ছবি ব্লগ-সিলেট

নির্বাচনের মধ্যে ছিবি ব্লিগ দিতিসি, খিবি লিজ্জার ব্যিপার। তাও লজ্জা শরম বেন্ধে ফেলে, দিয়ে দিলাম। এই ব্লগের সকল প্রশংশা রায়হানের প্রাপ্য। বলা চলে ছবি গুলা কোনমতে তুলে দেয়া ছাড়া আমি আর কিছুই করি নাই। ব্যাপার হলো, আমার খুব ব্লগ দেয়ার সখ। কিন্তু লিখতে পারিনা, এই জন্য ছবি ব্লগ দিব। আজকে হঠাৎ আবিষ্কার হলো, আমি আসলে ছবিও দিতে পারি না। (গতকাল রাত থেকে ক্রমাগত চেষ্টা করে যাওয়ার পর আজকে রায়হান দয়া পরবশ হয়ে ছবি আপ্লোড করে দিয়েছে)
আচ্ছা বেশি কথা না বলে ছিবি দিই। এগুলা সব সিলেট এর ছিবি।

*এর নাম লালাখাল। সারি নদীতে গিয়ে মিশেছে। স্থানীয়রা বলেন, পানির রং নাকি আগে লাল ছিল (আমার কেন যেন বিশ্বাস হয় নাই), এখন পুরোপুরি ফিরোজা’

এর নাম লালাখাল। সারি নদীতে গিয়ে মিশেছে। স্থানীয়রা বলেন, পানির রং নাকি আগে লাল ছিল (আমার কেন যেন বিশ্বাস হয় নাই), এখন পুরোপুরি ফিরোজা

‘*মাস্ফু ভাই, জুনায়েদ ভাইদের বন্ধু’

মাস্ফু ভাই, জুনায়েদ ভাইদের বন্ধু

‘*লালাখাল

লালাখাল

‘*জাফলং এ সূর্যাস্ত’

জাফলং এ সূর্যাস্ত

‘*বাংলাদেশের পাহাড় থেকে ভারতের শহর ডাউকি সিটি, পাহাড়ের ঢালে গড়ে ওঠা একটি শহর। যখন সন্ধ্যা নামে, একটা দুটো করে বাতি জ্বলে উঠতে থাকে, আর আকাশে বিশাল একটা চাঁদ থাকে…তখন মনে হয় আহা, এই পৃথিবী এত সুন্দর কেন?

বাংলাদেশের পাহাড় থেকে ভারতের শহর ডাউকি সিটি, পাহাড়ের ঢালে গড়ে ওঠা একটি শহর। যখন সন্ধ্যা নামে, একটা দুটো করে বাতি জ্বলে উঠতে থাকে, আর আকাশে বিশাল একটা চাঁদ থাকে...তখন মনে হয় আহা, এই পৃথিবী এত সুন্দর কেন?


*ডাউকি সিটির উলটা দিকে আমার বিরাদার স্মার্ট পোজ দেয়ার চেষ্টা করছে’

ডাউকি সিটির উলটা দিকে আমার বিরাদার স্মার্ট পোজ দেয়ার চেষ্টা করছে

*লাউয়াছড়ার খাসিয়া পল্লী, ভেতর হতে বাহির’

লাউয়াছড়ার খাসিয়া পল্লী, ভেতর হতে বাহির

*লাউয়াছড়া বনের মাঝে’

লাউয়াছড়া বনের মাঝে

‘*এই ব্লগের অনেকের প্রাণের জায়গা’ 🙂
এই ব্লগের অনেকের প্রাণের জায়গা

৭,০৫৮ বার দেখা হয়েছে

৮০ টি মন্তব্য : “ছবি ব্লগ-সিলেট”

  1. রায়হান আবীর (৯৯-০৫)

