৫০ টি মন্তব্য : “no”

  1. জিহাদ (৯৯-০৫)

    দুই মাসের ব্লগার হবার সাধ আরো এক্সটেন্ড হবে এই আশায় রইলাম।
    সাইকো থ্রিলার? উমম, বহুদিন পড়া হয়না। তারাতারি নামায় ফেলো দেখি। ফেসবুক একটা নষ্ট জায়গা। সময়, মন দুইটাই নষ্ট হয়। ঐখানে যত কম যাওয়া যায় তত ভালো।

    লেখা কিন্তু নাইস হইসে 😛


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
      • জিহাদ (৯৯-০৫)

        সালেহ, মন্তব্যটা যখন করি তখন আমার ধারণা ছিলো এটা স্যাটায়ার। কিন্তু পরে বাকি লোকজন এবং তোমার প্রতিমন্তব্য পড়ে বুঝলাম যে এটা আসলে তুমি নিজের ঘটনা নিয়েই লিখেছো। সেক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় পুরো বিষয়বস্তু চিন্তা করে পড়তে গিয়ে কিছু বিষয় নিয়ে রীতিমত অস্বস্তি লাগলো। সে ব্যাপারগুলো কী সেটা ইতোমধ্যেই নিচে কয়েকজনের মন্তব্যে উঠে এসেছে। কাজেই আলাদা করে কিছু বলছিনা।

        বাট, এই ফ্লার্টি মেন্টালিটির মানুষ আমি কখনও ছিলাম না, এটা লুইচ্চামি কাজ, এটা আমি অপছন্দ করি, করতাম, করব। সুতরাং ফেসবুক আইডি আমি বেচে দিয়েছি, যা বাবা, তুই এবার যা ইচ্ছা কর, আমাকে একটু ভালো থাকতে দে। শান্তিতে থাকতে দে।

        ধরে নিচ্ছি এটাই তোমার মনের কথা। সেক্ষেত্রে প্রথম অংশের জন্য সাধুবাদ নাও। দ্বিতীয় অংশের ব্যাপারে আশা করি দ্বিতীয়বার ভেবে দেখবে নিজে নিজে।

        ভালো থেকো।


        সাতেও নাই, পাঁচেও নাই

        জবাব দিন
  2. সামিউল(২০০৪-১০)

    ভাই, অসাধারণ হইছে, এইসব লাইক পাপীদের জন্যেই ব্লগে ভাল লেখা কম আসে।
    যাইহোক, ২ মাস কেন?? আজীবন লেখা চালায়া যান। ভাল লেখা পড়ার আশায় থাকলাম।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  3. রেজা শাওন (০১-০৭)

    তুমি সুন্দর লেখ। ব্লগে নিয়মিত হউ- সেটাই ভাল হবে।

    আর ফেসবুক হচ্ছে এলোমেলো জায়গা। লেখালিখির জন্য শান্তি সবার আগে দরকার। ফেসবুকে শান্তি নাই।

    জবাব দিন
  4. সুশান্ত (০৩-০৯)

    দোস্ত তোর লেখা গুলোর ম্যাক্সিমাম ই ভাল লাগে সে হোক ভাল কিছু কিংবা রগরগে কিছু। ফেসবুকে মোটামুটি নিয়মিত পরতাম। যা ই হোক, আশা করি ভাল কিছু পাব ব্লগ এ। 🙂 :thumbup:

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    লাইক ভাইরাসকে দূরে রাখুন, ব্লগে নিয়মিত থাকুন 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. নাফিস (২০০৪-১০)

    আপনার একদম সহজ সরল স্বীকারোক্তি গুলো খুব ভালো লাগলো! খানিকটা নাড়া দিয়ে গেলো আমাকেও। সত্যিই ফেবু র ওই ভার্চুয়াল জগত টাকে মাঝে মাঝে মনে হয় আমরা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নেই 🙁 খুব রিসেন্টলি চেষ্টা করছি ফেবু থেকে নিজেকে একটু গুটিয়ে নেওয়ার। কঠিন কাজ! এখন পর্যন্ত পুরোপুরি অসফল। অনেক সময় লাগবে।

    আপানর লেখা খুব ভালো লাগে। এই জন্যই লাস্ট লাইনটাকে মাইনাস! মাত্র ২ মাস কেন ? আশা করছি এরপরেও আপনার লেখা রেগুলার পাবো ব্লগে ! সাইকো থ্রিলার গুলোর অপেক্ষায় রইলাম।

    জবাব দিন
  7. মুশফিকুর রহমান তুষার (২০০২-২০০৮)

    ২ মাস - ৩ মাস না। পার্মানেন্ট চাকরী শুরু কর। আর ফেবু'র মায়রে বাপ। আজকাল আবার ফিলিং ইমো চালু হছে। সেদিন এক হারামজাদা দিছে "drinking water" 😡 😡 😡

