উদ্বাস্তুর উদ্যান

1  5
ঢাকায় আমাদের কোন বাড়ি নেই। ভাড়ার বাসায় উদ্বাস্তুর মত জীবন যাপন।এক চিলতে বারান্দায় প্রথমে কয়েকটা টব রেখেছিলাম মাঝে মধ্যে বারান্দায় বসে চায়ে চুমুক দেয়ার জন্যে। বড় লোকদের পাড়ায় এসে মনে হল বারান্দায় বসে চা খাওয়ার চল টা উঠে গিয়েছে। সুন্দর সুন্দর বারান্দা শূন্য পড়ে থাকে। পরে বুঝেছি এই সব বাড়ির মালিকদের অঢেল বিত্ত, তবে ছেলেমেয়েরা কাছে অথবা দেশে না থাকায় তাদের ভরসা, ভৃত্য।

3   7
নিজের ভবিষ্যত ভেবে আঁতকে উঠি। আমার স্ত্রী আরও বাস্তববাদী, ষাট হলে নাকি বাড়ির দরজা শাট (Shut) করে বৃদ্ধাশ্রমে থানা গাড়বেন। আমার মেয়েরা হাসে, তোমাদের তো বাড়িই নেই…। তারপরও বারান্দায় বসন্ত আসে, বর্ষা হানা দেয়, ব্যালকনিতে অর্কিড দোল খায় আর ধীরে ধীরে দাঁড়িয়ে যায় আমাদের উদ্বাস্তুর উদ্যান।

4     2       6

১৯ টি মন্তব্য : “উদ্বাস্তুর উদ্যান”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    লেখাটার শিরোনাম আর শেষ দুটো শব্দ একই- "উদ্বাস্তুর উদ্যান", যা আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়ে গেলো সাইদুল। খুব কম্প্যাক্ট লেখা, এর চেয়ে কম কথায় বোধহয় পুরো চিত্রটা এত সুন্দর করে আঁকা সম্ভব হতো না। এমন একটা শব্দও নেই, যেটা না হলেও চলতো।
    সবচেয়ে বড়কথা, মনের দীর্ঘশ্বাসগুলোকেও কি করে বাঁশীর সুরে বাজাতে হয়, তা তুমি ভালোই জানো।

    জবাব দিন
  2. সাইদুল (৭৬-৮২)

    স্যার, কলকাতায় বসে আপনার মন্তব্য পড়লাম।ঢাকায় সকালে লেকের পাড়ে হাটতে গিয়ে শূন্য বারান্দা গুলি চোখে পড়ে মন খারাপ হয়ে যায়।


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    সাইদুল ভাই,
    আপনার বাগান বাড়ি অথবা বাড়ির বাগান দেখে মুগ্ধ!
    আমাদের একচিলতে বারান্দায় আমার স্ত্রীও গড়ে তুলছে অমন একটা ছোট উদ্যান --- হরেকরকমের খুদে বৃক্ষ আর ফুলগাছ নিয়ে। প্রথমে অতটা পাত্তা দিতে চাইনি, শুধু ফুল আর গাছের সৌন্দর্য দেখে কবিতা লেখার মত ভাবুকতা আর স্বার্থপরতা নিয়ে থাকতে চেয়েছিলাম। পরে ধীরে ধীরে আমিও জড়িয়ে গেছি। গাছকে বেড়ে উঠতে দেখা আর তাতে ফুল ফোটানোর মতন কাব্যরচনা আর কিছুতে হয়না।

    জবাব দিন
  4. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    তোমার বনসাই দেখে মুগ্ধ রীতিমত, ভাইয়া! চোখ জুড়ালো তোমার ঘর আর মনের সবুজে! আমার বাড়িতেও সবুজ ফুল, পাখি, লতাগুল্ম আছে কিছু। বছর দুই আগে ব্যাকইয়ারডে শাক সব্জীর আবাদ করেছিলাম জোরসে! টমেটো, শসা, পুই শাক, সালাদের লতাপাতা আর রেইনবো শার্ড হয়েছিল খুব! লাউ হয়নি বটে কিন্তু লাউ শাক খেয়েছিলাম অনেক! মাথা নষ্ট করা মরিচও হয়েছিল কিছু!

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিনা (৮৩-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।