কেউ কি শুনতে পাচ্ছো?

হে পৃথিবী,
তুমি কি কখনো আমার কান্নার শব্দ শুনতে পাও না ?
যখন আমার মত শত গরিবের শীর্ণক্লিষ্ট দেহের উপর
বয়ে যায় ক্ষুধা, দারিদ্র্য আর বঞ্চনার স্টিম রোলার।
নির্বাক আমি অসহায় চোখে শুধুই তাকিয়ে থাকি-
তোমার ঐ নিষ্ঠুর বিস্তৃত মুখের দিকে।

হে পৃথিবী,
তোমার বুক বুঝি আলোড়িত হয় উচ্ছাসে,
যখন আমারই বয়সী হৃষ্টপুষ্ট পুস্পিত শিশুরা-
কলরবে মুখরিত করে তোলে তোমার আঙ্গিনা।
সেই সব সৌভাগ্যবান শিশুরা বিস্মিত নেত্রে-
তোমার ঐ ভুবন ভরা হৃদয় হারা সৌন্দর্যই শুধু দেখে।

হে পৃথিবী,
তোমার বিবেক কী কখনো সুতীব্র চিৎকারে হাহাকার করে উঠে না ?
যখন তোমারই স্টেশনে পথে ঘাটে ফুটপাথে ভিক্ষার জন্য চিৎকার করে-
অনাহারে পাজর বের হয়ে যাওয়া ক্ষুধার্ত মানুষের দল।
শুধু জেনে রেখো তাদের সেই বুভুক্ষু তীব্র দৃষ্টির মাঝে-
তোমার প্রতি ঘৃনা, কষ্ট আর অভিশাপই থাকে।

হে পৃথিবী,
তুমিই তো অপার সৌন্দর্যের ডালি নির্লজ্জ ভাবে খুলে দাও,
যখন লাখপতি আর কোটিপতিরা মার্সিডিজ আর আ্যরোপ্লেনে চড়ে-
দেশ দেশান্তর পাড়ি দিয়ে শুধু তোমার সৌন্দর্য খুঁজে ফিরে।
তাদের বিস্মিত আর মুগ্ধ দৃষ্টিতে হয় তো থাকে
তোমার জন্য তাদের সুতীব্র আকর্ষণ আর ভালবাসা।

হে পৃথিবী, হে বসুন্ধরা,
তুমি কেন এত বিচিত্ররুপী ?
কারো কাছে জ্বলন্ত চিতা আর কারো কাছে সুখের স্বর্গ।
তুমি কি পারনা সবার জন্য সমান হতে?
তোমার কাছে আমার এই করুন আর্তনাদ।।

২,৬৬৪ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “কেউ কি শুনতে পাচ্ছো?”

  1. আহমদ (৮৮-৯৪)

    অই বেডা ... ভাল লিখসস ... তাই বলে কি ব্লগের নিয়ম কানুনের দিকে কি খিয়াল রাখবা না নাকি? ১ম ব্লগে ১০টা :frontroll: দেবার নিয়ম ... জলদি কর ... নাইলে প্রিন্সিপাল স্যার দেখলে কিন্তু খবর আছে কইলাম। 😡 x-(


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  2. আশহাব (২০০২-০৮)
    যখন আমারই বয়সী হৃষ্টপুষ্ট পুস্পিত শিশুরা

    :khekz: :khekz: :grr:
    শিশু সজীব :))
    ভালা লিখসোস, চালায়া যা :thumbup:
    ব্লগে তুই আমার জুনিয়র , তাই একটা জিনিস শিখায়া দেই, সিনিয়র বলার লগে লগেই কমান্ড ক্যারি অন করবি, নাইলে কিন্তু আমিও তোরে ছারুম না :gulli2: ... আমি আবার খুব ভালা জিনিয়র তো O:-) B-)


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন

মওন্তব্য করুন : অরপিয়া (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।