টিউটোরিয়ালঃ কীভাবে ফোন হারিয়ে গেলে পুরাতন নাম্বার ফিরে পাবেন।

বেশ কয়েকদিন পরে ব্লগে লিখতে আসলাম। এর মধ্যে মোবাইল চুরি যাওয়াতে সবার নাম্বার হারিয়ে ফেলেছিলাম। একটু চেষ্টা করে GOOGLE থেকে সেগুলো আবার উদ্ধার করেছি।

অনেকেই হয়তো গুগল এর “Account sync” সম্পর্কে জানেন এবং নাম্বার হারিয়ে গেলে কিভাবে ফিরে পেতে হয়, তাও জানেন। যারা জানেন তাদের এই ব্লগ পড়ে সময় নষ্ট করার দরকার নাই।

যারা জানেন না তারা দেখতে পারেন। হয়তো ভবিষ্যতে কাজে লাগতেও পারে।

আমি ANDROID ফোন ব্যবহার করি। তাই android এ কিভাবে এই কাজ করতে হয় সে বিষয়ে লিখলাম।

বর্তমানে সকল স্মার্টফোনেই “backup and restore” বলে একটা অপশন থাকে। এই অপশন থেকে আপনি আপনার সব তথ্য ‘backup” করে কম্পিউটারে বা internet এ save করে রাখতে পারেন। কিন্তু এই অপশনের সীমাবদ্ধতা হচ্ছে আপনি নতুন কিছু ফোনে add করলে বা নতুন নাম্বার save করলে আবার নতুন করে backup করে রাখতে হবে। প্রতিদিন এমন ঝামেলা কে করতে চায়।
কিন্তু গুগলের “sync” অপশনটি ব্যবহার করলে আপনাকে প্রতিদিন এই ঝামেলা পোহাতে হবে না।

যদি কোনদিন আপনার ফোন হারিয়ে যায় কিংবা সব ফাইল “Delete” হয়ে যায়, তবে আপনার সব ডাটা ফিরে পাওয়ার জন্য “GOOGLE SYNC” অপশনটি ব্যবহার করা উচিত। এজন্য আপনাকে ফোন কেনার পরেই যে কাজটি করতে হবে তাহল- ফোনে একটি “GOOGLE Account” যোগ করা। খুব বেশি কিছু করতে হবে না। আপনার একটি সচল “GMAIL” একাউন্ট থাকলেই চলবে।
তাহলে শুরু করা যাক-

আগেই বলে নেই- নিচের সব কাজগুলো করার জন্য আপনার ফোনের “internet” অবশ্যই চালু রাখতে হবে। এই কাজগুলোতে খুব বেশি “megabyte” খরচ হয় না। ছোটখাটো internet package(২/৩ মেগাবাইট) হলেই চলে। তাই টাকা ফুরিয়ে যাওয়ার ভয় নেই।

১। প্রথমে আপনার ফোনের “settings” এ যান। Settings থেকে “Add account’ সিলেক্ট করুন।

1-1

২। তারপর পরের পেজ থেকে Google সিলেক্ট করুন।

2

৩। “Add account” থেকে “existing” সিলেক্ট করুন।

3

৪। তারপর আপনার “email-id” আর “password” প্রবেশ করুন। এবং “next” বাটন চাপুন।

4

৫। এরপর “ok” সিলেক্ট করলেই কাজ শেষ।

5

৬। একটু অপেক্ষা করুন। আপনার ফোন “google” এ sign-in হয়ে যাবে।

Screenshot_2014-11-04-17-55-08

ফোনে গুগল একাউন্ট যোগ করা শেষ। এবার আপনার সব তথ্য যাতে গুগলে “stored” থাকে তার জন্য synchronization করতে হবে।

তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
৭। ফোনের ‘settings” থেকে “google” সিলেক্ট করুন।

6

তারপর আপনার ‘account” সিলেক্ট করুন।

7

৮। এরপর ‘sync” সিলেক্ট করে যা যা google এর কাছে জমা রাখতে চান সেগুলোতে “√” “টিক চিহ্ন” দিয়ে দিন।

