আমি অপার হয়ে বসে আছি (হল ক্যান্টিন ভার্সন)

আমি অর্ডার দিয়ে বসে আছি,
ওহে ক্যান্টিন বয়,
খাওন দিয়া যাও আমায়……।।।

আমি বসে রইলাম একা (আ আ আ)
তুমি দিলা না তো দেখা।
আমি নুডুলস চাইছি অনেক আগে…।
দিলা না তো হায়…
খাওন দিয়া যাও আমায়……।।।

লাঞ্চে হলে ছিল মুরগী (ই ই ই ই ই)
ঝোলের মধ্যে পাইছি সুরকি।
তোমায় অর্ডার দিসি হালিম-পুরি,
খাইতে দিয়ো ভাই…
খাওন দিয়া যাও আমায়……।।।।।

খিদায় আমার প্যাট(পেট) জ্বইলা যায়…
ম্যানেজার বইসা কান যে চুলকায়।
আমি উইঠা চইলা যামু নাকি,
ভাবতেসি উপায়…
খাওন দিয়া যাও আমায়……।।।

শেষমেশ আমি হতাশ হইয়া…
পলাশীতে বইয়া বইয়া
ওরে ছোলা খাইলাম প্যাট ভরিয়া(আ আ আ)
মাত্র ৫ টাকায়……
খাওন দেও নাই তো আমায়……।।।।।

হলের ক্যান্টিনে বিকেলে নাস্তা করতে গিয়ে অর্ডার দিয়া পড়লাম বিপদে। আর নাস্তা দেয়না। তখন লালনের “আমি অপার হয়ে বসে আছি” গানটি বারবার মনে পড়ছিল। এটি গানটি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।

আসল গানের লিঙ্কটি দিয়ে দিলাম…

১৫ টি মন্তব্য : “আমি অপার হয়ে বসে আছি (হল ক্যান্টিন ভার্সন)”

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।