গেলে আর পেলে না।
    বোনের সাথে যোগাযোগ করলাম বলল, শনিবার দিন এমনিতেই খুব ভীড় থাকে তার উপর আমার বইয়ের জন্য আব্দুল্লাহ আবু সাইদ স্যার এসেছিলেন এতে ওখানে খুব ভীড় হয়ে যায়।

    টুম্পা প্রকাশনী (স্টল#৪৬৬, ফোন 01720 174 446) তে বইটা পাওয়া যাচ্ছে। বই বের হওয়াতে তেমন কিছু মনে হয়নি কিন্তু প্রকাশকের কাছ থেকে যখন জানলাম কেউ কেউ এসে বই নাড়াচাড়া করে দু-এক পৃষ্ঠা পড়ে বইটা কিনে নিয়ে যাচ্ছে তখন বেশ রোমাঞ্ছিত হচ্ছিলাম।

    ফেব্রুয়ারীর শেষের দিকটা কেমন জানি মন খারাপ করা। ভালো থেক।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মওন্তব্য করুন : ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।