ফাউজুল তুই ভাল থাকিস……

ঘন্টাখানেক আগে আমার এই বন্ধুটি আমাদের অনেকেরই আত্মার বন্ধু ফাউজুল কবির পিকলু ,পাবনা ক্যাডেট কলেজ (১৯৯৯-২০০৫) কুমিল্লা সেনানিবাসে কর্মরত অবস্থায় মোটর সাইকেল এক্সিডেন্ট করে ঘটনাস্থলে মারা গেছে…আমি আর কিছু লিখতে পারছি না…আপনারা দোয়া করবেন প্লীজ়……আল্লাহ তোকে বেহেশত দিক….

৩,৬১১ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “ফাউজুল তুই ভাল থাকিস……”

  1. সাইফ (৯৪-০০)

    পিকলু,ফাউজুল,যেই নামেই ডাকি কি বা আসে যায়.........
    শরীরের সমস্ত পানি শুকিয়ে গেছে রে ভাই,তোর জন্য অশ্রু ঝরাবো সেইটুকুনও যে আর অবশিষ্ট নেই...শোক আর সান্ত্বনার বাণী নিজের কাছে প্রবোধ.........ভালো থাকিস ভাই.........

    জবাব দিন
  2. ফাউজুল, নামটা শুনে প্রথমে চিনতে পারি নাই।
    ব্লগে ঢুকে পিকলু নামটা দেখে স্তব্ধ হয়ে গেলাম।

    সেই হাসিখুশি ছেলেটা, যাকে দেখেছিলাম আইইউটি এর ফরম জমা দেবার দিন হাসিবের সাথে। সেদিন ওকে সবাই মিলে অনেক টিজ করেছিলাম, ও শুধু হাসি দিয়েই সবার সব কিছু মেনে নিয়েছিল।

    তারও আগে, আর্মির আইএসএসবি তে ওর সাথে ঘনিষ্ঠতা বাড়ে।
    তারও আগে, ওমেকাতে কোচিং করার সময় প্রথম পরিচয় ওর সাথে ...

    আমার এখনো বিশ্বাস হচ্ছে না, হয় তো ফোনের শব্দে ঘুম ভেঙে দেখব, পিকলু এখনো আছে, বলছে হ্যালো দোস্ত .. ..

    ভাল থাকিস বন্ধু আমার। খুব খুব ভালো।

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমরা যখন বিডিআর ফটকে কর্মসূচি পালন করছি তখনই এ খবর পেলাম। স্তব্ধ করে দেওয়া খবর। পিকলুর জন্য ভালোবাসা।

    তাহলে বোঝ, সাংবাদিক, পুলিশ আর ডাক্তারদের কি অবস্থার মধ্য দিয়ে প্রতিদিন যেতে হয়? প্রতিদিন শুধু মৃত্যু, হত্যা, ধর্ষণ, জঘন্য সব ঘটনা নিয়ে এই সব পেশার লোকজনকে কাজ করতে হয়।

    তারপরও চেনা তো বটেই এমনকি অচেনা কোনো ক্যাডেটের দুঃসংবাদ পেলে মনটাকে আর শক্ত রাখতে পারি না।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    ক্যাডেট পরিবার এই মাসে আর কত ক্ষতি গুনবে ?? কি বলব ?? কি বলার আছে ??
    দোয়া করি ... দোয়া করি ... দোয়া করি।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. রেজওয়ান (৯৯-০৫)

    আমার কল লিস্টে এখনও ওর নম্বর টা আছে, এই ২৭ তারিখেই কথা বললাম ওর সাথে...
    আমাদের যখন জানুয়ারীতে পরিক্ষা দিতে বিএমএ তে গেলাম তখন এক রুমে ৩ টা বেড জোড়া দিয়ে আমরা ৪ জন থাক্তাম...আমি আর পিকলু এক বেড এ...একই কম্বল শেয়ার করেছি...মারামারি করলাম...ফাজলেমি করলাম...হাসাহাসি...একদিন ডিনার করতে গেলাম "রসুই"তে...কি কারনে যেন ওর উপড় চিৎকার মেরেছিলাম...খুবি ইন্সাল্টেড ফিল করেছিল...বলেছিল কখনো মাফ করব না তোরে...
    ভাই তুই আমাকে মাফ করে দিস...আমি তোকে খুব ভালবাসি রে...মাফ করে দিস...

    আর ভাবতে পারি না...কেউ বলবে না...কত্ত কথা...
    নতুন বাইক নিয়েছিল...সিভিজি বেচে...কারিসমা কিনল...সেদিনই আল শাফিকে বলেছিল...দোস্ত এই বাইকের সাথেই যদি আমার জান লেখা থাকে...
    আজকে ৩ টায়ও ফাহিমের রুমে গিয়েছিল...বলেছিল 'যাইতেসি...যদি না আসি...??'
    ওরে খোদা যদি সত্যি থেকে থাক...ওর সাথে না'ইনসাফি কোরো না...প্লীজ় আল্লাহ...

    জবাব দিন
  6. আদনান (১৯৯৭-২০০৩)

    ডিভাইন মেসেজঃ সবাইকে সবকিছুর ব্যাপারে সাবধান থাকার জন্য অনুরোধ করা গেল। বন্ধুত্ব ও সহমর্মিতা বাড়াতে বলা হল। হিংসা ও ঘৃণা ত্যাগ করতে বলা হল। ভালবাসার আহ্‌বান জানানো হল।

    আল্লাহ আমাদের হেদায়েত দিন। জান-মালের নিরাপত্তা দিন। রাগ-ক্ষোভ সংবরণের শক্তি দিন। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ দিন... যাতে আমরা ভাল থাকতে পারি, এবং অন্যকে ভাল রাখতে পারি। মানুষ হিসেবে নিজের পরিচয়টা শক্ত করতে পারি।

    জবাব দিন
  7. মেহবুবা (৯৯-০৫)

    ফাইজুল তোমাকে হইত চিনিনা বললে ভুল হবে।তুমিত আমাদের এ পরিবারের একজন।বন্ধু হারানর বেথা আমরা আগেই পেয়েছি।তাই আবার কার জন্য একি প্রারথনা করছি।আল্লাহ তমাকে জান্নাতি করুন।
    চারিদিকে এত কান্না......।

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    ইন্নালিল্লাহ............

    ওর আত্মার শান্তি কামনা করছি। আর সে সাথে অন্যান্য যারা বাইক ব্যভার করে বিশেষ করে যারা নতুন তাদের কে আরও সাবধানি হতে অনুরোধ করছি। আমরা আর কাউকে এভাবে হারাতে চাই না.


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. আর কত কাঁদতে হবে এই ক'দিনে?

    গতকাল আমার কলেজের মাকসুদ কুমিল্লা ক্যান্ট থেকে ফোন করে কান্নাজড়িত কন্ঠে শুধু বলতে পেরেছিল, "দোস্ত তোরা সাবধানে থাকিস।"

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।