দুইটা কথা

শীতার্ত মানুষের জন্য প্রাণ এবং হাত, দুই খুলে যারা একসাথে হয়েছেন, তাদেরকে আসলে বলার কিছু নেই। আপনাদের সকলের কান্ড দেখে আমরা মোটামুটি আবেগে ইমোশনাল হয়ে গেছি। একজন ডাক্তার সাহেব গতকাল ইভোলুশনারি কিছু লজিক বোঝানোর প্রচেষ্টা করতে করতে একসময় বলছিলেন, ইভোলিউশনের একটা বড় অবাক করা বিষয় নাকি এই যে, কেন মানুষ মানুষকে ভালবাসে। চিনে না জানে না এমন একটা মানুষের জন্য কেন আরেকটা মানুষ হাত বাড়িয়ে দেয়। এর পিছনে আরও রিসার্চের নাকি দরকার আছে। এবং এখনও নাকি রিসার্চ হচ্ছে, কখন এই আবেগ মানুষের মধ্যে আসছে, কেন আসছে………..(এখানে আরও অনেক জ্ঞানের কথা)……… আমি মাথা চুলকে ভাবলাম, ইয়া আল্লাহ, পৃথিবীতে মানুষের কি খেয়ে দেয়ে কাজ কম পড়সে? নিদেন পক্ষে আমার ম্যডামকে নিয়েও তো গবেষণা হতে পারত, উনি এমন বান্দর স্বভাবের কেন।

যাই হোক, বিবর্তনের খুজে না পাওয়া তত্ত্বকে আরও মূল্যবান প্রমাণ করতে আপনারা যে যেখান থেকে কাজ করে গেছেন, আপনাদের সকলকে কিছু বলে তাইফুর ভাইয়ের গালি খেতে চাই না, শুধু বলি আপনাদের কান্ড দেখে আরেকটু হলে চোখে পানি এসে যেত।

এবং এই সুযোগে আরেকটা খবর……

ইয়েসসসসস আমি খালা হয়েছি

2
আমার গুন্ডী প্রিন্সেস

গত ১৬ই জানুয়ারী আমার ভাগনী ধরাধামে অবনিত(এরকম কোন শব্দ আছে কিনা আমি জানিনা আসলে) হয়েছে। সে দেখতে, স্বভাব চরিত্রে আমার মত। সারা দিন খালি ঘুমায়। আমি ঠিক করেছি তাকে গুন্ডি বেটি বানাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

1

সে আপনাদের সবাইকে সালাম দিতেসে

২,৭০৩ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : “দুইটা কথা”

  1. আন্দালিব (৯৬-০২)

    আরে! খুউব ভালো খবর তো! আমি তো প্রথম ছবিতে তোমার ভাগ্নির ভ্রূকূটি দেখে চমকায় গেলাম! পরের ছবিতে আবার স্যালুট, তাও মুখ অন্য দিকে ফিরায়ে! বড়োই দুশ্চিন্তার বিষয়াশয়...! 😕

    অনেক অনেক শুভকামনা রইলো। ওর নাম জানাওনি তাই অনামেই শুভকামনা দিয়ে গেলাম। অনেক অনেক বড়ো হয়ে উঠুক ও, মনে-চরিত্রে-গুণে! :clap:

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    ইয়ে সামিয়া, একটা ডাউট ছিল, 😕

    "গুন্ডি বেটি" মানে কি? 😕

    পিচ্চি কিউট হইছে, তয় তোমারে ফ্রী টিপস দিতেছি, পিচ্চির হবু খালুরে তুমি বেশি পাত্তা দিও না


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    অভিনন্দন খালামনি। :-B :-B :-B মিস্টি কৈ? :party: :party: :party:

    আম্মুটাকে আমার পক্ষ থেকে অনেক অনেক আদর দিয়ে দিও। আর অভিনন্দন জানিও ওর মা-বাবাকে। ভালো থেকো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    গুন্ডী প্রিন্সেসের সালাম খায়া, থতমত খায়া, খায়া না খায়া কমেন্ট খাইতে বইসা টাষ্কি খায়া গেলাম ... হাত টা কি সুন্দর'রে বাবা।
    খালা হওয়ার অভিনন্দন খালা। আমার গুন্ডী বইন্ডারে আবার হুন্ডী ব্যবসায় নামাইয়েন না। 😀

    আপনাদের সকলকে কিছু বলে তাইফুর ভাইয়ের গালি খেতে চাই না

    ওই তুই কি আমারে টার্গেট বানাইতে চাছ নিকি ??
    নাকি অন্য কোন তাইফুর আছে তোরে গালি দেয়। সাহস তো কম্না ... 😡


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. ইউসুফ (১৯৮৩-৮৯)

    আলহামদুলিল্লাহ! পিচ্চি মাশাল্লাহ অনেক কিউট!

    তবে কথা আছে কিছু:
    ১. সালামে হাত আর আঙ্গুলের পজিশন ঠিক নাই.
    ২. চোখ খোলা অবস্থায় লক্ষ্যদৃষ্টি ২০০ গজ সামনে থাকার কথা.
    ৩. শুয়ে শুয়ে সালাম দেয়ার কোন প্রভিশন ড্রিল ম্যানুয়ালে নাই.

    এই তিন ভুলের অপরাধে নয়া-গুন্ডি বেটির দুই গালে দুইটা কামড় ইস্যু করা হইল। আর এই সমস্ত ভুল না শোধরানোর জন্য, গুন্ডি বেটির গুন্ডি খালার জন্য :frontroll: :duel: :chup:

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিয়া (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।