ডাউনলোড স্পীড বাড়ান :D

সন্ধ্যা সাড়ে সাতটায় আমার বাস ছাড়বে। দীর্ঘদিন পর ছুটি যাচ্ছি, ৬ দিন এর ছুটি শেষে রংপুর আর ফেরত আসা হবে না। সিলেট যাচ্ছি ৪ মাসের কোর্স এ। গোছগাছ সব মোটামুটি শেষ পর্যায় শুধু হতচ্ছাড়া পিসি টা বাদে। ৮/৯ দিন আগে একটা ইংরেজী সিরিয়াল ডাউনলোড দিয়ে রেখেছি। এখন এক্কেবারে জায়গামত এসে ব্রেক দিয়েছে ব্যাটা। ৯৭ % এ এসে তিনি ৫/৬ কেবিপিএস গতিতে নামছেন। এদিকে সময় ও নেই। হাল প্রায় ছেড়ে দিয়েছিলাম এমন সময় কি মনে হতে আরেকটু চেষ্টা করে দেখব বলে সিদ্ধান্ত নিলাম।

ইউটরেন্ট এর মাধ্যমে আমার মত অনেকেই আছেন যারা নানা ধরনের ফাইল নেট থেকে ডাউনলোড করে থাকেন । এইরকম বেগতিক পরিস্থিতিতে পরে কতক্ষন নেট এ ঘাটাঘাটি করলাম, অন্যসব ফাইল ঠিকই দেখলাম ৪০/৪৫ কেবিপিএস এ নামছে কিন্তু ইউটরেন্ট এর গতি আর বাড়ে না। এই অবস্থায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কাজের জিনিস পেয়ে গেলাম। এবং অবাক হলাম যে এটা সত্যিই কাজে দেয়। মুহুর্তেই ৮ থেকে ৮০ কেবিপিএস এ উন্নিত হল আমার ডাউনলোড এর গতি। এখন শুধু বসে বসে অপেক্ষা করা, ভাবলাম এই সুযোগে আমার মত কিছু ভুক্তভোগী যারা আছেন, তাদের জন্য এটা শেয়ার করি। অনেকের হয়ত কাজে লাগলেও লাগতে পারে।

ডাউনলোড স্পীড বাড়ানোর জন্য প্রথমেই যা করতে হবে তা হচ্ছে একটা সফটওয়ার নেট থেকে নামিয়ে নিতে হবে।
CHEAT ENGINE 5.5 নামের এই সফটওয়ার এর সাইজ ৩.৮ মেগাবাইট। এটি ডাউনলোড করার পর ইন্সটল করে নিন। তারপর ইউটরেন্ট এবং চিট ইঞ্জিন চালু করে নিচের ভিডিও অনুযায়ী নির্দেশনা অনুসরন করুন।

CHEAT ENGINE 5.5 ডাউনলোডের জন্য এই লিঙ্কটি অনুসরন করুন

এখন সাড়ে ৫ টা বাজে, আশা করছি সাড়ে ৬ টার আগেই আমার কাজ শেষ হয়ে যাবে। আমি এমনিতেই ম্যাঙ্গো জ্যাকফ্রুট টাইপ নেট ইউজার। ব্লগে বহুত টেকি লোকজন আছেন যারা হয়ত আরও ভাল ভাল সাজেশন দিতে পারবেন। এবং কিছু কিছু পাব্লিক আছে যারা একটু হাসাহাসি করবেন ( যেমন চাওয়ালা রকিব্যা। সেদিন আমারে কইতেছিল যে সে নাকি ৪৫ মিনিটে মুভি নামায় ৭/৮ এমবিপিএস স্পীড এ)। কিন্তু যারা আমার মত ঠেলা ধাক্কা স্পীড এর নেট ব্যবহারকারী , আশা করি আপনারা কাজে লাগাবেন।
আপাতত আমি এখানেই বিদায় নিচ্ছি, টা টা, বাই বাই , খুদাপেজ 😀

ওহ আরেকটা জিনিস। আমারটা যে সত্যি সত্যি কাজে দিচ্ছে তার একটা ছোট্ট নমুনা দিয়ে যাই, নিচের ছবিতে ক্লিকান 😉

আহা কি শান্তি !!!

হ্যাপি ডাউনলোডিং 🙂

৬,০০৫ বার দেখা হয়েছে

৩৭ টি মন্তব্য : “ডাউনলোড স্পীড বাড়ান :D”

  1. শাওন (৯৫-০১)

    আড়াই মিনিটে ডাউনলোড??!!!! যদিও মেয়েটা বলছে যে লগড ইন ছিলো এবং অন্য কেউ কমেন্ট দিয়ে দিছে।।কিন্তু আমার মনে হয় যে চাপার উপর চাপা মারতেছে ...!!!! 😀 😀


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  2. মুন্তাসীর আর রাহী (২০০৪-২০১০)

    আমি তো GP modem দিয়ে মাত্র ৫-৬ kb/sec speed পাই। =(( =(( =(( =(( =(( ~x( ~x( ~x( ~x( কিভাবে speed বাড়াবো???????


    রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
    এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।