    লিখতে পারিস না? অতি বিনয়ের জন্য তোকে কুচ্ছিত হাঁসের ছানা উপাধিতে ভুষিত করা হলো।

    ছবিগুলা তো হেব্বি। ফেসবুকে আমার এক দোস্তের এই সিলেট ভ্রমণ সংক্রান্ত ছবিটাও জোস।

    জবাব দিন
  2. আয় হায়
    বোমা সামিয়া :grr: আমাদের প্রিন্সিপালের বাড়ির সামনের ছবি দিয়া দিছে, আমদের ডর দেখানোর জন্য। 😛

    তবে জটিল ছবি। আমার প্রানের শহর। আমার সেকেন্ড হোম।
    আহা!! কতদিন যাইনা। :(( :(( :((
    ধুর, আমি সিলেট যামু। জয়ন্তিকা ট্রেনে চইড়া আমি আমার সিলেট যামু।

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    দুই নম্বর ছবির ক্যাপশন কি দিলা???
    ‘*মাস্ফু ভাই, জুনায়েদ ভাইদের বন্ধু’ ???
    কেম্নে কি???

    ওর আর আমার বন্ধু কিভাবে হয়??? 😮
    হয় আমার বন্ধু, মাসরুফের বড় ভাই... :-B
    অথবা মাসরুফের বন্ধু, আমার ছোট ভাই... :-B
    অথবা আমাদের দুজনেরই বড় ভাই... :-B
    অথবা আমাদের দুজনেরই ছোট ভাই... :-B

    কথার কথাঃ সবগুলো ছবিই সুন্দর...তবে সূর্যাস্তের ছবিটা...কমপ্লেক্স!!!!!! :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ব্যাপক ব্যাপক....
    সাবাশ টেরোরিস্টাপু 😉
    লালাখাল জায়গাটা কোথায়? মানে লোকেশন?
    তবে সেকেন্ড লাস্ট ছবিটা, মানে জুনাদের মিটিং এর ছবিটা কোন সময়কার? ইলেকশন ছিলো নাকি 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. আহ্সান (৮৮-৯৪)

    পোলাপাইন,
    আমি কিন্তু এই লালা খালের কথাই কইছিলাম। আইসা পরো...সুইমিং করার জন্য ফিনস, স্নরকেলিং করার জন্য পাইপ, এই মাত্রাতিরিক্ত স্বচ্ছ পানির নীচ দেখার জন্য গগলস সব কিছু আমি দিমু। যারা সাঁতার পারেননা তাদের জন্য লাইফ জ্যাকেটেরও ব্যাবস্থা করুম।

    বিডিআরের একখান চমৎকার বিওপি আছে নাম "সংগ্রাম" সেইখানে বইসা আমরাও ডাউকি শহরের লাইট দেখুম। খাসিয়া পল্লীতে নিয়া যামু, তামাবিল চেক পয়েন্টে "বাংলাদেশ-০, তামাবিল-০" লেখা মাইলপোস্টের সামনে খাড়াইয়া ছবি তুইলা দিমু।

    সামিয়া আপু যেখানে যায়নাই, সেই আগুন পাহাড়ে নিয়া যামু, রাতের বেলায় ভূনা আস্ত কবুতরের মাংস, বাইন মাছ (সাথে আরো অনেক প্রকার তাজা মাছ) দিয়া ভাত খাওয়ামু। নেহারী/গরুর মগজ/ কলিজা ভুনা/ গরুর ভূড়ি (কিংবা সবগুলা) দিয়া চালের রুটি খাওয়ামু... বেশী ভদ্র হইতে ইচ্ছা করলে পিটজা খাওয়ারও ব্যাবস্থা করুম...।

    সামিয়া আপু, কি লোভ লাগতেছে????? 😀 😉
    তয় ছবিগুলা দারুন হইছে...(যদিও ডজিং করার অভ্যাসটা গেলনা...কিছু না লেইখা খালি ছবি দিয়াই একটা ব্লগ)...