    "whats on your mind" সেটা আর কেউ লেখে না। ইংলিশ বাংলিশ মিলায়ে কি যে করে। ভন্ডামী করার জন্য এক নম্বর জায়গা। আগে ছোট ছোট স্টাটাস-ছবি দিতো ঠিক ছিলো। এখন লম্বা লম্বা স্টাটাস দেয়...নাই কোনো মডারেশন! পুরাই ফাউল হয়ে গেছে।


    ছোট হাতি

    জবাব দিন
  8. মাহমুদ (১৯৯০-৯৬)

    নিজের উপলব্ধি+অনুভূতিগুলো সাবলীল ভাবে প্রকাশ করেছো, দারুন!!!

    তোমার কাছ থেকে নিয়মিত লেখা আশা করি সিসিবি'তে।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  9. মনজুর (৮৯-৯৫)

    সেলিব্রেটি হওয়ার সাথে সাথে নিজের দায়িত্ববোধের মাত্রা বাড়াতে না পারলে সম্যস্যা সবখানেই আছে। ফেসবুকে থেকে সাময়িক দুরত্ব সৃষ্টির মাধ্যমে সেল্ফ কন্ট্রোল বাড়ানোর প্রয়াসকে অভিনন্দন।
    নিজের আইডি ভাড়া/ বিক্রি/ অন্যকে ব্যবহারের সুযোগ দেয়ার মধ্যে বিপদের সম্ভাবনা প্রবল।
    লেখা সুখপাঠ্য.. :clap: :clap:

    জবাব দিন
    • সালেহ (০৩-০৯)

      হুম পুরোটাই আসলে সেলফ কন্ট্রোলের জন্য।

      যাকে ব্যবহার করতে দিয়েছি তার মধ্যে কোন দুই নাম্বারি করার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং ভয় পাবার কিছু নাই।


      Saleh

      জবাব দিন
      • মনজুর (৮৯-৯৫)

        তুমি ফেসবুকের আইডি অন্যকে ব্যবহার করতে দিয়েছো, সেটা কি তোমার প্রোফাইলে ডিক্লেয়ার করা আছে? তোমার নাম, তোমার প্রো-পিক সব কি মুছে ফেলা হয়েছে যাতে অন্য কেউ কনফিউজড না হয়? তোমার যে বন্ধু এখন ব্যবহার করছে বা দায়িত্বে আছে সে খুবই দায়িত্বশীল হতে পারে, কিন্তু যারা তোমার ফেসবুক ফ্রেন্ড তারা সবাই ব্যাপারটা জানে? অন্য যারা তোমার ফ্রেন্ড হতে আগ্রহী হয়ে যোগাযোগ করছে- তারা কোনও ভুল বুঝছে না তো?
        বিষয়গুলো একটু চিন্তা করে দেখো।

        জবাব দিন
    • সামিয়া (৯৯-০৫)

      আর, ছবি দেখে শয্যাসঙ্গী করতে ইচ্ছা করার ব্যাপারটা একটু কেমন যেন ইয়ে লাগল। এইটা কি স্যাটায়ার, নাকি সিরিয়াস কোন লেখা? আমি একটু কনফিউসড হয়ে গেলাম।

      জবাব দিন
    • সালেহ (০৩-০৯)

      প্রথম প্রশ্নের উত্তর কেমনে দিই?

      বিক্রি মানে আরেকজনকে দুমাসের জন্য ভাড়া দিয়েছি, আর কিছু না। এখন আমি চাইলেও ফেসবুকে ঢুকতে পারব না, আর সেও কিছু বোঝে না, তাই সেও কিছু করবে না। বুঝেছেন?

      এটা একটা বাস্তবের উপর বেজ করে লেখা স্যাটায়ার। নিজের কাহিনী নিয়ে লেখা স্যাটায়ার। আর শয্যাসঙ্গিনী করার ব্যাপারটার মধ্যে অস্বাভাবিক কি দেখছেন? ছেলেরা কি সুন্দরী নায়িকাদের আবেদনময়ী ছবি দেখলে এই জাতীয় ফ্যান্টাসিতে ভোগে না?


