ক্যাডেট কলেজ

আমাদের বাসায় একটা ছোট্ট মেয়ে থাকে, নাম চাঁদনী। আজকে সে বসছে আমার ক্যাডেট কলেজের অ্যালবাম নিয়ে। কিছুক্ষণ পর পর এক একটা প্রশ্ন,

-আপু, তোমরা কই গেসিলা?-কক্সবাজার-কক্সবাজারে বলে অনেক বড় সমুদ্র আছে?
-হু।-আপু, পৃথিবী যত বড় তত বড়?-না রে (এখন তাকে বুঝায় বলেতে হয় সমুদ্রের পাড় কি জিনিস। পৃথিবীর সবচেয়ে লম্বা বীচ)।-আপু, ঢাকা শহরের সমান বড়?

-হু? হুমমম (ঢাকা শহরের লেন্থ আমি জানিনা!)

-আপু তোমরা শাড়ি পরসিলা? (ক্লাস ফাংশন)

-হু।

-এই আপুটা সিঁদুর দিসে কেন আপু?এই আপুটার কি বিয়ে হয়ে গেসে?

-না রে, ও ফ্যাশন শো করসিল।

-যাদের বিয়ে হয় নাই তারা সিঁদুর দিতে পারে?

আমি তখন বুঝায় বলি নাটকেও তো মানুষ সিদুঁর দেয়, ওদের কি বিয়ে হইসে?

যুক্তিটা ওর পছন্দ হয়না।

একটু পর আবার, -আপু তোমরা কয়বার জামা চেইঞ্জ করতা?

-৬বার

-ওখানে বলে বড় ক্যাডেট ছোট ক্যাডেট থাকে?

-মানে?

-মানে এই যে খালু যেমন বড় অফিসার ইউনুস ভাই ছোট।

বুঝলাম সিনিয়রিটি জুনিয়রিটি। বললাম হু থাকে।

-তুমি কি ছিলা? ছোট না বড়?

এইটার কি জবাব দেয়া যায়?

-ছোট হয়ে ঢুকসি, আস্তে আস্তে বড় হইসি।

পিংকিকে ওর খুব পছন্দ হয়ে যায়, -আপু, এই আপুটা কি সুন্দর!

-হু।

পিংকিকে আমারও খুব ভালো লাগে। ওর দিকে তাকায় থাকি বেশ কিছুক্ষণ।

-আপু তোমরা বলে রাত ১২টা/১টা পর্যন্ত ক্লাস করতা?

-আপু এইসব ড্রেস কবে দিসে? যতদিন দেয় নাই তুমি ক্লাস করতে পারো নাই?

-তোমাদের খাওয়ার জায়গা, ডাক্তারী সব বলে একসাথে ছিলো? ওইখানে থাকতে হতো?

-আপু, ওইখানে টিভি দেখতে দিতো না? (এইসময় সে অনেক দুঃখিত)

একটা ছবিতে আম্মু আমার সাথে দাঁড়ায় আসে।

-আপু, তুমি যে বললা ওইখানে খালাখালু যেতে পারতো না?

-এইখানে একটা পুরস্কার পাইসিলাম, তাই আম্মু গেসিলো।

-কি পুরস্কার আপু?

-একটা মগ

-মগ? (পুরস্কারটা ওর পছন্দ হলোনা)

আরও অসংখ্য প্রশ্ন। আমাকে ধৈর্য ধরে ধরে তার উত্তর দিতে হয়, আমি বলতে পারি না চাঁদনী তুই ভাগ তো এখন, আমি কাজ করতেসি। হঠাৎ করে সে বলে,

আপু তুমি তো অনেক কিছু জানো ক্যাডেট কলেজ সম্বন্ধে। আমি হেসে ফেলি।

ও যদি শুধু জানতো, ক্যাডেট কলেজটা আমার কতটুকু।

২,১৬৮ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ক্যাডেট কলেজ”

  1. ক্যাডেট কলেজ আমার ও সব। এখনো সব স্বপ্ন দেখি ক্যাডেট কলেজের আংগিনায়। জীবনের সবচেয়ে বড় সাফল্য তাই ওইটাই মনে হয় ক্যাডেট কলেজে টিকতে পারা। নইলে বাকিগুলাও আসতো না। লিখাটা পড়ে ভালো লাগল।

    জবাব দিন
  2. প্রশ্ন?? তাও আবার ক্যাডেট কলেজ সম্পর্কে? কখনও শেষ হয় নাকি। আমার ছোট ভাই ত আমাকে জ্বালায় মারে...। আমি কিন্তু তাকে শেষে যা ভাগ-ই বলি...কারণ আমার খালি মনে হয়, আরে এইটা কেন জানবে না...পরে বুঝি...

    জবাব দিন
  3. মোরশেদ (৯৯-০৫)
    ও যদি শুধু জানতো, ক্যাডেট কলেজটা আমার কতটুকু।

    :thumbup: :thumbup: :thumbup:

    মাঝে মাঝে কতগুলা লাইন পড়ার পর মনে হয়,আরে,এইটা তো আমারই কথা,নিজে কইতে পারি না কেন??? ~x( ফিনিশিংটা দারুন !!!!

    অঃটঃ অনেকদিন আগের লেখা এতদিনে পড়লাম। 🙁

    জবাব দিন

মওন্তব্য করুন : মুহিব্বুল (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।