অসমাপ্ত আর্তনাদ

অদ্ভুত নিস্তব্ধতা

কিছুই যেন বলার নেই কারো

নিরবাক তাকিয়ে থাকা কিছুক্ষণ

কিসের যেন ব্যাকুলতা

যা বাড়তে থাকে আরও

কারো নিষ্প্রাণ দীর্ঘশ্বাস

রহস্যে ভরা অন্য প্রান্ত

বয়ে চলে অজানা ঝড়

দৃষ্টিপাত আর-

বাইরে সব কিছু শান্ত।

কত কথা যেন বাকি ছিল

হাজারো প্রশ্নের ছড়াছড়ি

যেন কৃষ্ণপক্ষ, নেই উত্তর

অস্থির হৃদয়ে

কিছু কথা এলপাতারি,

সত্যতাকে ছাড়িয়ে

নিষ্ঠুর ব্যদনাময় অভিনয়।

কেউ সম্ভাব্যতার মায়াজালে

যেন তাকিয়ে থাকতে পারে

অসীম সময়; তবুও

সময়ের খেলা আর

সমাপ্তির আর্তনাদ।

যেন কিছুই বাকি নেই আর

নেই কোন অভিমান,কোন কথা

আর বুঝি তাই-

দুজনের চুপ করে দাড়িয়ে থাকা।।

 

 

৬৭৭ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “অসমাপ্ত আর্তনাদ”

  1. শাওন (৯৫-০১)

    প্রথম


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  2. শাওন (৯৫-০১)

    কবিতাটা পড়ে ভালো লাগলো বেশ...


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন

মওন্তব্য করুন : সাকিব (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।