ধরা খাবার কবিতা

সারমর্মঃ একদিন প্রেপে আমি সক্স পরিনি। আর আসাদের শু এক্সকিউজ। ধরা পড়ে গেলাম।

মূল কবিতাঃ

একদা ছিল না মোজা চরণ যুগলে

মন পোড়ে দেহ পোড়ে সেই ক্ষোভানলে।

ফর্ম মাঝে ঢুকি আমি, বিরস বদনে,

পড়াশোনা গেছে জলে, শান্তি নাই মনে।

হঠাৎ দেখি, আসাদ! হায় তার পদ,

জুতাহীন পদদ্বয় কেমন অসদ।

আসাদের খোঁড়া পা দেখে বারবার

অমনি মোজার ক্ষোভ ঘুচিল আমার।

কবিতা লিখার কালে খাইলাম ধরা,

এই তোরা তাড়াতাড়ি জুনিয়র সরা

ফ্রন্টরোল সাইডরোল ব্যাকরোল-সব

নাজিল হইল হায়, কেমন গজব

কানটি ধরে ভাবি, আজকে তবে,

সক্স ওয়াশিং অবশ্যই করতে হবে!

১,৯৩১ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ধরা খাবার কবিতা”

মওন্তব্য করুন : Pervez

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।