ঘুরে বেড়ানো……সিলেট (ছবি ব্লগ)

সিলেট এসেছি প্রায় ৩ মাসের কাছাকাছি, কিন্তু কোথাও যাবার সুযোগ করে উঠতে পারছি না । কোর্সের কঠিন সিডিউলে মাথা খারাপ হয়ে যাবার মত অবস্থা, তারপরও ছুটির দিনগুলোতে এদিক সেদিক চলে যাই…অনেক জায়গাতেই এখনও যাওয়া হয় নি, আশা করছি যে কোর্স শেষে সেগুলোও ঘুরে আসব। আসলেই চমৎকার জায়গা এই সিলেট, অনেক চমৎকার চমৎকার জায়গা আছে ঘুরে বেড়ানোর জন্য, যারা এখনও সিলেট আসেন নি একবার ঘুরে যেতে পারেন……
যেসব জায়গা গুলো ঘুরেছি সেগুলোর ছবি নিয়েই এইটা দিয়ে দিলাম 🙂

জাফলং,পিছনে ভারতের ডাউকি সিটি

জাফলং,পিছনে ভারতের ডাউকি সিটি


নৌকা গুলো বড়ই ভয়ঙ্কর !!!! ডুবে যায় যায় অবস্থা

নৌকা গুলো বড়ই ভয়ঙ্কর !!!! ডুবে যায় যায় অবস্থা


এই রকম নৌকাতেই শেষমেশ আমরা ১৪ জন !!!

এই রকম নৌকাতেই শেষমেশ আমরা ১৪ জন !!!

]
অসাধারন জায়গা !!! যদিও ঐটা ভারতের...

অসাধারন জায়গা !!! যদিও ঐটা ভারতের...


গোসল পর্ব, বীচ এর চেয়ে কোন অংশে কম না

গোসল পর্ব, বীচ এর চেয়ে কোন অংশে কম না


তামাবিল ০০ কি.মি,

তামাবিল ০০ কি.মি,


জাফলং এর পথে,রাস্তার পাশে....

জাফলং এর পথে,রাস্তার পাশে....


আমার বাইকিং এর সেরা অভিজ্ঞতা....দারুন পথ।

আমার বাইকিং এর সেরা অভিজ্ঞতা....দারুন পথ।


ভারতের ডাউকি সিটি.....!!!!

ভারতের ডাউকি সিটি.....!!!!


স্বচ্ছ কাচের মত পানি.....

স্বচ্ছ কাচের মত পানি.....


মেঘ আর পাহাড়ের মিশে যাওয়া, এত সুন্দর দেখা যায় !!!

মেঘ আর পাহাড়ের মিশে যাওয়া, এত সুন্দর দেখা যায় !!!


ফিরে এসে, সিলেট ক্যাডেট কলেজে স্থাপিত সৌধ !!!!

ফিরে এসে, সিলেট ক্যাডেট কলেজে স্থাপিত সৌধ !!!!


এবং !!!! সিলেট ক্যাডেট কলেজ

এবং !!!! সিলেট ক্যাডেট কলেজ


কলেজের পাশেই পর্যটন কেন্দ্র

কলেজের পাশেই পর্যটন কেন্দ্র


পরেরদিন, পাথরকুয়ারী'র পথে....

পরেরদিন, পাথরকুয়ারী'র পথে....


সব জায়গাতেই নৌকা ভ্রমন, ভিউগুলো চমৎকার

সব জায়গাতেই নৌকা ভ্রমন, ভিউগুলো চমৎকার


পাহাড়ের চূড়ায় ভারতের চেরাপুঞ্জি,১০০ গজ দূরে বর্ডার

পাহাড়ের চূড়ায় ভারতের চেরাপুঞ্জি,১০০ গজ দূরে বর্ডার


নো ম্যানস ল্যান্ডে !!!

নো ম্যানস ল্যান্ডে !!!

