জন্মদিন

দেখা হলেই আইসক্রীম খাওয়ায় খাওয়ায় তিনি আমার বিবেচনা বোধ নষ্ট করে দিয়েছেন। ক্রান্তিকালে মাথায় হাত দিয়ে সময়টা এক নিমিষে পার করে দিয়েছেন। গুরুগম্ভীর পরিবেশ হাসিঠাট্টায় ভরে দিয়েছেন, এই মানুষটাকে নিয়ে লিখতে গিয়ে ভাবাভাবির দরকার ছিল না, কিন্তু ভাবতে হচ্ছে। গতকাল রাত থেকেই কীবোর্ড নিয়ে খুটখাট খুটখাট করতে বাসার সবাইকে জানিয়ে ফেলেছি যে আজকে লাবলু ভাইয়ের জন্মদিন। উনার জন্য কি লিখব কি লিখব ভাবতে ভাবতে ঘুমায় গেছি, পরে স্বপ্নে দেখি আমার জন্মদিন, দিহান ভাবীপ্পু ফোন দিসে আমাকে, কি সুইট মিষ্টি গলা… 🙁

চিরত্রুণ

উনাকে নিয়ে লিখবটা কি? সবাই তো উনার সম্বন্ধে সবকিছু জানেন। তাই আজকের দিনে উনাকে আমরা অনেক অনেক ভালবাসা দেই।


স্বর্গের আলো আসুক, এভাবেই, সবার উপরে
লাবলু ভাই লাবলু ভাই লাবলু ভাই। আপনাকে আমরা অনেক অনেক অনেক ভালবাসি। বয়সে একটুখানি বড় বলে আড্ডায় মাঝে মাঝে জায়গা ছেড়ে দেয়া হয়, আপনাকে চেয়ার আগিয়ে দেয়া হয়, আপনার খাবার আগে বেড়ে দেয়া হয়, এগুলা কিন্তু শ্রদ্ধা করি বলে করি না…শ্রদ্ধা বহুত ফর্মাল ব্যাপার লাবলু ভাই, আমরা আপনাকে ভালবাসি লাবলু ভাই…অনেক অনেক অনেক অনেক ভালবাসি।

২,১৯৩ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “জন্মদিন”

    • জুলহাস (৮৮-৯৪)

      লাবলু ভাই লাবলু ভাই লাবলু ভাই। আপনাকে আমরা অনেক অনেক অনেক ভালবাসি। বয়সে একটুখানি বড় বলে আড্ডায় মাঝে মাঝে জায়গা ছেড়ে দেয়া হয়, আপনাকে চেয়ার আগিয়ে দেয়া হয়, আপনার খাবার আগে বেড়ে দেয়া হয়, এগুলা কিন্তু শ্রদ্ধা করি বলে করি না…শ্রদ্ধা বহুত ফর্মাল ব্যাপার লাবলু ভাই, আমরা আপনাকে ভালবাসি লাবলু ভাই…অনেক অনেক অনেক অনেক ভালবাসি।

      কঠিন সহমত...... :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
      সুন্দর করে এই কঠিন কথাটি বলার জন্যে আমার সিস্টারটিরে ভ্যাঞ্চাই... :awesome: :awesome:


      Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

      জবাব দিন
  1. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    প্রিন্সিপালের জন্মদিন মানে ব্যাপক খাওয়া-দাওয়া আর পার্টি :party: হবে জমজমাট... মনে মনে খেয়ে নিলাম আর আনন্দ করলাম......

    😀 😀 শুভ জন্মদিন লাভলু ভাই। আপনি আমাদের সবার মাঝে অনেক অনেক উজ্জ্বল... :salute: :salute:

    জবাব দিন

মওন্তব্য করুন : শহীদ (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।