      Saleh

      জবাব দিন
      • সামিয়া (৯৯-০৫)

        চমৎকার। অস্বস্তিকর দিকটা হলো, এই বিক্রি করা ব্যাপারটা যে অনৈতিক এইটা তুমি ধরতে পারতেছো না। এবং 'ভেজিটেবল' বলে সে কিছু করবে না, হাস্যকর যুক্তি।
        তোমার ডিসিশান চমৎকার, আশা করি এই ডিসিশান বহাল থাকবে। বড় বোন হিসাবে উপদেশ দিতে পারি, ফেইসবুক আইডি ফিরায়া নিয়ে ডিএকটিভেট করে দাও। আর কিছুই আসলে বলার নাই।
        আর, ফ্যান্টাসির ব্যাপারটা মানূষের মাঝে থাকেই, খুবই বায়োলজিকাল। কিন্তু এটা ঠিক কোন জায়গাটাতে অস্বস্তির, এইটা বোধহয় তুমি ধরতে পারতেছ না, তাই এ ব্যাপারেও কিছু বলার নাই।

        জবাব দিন
    • সালেহ (০৩-০৯)

      নাহ! বিক্রি করার কথা লেখা হয়েছে, কারণ আমি ব্যাপারটাকে সেভাবেই দেখেছি।

      আইডি বিক্রয় করে অনৈতিক কিছু করি নি বলেই আমি মনে করি। কারণ যার হাতে দিয়েছি তার কাছ থেকে খারাপ কিছু হবার সম্ভাবনা নেই বললেই চলে।


      Saleh

      জবাব দিন
  10. লেখাটা পড়ে এতোটাই হতাশ লাগতেছে যে কী বলবো বুঝতেছি না।
    ১। ফেসবুক আইডি বিক্রি চরম অনৈতিক। তোমার বন্ধু যতোই ভেজিটেরিয়ান হোক না কেনো। আর এতোই যখন সে ভেজিটেরিয়ান তাহলে এই একাউন্ট কিনলো কেনো সে? সাজায়া রাখার জন্য। আর ভেজিটেরিয়ান শব্দটাই বা কেমন, এর মানে কী?
    ২। সুন্দর মেয়ে দেখামাত্রই সবার তাকে শয্যাসঙ্গিনী পেতে চায় সবাই এর সাথে একমত নই। যাদের চিন্তাচেতনা এমন তাদের মানসিকতা বিকৃত বলেই মনে করি। তার উপর এই বিষয়গুলোকে এমনভাবে এই ব্লগে লেখা হয়েছে যে এইটা ব্যাপক পার্টের একটা ব্যাপার। এইটা মোটেও কোনো পার্টের ব্যাপার না।

    পুরো লেখার আরো অনেক জায়গায় অব্জেকশন আছে। মোবাইল দিয়ে লিখছি বলে আর বিস্তারিত গেলাম না।

    জবাব দিন
  11. এখন মন্তব্যও মুছে দিয়েছেন। বাহ ভালো। নিজের পছন্দ না হলে মন্তব্য মুছে দেওয়াটা কি এই ব্লগের রীতি? যাইহোক, জানা ছিলো না। সিসিবিতে কোনও ব্লগ পড়তে আসার আর কোনও কারণ দেখছিনা বলা যায়! আদিওস!

    জবাব দিন
  12. সিরাজ(১৯৯১-১৯৯৭)

    ফেসবুক আইডি ২মাসের জন্য ভাড়া দেয়ার ব্যাপারটাও ঠিক বুঝলাম না।সেটাই বা কিভাবে সম্ভব(সম্ভবা না আমি জানি,নিশ্চয় এখানে কিছু ব্যাপার আছেই যেমন তুমি তোমার বন্ধু কে বলতে পারো যে এখানে অনেক মেয়ের আইডি আছে,তুই ২মাস চালায় যা ওদের সাথে।মজা লুটে নে।২মাস পর আবার আমি টেক ওভার করবো )।তুমি তোমার ফেসবুকে ২মাস ঢুকবেনা আর তোমার বন্ধু কিছুই জানেনা ফেসবুক সমন্ধে এই যুক্তিগুলো ঠিক মেনে নিতে পারছিনা। তবে তুমি যে অকপটে অনেক কথাই বলেছো যা আমরা অনেকেই বলার সাহস রাখিনা সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।


    যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি

    জবাব দিন
  13. সিরাজ(১৯৯১-১৯৯৭)

    ফেসবুক আইডি কি বিক্রি করা যায়? আচ্ছা বাদ দিলাম বিক্রির কথা কিন্তু তোমার ফেসবুক আইডি কিভাবে অন্যজন ব্যাবহার করে। যে বন্ধু ফেসবুক সমন্ধে জানেনা তাকে তুমি নিশ্চয় কিছু বলে ব্যাবহার করতে দিয়েছো তা না হলে সে ব্যাবহার করতে উৎসাহিত হবে কেন। তুমি এত নিশ্চিত তার দ্বারা খারাপ কিছু হবে না। তার মানে কি সে তোমার খুব স্পেশাল 😉 😉 কোন বন্ধু যে তোমার সবকিছু জানে...........


    যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি

    জবাব দিন

মওন্তব্য করুন : সালেহ (০৩-০৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।