আরও অনেক জায়গা বাকি আছে, এখনও মাধবকুন্ড,শ্রীমঙ্গল যাওয়া হয়নি। পরবর্তীতে সেগুলোও আসবে ।
আহসান ভাই এখনও কবুতরের রোস্ট খাওয়ায় নাই :(( তবে তিনি বলেছেন এক্সাম শেষ করে তাও হবে ;;; সেটা নিয়েও একটা ব্লগ দেবার আশা রাখছি :party:
আপাতত এই পর্যন্তই..সবশেষে……সিসিবি তোমাকে বড়ই মিস করি…কোর্সটা শেষ করেই আবার ফিরে আসব তোমার কাছে । টা টা

৪,৩৪৩ বার দেখা হয়েছে

৫২ টি মন্তব্য : “ঘুরে বেড়ানো……সিলেট (ছবি ব্লগ)”

  1. কনক রায়হান (৯৮-০৪)

    আমাদের কলেজে স্মৃতিসৌধটা আবার কবে হলো??
    বড়ই ভালো লাগলো জায়গাগুলো দেখে,পরিচিত অনেককেই দেখে...
    এসব জায়গাতে বন্ধুদের সাথে অনেক স্মৃতি আছে... 🙂

    জবাব দিন
    • রেজওয়ান (৯৯-০৫)

      আর কইস না, এডজুটেন্ট রে কইয়া কলেজে ঢুকছি...নামাজের টাইমে, সে কইল তোমরা হাউসে যাইও না, কিন্তু আমরা তো ... 😉
      হাউসে ঘুরতেসি...হঠাৎ দেখি বসেও চইলা আসছে...... 😛 😛
      তারপরে আর কি করা, :grr: :grr:
      পোলাপাইন রে মসজিদের সামনে থেকেই টা টা দিলাম :))

      জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    কত্তোদিন পর :hug: :hug:
    কিমুন আছেন? সিলেটী ফুরিদের নিয়া দুই চাইরটা ফটুক দিলেন না ক্যান!! 😡
    ট্রেনিং কেমন যাচ্ছে ভাইয়া?
    ডাউকি সিটিতে যাইতে মঞ্চায় :goragori: :goragori:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ধন্যবাদ রেজওয়ান, চমৎকার সব ছবি। নস্টালজিক কইরা দিলা! :dreamy: '৭৯-এ আমাদের ব্যাচের এক্সকারশন ছিল সিলেটে। জাফলং, তামাবিল, ডাউকি নদী তখন দূর্দান্ত সুন্দর ছিল। একেবারে ভার্জিন বলা যায়। মানুষের নোংরা হাত তখন পড়েনি। পরে আরো বেশ কয়েকবার জাফলং গেছি। পাথর খেকোরা ততদিনে সবকিছু ধ্বংস করে দিয়েছে। তামাবিল পরিণত হয়েছে কয়লার ভাগারে। মাধবকুণ্ড, চা-বাগান, বাগানে ক্যাম্প-ফায়ার, ছাতক সিমেন্ট কারখানা- সব ঘুরে দেখেছিলাম সেবার।

    তখন সিলেট ক্যাডেট কলেজ রূপান্তরের প্রক্রিয়া চলছে। ছুটি চলছিল। আমাদের অস্থায়ী বাসস্থান হয়েছিল সেখানে। :thumbup:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    স্মৃতিসৌধটা বেশ কিছুদিন আগে হয়েছে। আমাদের হাউজের পিছনে। আগে জঙ্গল ছিলো।

    বাগান করার জন্যে খোড়াখুড়ির এক পর্যায়ে অনেক গুলির খোসা পাওয়া যায়। পরে অনুসন্ধান করে জানা গেছে এখানে মুক্তিযোদ্ধাদের গনকবর ছিলো। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তৎকালীন প্রিন্সিপাল কলেজের বাজেট থেকে এই স্মৃতিসৌধটা করেছেন। (এই সুযোগে সেই প্রিন্সিপাল স্যারের প্রতি শ্রদ্ধা জানাই, আমি তার সাথে পরিচিত হয়েছিলাম একবার , এখন নামটা ভুলে গেছি)।

    খুব সুন্দর হয়েছে সৌধটা।
    আমার কাছেও একটা ছবি আছে, রিউনিয়নে তুলেছিলাম। এখানে দিলাম।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।