    জবাব দিন
    • সামিয়া (৯৯-০৫)

      @ আহসান ভাই, :grr: আমারে সংগ্রাম বিওপির লোভ দেখান?? গোল ছাউনিটা আছে না? তার সামনের ঢালে বসে বাতাস খাইছি আর বাতি জ্বলা দেখছি 😀 । কিন্তু আমারে না নিয়া আগুন পাহাড়ে গেলে বললাম কানি আঙ্গুলে করে পাহাড়টারে উঠায়া হিমালয়ের মাথায় রাইখা আসব।
      আমি ভূনা আস্ত কবুতর খাপো :(( বাইন মাছ সাথে অনেক প্রকার মাছ খাপো :(( তবে মগজ খাপো না 😐 নেহারী আর ভুড়ি খাপো :(( । আর পিজ্জাও খাবোনা :shy:

      জবাব দিন
      • আহ্সান (৮৮-৯৪)
        আমি ভূনা আস্ত কবুতর খাপো বাইন মাছ সাথে অনেক প্রকার মাছ খাপো। নেহারী আর ভুড়ি খাপো

        ইয়া আল্লাহ, এইটা দেখি খালি খাই খাই করে... ওই ডায়েট কন্ট্রোল কর...

        গোল ছাউনিটা আছে না? তার সামনের ঢালে বসে বাতাস খাইছি আর বাতি জ্বলা দেখছি ।

        হুমমম...জায়গামতই তো গেছিলা দেখা যাইতাছে...

        তবে এইডা বুঝবার পারতাছহিনা, তুমি আগুন পাহাড়টা মিস করলা কেমনে...? রাতের বেলায় (বিশেষ করে নিকষ কালো রাতে) আগুন পাহাড়ের সৌন্দর্য্য যে কাউকেই পাগল করে (অন্তত আমি এ পর্যন্ত যাদেরকে নিয়ে গেছি, তারা সবাইই এ ব্যাপারে একমত)...আরেকটা জায়গার কথা বলতে ভুলে গেছিলাম...গ্যাস পুকুর। পুকুরের পানির মাঝে সারাক্ষণ গ্যাস উঠতেছে...গ্যাসের বুদ বুদগুলিতে ম্যাচের কাঠি ধরিয়ে ছুড়ে মারলেই পানির মধ্যে দপ করে আগুন জ্বলে ওঠে আর একটু পরেই নিভে যায়...আহা বড়ই সৌন্দর্য্য দেখতে...

        জবাব দিন
  6. সহল (৯৪-০০)

    সামিয়া তোমার ছবি গুলো অসাধারণ হয়েছে আমার কলেজে র ছবি দেখে ও ভাল লাগল কিন্তু এই কথাটা র মানে বুঝলাম না ..................
    "ছিবি ব্লিগ দিতিসি, খিবি লিজ্জার ব্যিপার"
    pl Clarify.........

    জবাব দিন
  7. তৌফিক (৯৬-০২)

    সামিয়ার জন্য প্রস্তাবিত কয়েকটা ডাক নামঃ

    বোমারু সামিয়া

    থাপড়ায়ে দাঁত সামিয়া

    কেন্দে-বেন্দে সামিয়া

    বিদেশ আছি বইলা আমিই সাহস করলাম ব্লগের অনেকের (পড়ুন জুনায়েদ ভাই) মনের কথা বলার। জুনায়েদ ভাই বলছে দেশে গেলে উনিই সামিয়ার হাত থেকে আমারে বাঁচাবেন।

    জবাব দিন
  8. মুহাম্মদ (৯৯-০৫)

    সিলেট একবার গেছিলাম, তয় কিছুই দেখা হয় নাই, সিলেট ক্যাডেট কলেজটা ছাড়া। আর আমার অবস্থাও ফয়েজ ভাইয়ের মত, এই ব্লগের কল্যানে ফিরোজা কালারটা চেনা হয়ে গেল।
    ছবি ব্লগ মানে কিন্তু ফাঁকিবাজি। "লেখতে পারি না" বলে বিনয়ী ভঙ্গিতে পাশ কাটিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ করছি।

    জবাব দিন

মওন্তব্য করুন : হাসনাইন (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।