আমার হারিয়ে যাওয়া বন্ধুটি

গোলাম ফাউজুল কবীর পিকলু
ওর সাথে আমার প্রথম পরিচয় ফার্মগেটের ডিব্বায় । কলেজ থেকে বের হওয়ার পর আমদের মোটামুটি সবার প্রিয় একটা জায়গা । আর ক্যাডেটদের স্বভাবজাত অভ্যাস…পরিচয়ের দুই মিনিটের মাথায় এমনভাবে মিশে গেলাম যেন সেই শৈশবকাল থেকে আমরা একসাথে । প্রায়দিনই আমরা ডিব্বায় বসে একসাথে চা বিড়ি খেতাম আর নানা রকমের আজাইরা গল্প জুরে দিতাম । এরপর বরিশাল চলে আসায় বেশ বড় একটা গ্যাপ পরে গেল । পরেরবারে দেখা হল ট্রেন এ । একসাথে আমরা প্রায় ৫০ জন , বিএমএ’র পথে ।

ইয়া লম্বা চুলে স্টাইল মেরে পিকলু আমি আরও অনেকেই বিএমএ’তে ঢুকলাম । বেশ চমৎকার ভাবে আমাদের প্লাটুনও মিলে গেল । যেদিন মাইটি হেয়ারকাট নিতে গেলাম আমাদের দুই জনের একজন আরেকজনের দিকে তাকিয়ে আহারে সে কি করুন দৃষ্টি…একসাথে জীবনের সবচেয়ে কষ্টকর দিনগুলো কাটিয়েছি , একসাথে পাঙ্গা খেয়ে এসে রাত ৩টায় সিগারেট খাওয়া , প্রচন্ড শীতের রাতে একসাথে পানির মধ্যে চুবনি খাওয়ার পর যখন গুটিশুটি মেরে শিশির ভেজা মাঠে শুয়ে থাকতাম , কতওও গল্প , বক্সিং এর সময় হলিডে’র দিন সিটিতে গিয়ে একসাথে বিএমএ থেকে ভাগার প্ল্যান করা… সবাই বলে যে কষ্টের স্মৃতি নাকি মানুষের সবচেয়ে বেশী মনে থাকে । আর আমাদের জীবনের সবচেয়ে কষ্টের সময় গুল আমরা পার করেছি একে অপরের সাথে শেয়ার করে । আর এই জিনিসটাই আমাদের বেধে দিয়েছে একটা অন্যরকম বন্ধনে । শুধু আমি আর ফাউজুল না , আমরা সবাই একে অপরের সাথে এভাবে জড়িয়ে আছি । আমার চেয়ে অনেকের সাথেই হয়ত বেশী ঘনিষ্ঠতা ছিল ওর , সালমান , রিফাত , মাসুদ…আসলে ছেলেটাই ছিল এরকম , সবার সাথে সারাদিন ফাজলেমি আর মাস্তি । ওর যন্ত্রনাতে অতিষ্ঠ হয়ে যাওয়াটাও ছিল এক রকমের ভাল লাগা ।

শেষ যেবার বিএমএ’তে গেলাম পরীক্ষা দিতে , সেবার আমি একটু দেরীতে পৌছায় গিয়ে দেখি মোটামুটি সব রুমই দখল হয়ে গেছে , শেষমেষ গিয়ে ফাউজুলের রুমেই আশ্রয় নিতে হল । একরুমে চারজন তিনটা বেড জোড়া দিয়ে কয়েকটা দিন যা করলাম…পরীক্ষার জন্য যুদ্ধ করব ছাই , ফাউজুলের সাথে যুদ্ধ করেই শেষ করতে পারি না , বালিশ নিয়ে কম্বল নিয়ে রাত তিন্টা’র সময় শুরু হয়ে যেত হুলস্থুল , নিজের রুম ছাড়িয়ে পাশের রুমে কখনও চলে যেত তা , বেচারা আদনান , যে কয়দিন রুমে এসেছিল একটু ঘুরতে…একদিনও অক্ষত যেতে পারে নি । আসলে আমরা যে বিএমএ , সেখান থেকে একেকজন আর্মি অফিসার হয়ে গেছি এটা কখনও মনেই থাকত না একসাথে থাকলে , মনে হত মাত্র কলেজ থেকে বেড়িয়ে ডিব্বায় এসে আড্ডা শুরু করেছি ।

সেই ছেলেটা নাকি আজ আর নেই , আমি মানতে পারি না , বিশ্বাস করতে কষ্ট হয় , মাঝে মাঝে মনে হয় মিথ্যা , এই এখনি মনে হয় ফোন করে বলবে দোস্ত হিরো হোণ্ডার কারিশমা পাইয়া গেছি…একটা কথা বলতে গিয়ে মিলে গেলে হু হু করে হেসে উঠে বলবে “গ্রেট গাধা’স থিঙ্কস এলাইক” । ফাহিমের নতুন কোন নারী রহস্য উদঘাটন করে রাত ২ টার সময় ফোন দিয়ে বলবে “ হাবারে ফান্দে পাইছি , হাবায় কান্দে ” ।

প্রতিদিন প্রচুর ফোন আসে , কিন্তু সেই চেনা পরিচিত নম্বরটা ভেসে ওঠে না । কেউ রাত ২ টায় ফোন করে চিৎকার করে স্পীকার ফাটায় না । কেউ আর মোবাইলে আমাদের আজাইরা ছবি তুলে তা দিয়ে উদ্ভট ভিডিও এডিট করে ক্যাফে’তে খেতে চায় না । ফাহিমকে ফোন করলে আজকাল আর ফাউজুলের নতুন কোন তুলকালাম কাহিনী শোনা হয় না , শুনতে হয় শুধু দীর্ঘশ্বাস আর অসহ্য নীরবতা ।

গত ৩ রা মার্চ হতে এখন পর্যন্ত বাইক ধরি নি , বরিশাল পরে আছে বাসায় । আনতেও ইচ্ছা করে না একদম । রাস্তায় কেউ বাইক নিয়ে গেলেই মনে হয় পিকলু যাচ্ছে । আশে পাশের চেনা পরিচিত অনেকেই হারিয়ে গেছে কিন্তু কখনও এমন লাগে নি , ওর কথা মনে পরলে বুকের ভিতর কেমন শুণ্যতা এসে জড় হয় । এমনটা আর কখনও হয় নি , কেন জানি না , কিন্তু মনে হয় আমার …… নাহ গুছিয়ে লিখতে পারছি না , কত কিছু মাথায় এসে ঘুরপাক খাচ্ছে , কিন্তু বেড় হতে পারছে না , বাদ দেই… ।
বন্ধু তুমি যেখানেই আছ , ভাল থেক……সৃষ্টিকর্তা যেন তোমাকে সবসময় তার অপার অনুগ্রহ দিয়ে ভরিয়ে রাখে এই প্রার্থণা রইল ।

২,৬৯৬ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “আমার হারিয়ে যাওয়া বন্ধুটি”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)

    হ্যাট্রিক করতে পেরে ভালো লাগছিল। কিন্তু পোষ্টটা পড়ে মন খুবই খারাপ হয়ে গেল।

    প্রিয় মানুষগুলো এভাবে চলে যায় কেনো? :grr: :grr: x-(


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  2. রেডিও আমার -এ ফাউজুলের প্রিয়তমার সাক্ষাৎকার হচ্ছে.... পুরোটা শুনে খুব খারাপ লাগলো..... কখন যে ওদের গল্প শুনে চোখ দিয়ে পানি পড়লো নিজেও জানি না..

    আল্লাহ ফাউজুলকে ভাল রাখুক......

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।