প্রণয়োন্মাদের প্রলাপ-২

একটা কবিতা শুনিয়ে সে
গাঢ় চোখে চেয়ে জানতে চেয়েছিল-
“কেমন লাগলো?”
জানিনা কেমন লেগেছিল আমার।
তবু কেন অঙ্কের খাতায় বার বার ভুলে-
লিখে আসি সেই কবিতা?

কিছু একটা ভুল করে-
লাজুক হেসে বলেছিল-
“আর হবে না”।
কী হবে না, কেন হবেনা, প্রশ্ন করিনি আমি।
খালি চেয়েছিলাম-
ভুল হোক;
এক, দুই, তিন, সহস্রবার।

মুঠোফোনে একদিন বলেছিল-
“দিনে নয়, রাতে কথা হবে”।
আমি বলিনি কিছুই;
শুধু সেদিনের পর থেকে
সকাল, দুপুর, সন্ধ্যা সবসময়ে-
আমি রাত্রি চাই; রাত্রি চাই।

১,১০৩ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “প্রণয়োন্মাদের প্রলাপ-২”

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।