ভুল করে মেজর থেকে সৈনিক মো আলী স্টাফ

মো আলী স্টাফ ছিলেন মেঘনা হাউসের হাউস স্টাফ।তার অদ্ভুত শারীরিক গড়ন আর কালো মোচ যে কাউকে সার্কাস এর জকিদের কথা মনে করিয়ে দিবে।কি এক অজানা কারনে তিনি সব সময় হীনমন্যতায় ভুগতেন।একদিন পিটি টাইম এ আমাকে হাটতে দেখে তিনি দৌড়ে আস্লেন………।।
কি বেপার আপনি হাটছেন কেন

,আমি বললাম, পিটি এক্সকিউজ,ডাক্তার এর চিট আছে।

তিনি বলেন,দেখি কি সমস্যা,আপনার কি ডিজিজ দেখি?

আমার মেজাজ গেল গরম হয়ে।

বিরক্ত হয়ে বল্লাম,আপনি কি ডাক্তার নাকি,আপনি ডাক্তারি ভাষা কি বুঝবেন…………

এইটা শুনে সে তোতলাতে শুরু করল………।
সে খুব ঘন ঘন কথা বলত,আর এক ই কথা বার বার ঊচ্চারণ করত,

সেরকম্ ভাবে বল্লেন,নিজেরে আপনি কি ভাবেন,কি ভাবেন,

আমাকে কি অশিক্ষিত মনে হয় নাকি,

আমি আই এ পাস,

আমি বললাম যে,আপনি যেই পাস ই হন,আপনি ত আর ডাক্তার না.

……..স্থূল বুদ্ধির মো আলী বল্লেন,কি মনে করেন নিজেকে,

ভুল করে সৈনিক এ জয়েন করছি,

আমার ক্লাস্ মেটরা সবাই অফিসার,বুঝি নাই তখন,নাইলে আমিও এখন adjutant সাহেবের মত মেজর থাকতাম
,
আর আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারতেন না।

আমি হেসে বল্লাম,

স্টাফ আমি যাই,নাইলে ব্রেকফাস্ট এ লেইট হবো।

স্থুল বুদ্ধির এই মো আলী পরে একদিন আমার নামে মিথ্যা অভিযোগ করে adjutantএর হাতে মার খাওয়ায়ছিলেন।
আজ এতদিন পর এগুলো মনে পরলে খুওব মজা পাই ,আর হাসি পায়…………।

১,১২৩ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “ভুল করে মেজর থেকে সৈনিক মো আলী স্টাফ”

  1. দুনিয়ায় যত আজব প্রাণী আছে তাদের অন্যতম নিঃসন্দেহে ক্যাডেট কলেজের স্টাফগুলো....
    কলেজে থাকতে ওদেরকে অনেক গালাগালি করলেও এখন যখন ওদের কথা মনে হয় তখন খারাপ ই লাগে...

    জবাব দিন
  2. সাইফ নাম দেখে প্রথমে চিনতে পারিনি। সাথের উদ্দিন টা খুঁজে বের করে বুঝতে পারলাম কে। ওয়েলডান সাইফুদ্দিন ভাই, মান্না ভাইরে এইখানে নিয়ে এসে CCB রে জমায় দেন আরো।

    বহুদিন পর আসলাম। জোস লাগল।

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।