প্রেম এবং বিরহের কবিতা


– মানা করি এতো, তবু করো ফোন,
বলেছি তো বাগদত্তা!
– বাক্যের আর জোর কত বলো
দিয়েছি যখন সত্বা

আমি তো কখনও তোমায় খুঁজিনি
খুঁজেছি আমার মন
সে নাকি তোমার পাহারায় থাকে
দিবানিশি সারা ক্ষণ

তুমি বলেছিলে সবই মিছে মায়া
হ্রদয়ে লিখোনা নাম
কী অবোধ আমি সেই কথাকেই
ভালোবাসা ভাবলাম

৭৬১ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “প্রেম এবং বিরহের কবিতা”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    সাইদুল ভাই,
    মাথায় তো খালি দুষ্টু চিন্তা ঘোরে, তাই 'বাগদত্তা'র অন্ত্যমিল হিসেবে 'অন্তঃসত্তা' শব্দটাই মাথায় এলো। 😀 😀
    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।