8

৯। উপরের সাদা ডটেট লাইন এ চাপ দিয়ে “sync now” সিলেক্ট করুন।

9

১০। “Syncing now” কমপ্লিট হয়ে গেলেই আপনার তথ্য এবার Google এ save হয়ে যাবে।

10

আমাদের দেশে internet package গুলোর দাম এখনো খুব একটা কম নয় বলে সাধারণত কেউই “auto sync” অপশন ব্যবহার করিনা। তাই ২/৩ দিন পরপর ফোনের “internet” চালু রেখে একই ভাবে sync করা উচিত। তাহলে নতুন যোগ করা তথ্যগুলোও গুগলে save হয়ে যাবে।

এ তো গেল একাউন্ট যোগ করে তাতে তথ্য জমা রাখা। এখন যদি দুর্ভাগ্যবশত আপনার ফোন হারিয়ে যায় কিংবা সব ফোন নাম্বার মুছে যায় তবে তা নতুন কিংবা পুরাতন(মুছে যাওয়া) ফোনে কিভাবে সেভ করবেন?

নিচের ধাপগুলো দেখলেই তা বুঝে যাবেন।

১১। আপনার কম্পিউটারের ব্রাউজারে google এ sign-in করুন। এরপর এই লিঙ্কে যান-
https://mail.google.com/mail/u/0/#contacts
১২। দেখবেন আপনার ফোনের সব save করা নাম্বার এখানে আছে।
সব নাম্বার সিলেক্ট করুন-

a

১৩। “More” অপশনে ক্লিক করুন।
b

১৪। “Export” অপশনে ক্লিক করুন।

c
১৫। সব নাম্বার recover করার জন্য “all contacts” সিলেক্ট করুন।

d
১৬। android কিংবা iphone এর জন্য vcard format সিলেক্ট করুন।
e
১৭। এরপর export সিলেক্ট করুন।

f
১৮। export এ ক্লিক করলেই “contacts.vcf” নামে একটি ফাইল আপনার কম্পিউটারে save হয়ে যাবে।
g

১৯। এরপরে এই ফাইলটি খুঁজে বের করুন। “show in folder” এ ক্লিক করলেই আপনার কম্পিউটারে যেখানে ফাইলটি আছে সেখানে চলে যাবেন।

h

২০। এরপর আপনার ফোনে এই ফাইলটি কপি করুন। তারপরে সেই ফাইলটিতে একটি ক্লিক করলেই আপনার সব নাম্বার আপনার ফোনে save হয়ে যাবে।

j

k

l

এই বিষয়গুলো আমার মনে হয় সবাই জানে। নতুন করে কিছুই আমি বলি নাই। কিছু internet থেকে সাহায্য নিয়ে লিখেছি। কিছু নিজে নিজে শিখেছি। হয়তোবা টিউটোরিয়ালটা খুব বেশি উপকারী হয়নাই। কিন্তু আমার লিখতে ইচ্ছা হল, লেখার সময়ও ভাল লেগেছে তাই লিখেছি।
ধন্যবাদ।

২২ টি মন্তব্য : “টিউটোরিয়ালঃ কীভাবে ফোন হারিয়ে গেলে পুরাতন নাম্বার ফিরে পাবেন।”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    আজকাল আর কেউ কষ্ট করে কিছু পড়তে চায় না, এইটেই সমস্যা কেবল! বরং ফোন হারালে দুই লাইনের একটা ফেইসবুক স্ট্যাটাস লিখবে সবার সহানুভূতি প্রার্থনা করে আর শেষে লিখবে, তোমাদের নাম্বার ইনবক্স করতে! 😛

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    কন্টাক্ট সেভ করার জন্য আমার বুদ্ধিমতি মুঠোফোন শুরু থেকেই আমার জিমেইল একাউন্ট ব্যবহার করে তাই নতুন করে কিছু করা লাগলো না! কাজের পোস্ট! :thumbup: :thumbup:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিউল(২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।