এপিটাফ

নাম না জানা শহীদ মুক্তি যোদ্ধাদের কথা ভেবে

যাও পাখি, উড়ে যাও,অন্য কোথাও
এখানে ঘুমিয়ে আছে এক বিপ্লবী
তোমাদের গানে তার ভেঙে যাবে ঘুম
চারিদিক হয়ে থাক নিথর নিঝুম

শুয়ে আছে গায়ে দিয়ে ঘাসের চাদর
কোথায় প্রেমিকা তার হায়
কে করে আদর

রাইফেল পড়ে আছে তার
হাতে নেই ধারালো ড্যাগার
বিপ্লবী মিশে আছে এ মাটির সাথে
সব চেয়ে ভালো যাকে বেসেছিলো সে

যেতে যেতে বলেছিলো নেড়ে দুই হাত
যদি রোখে সকলেই রেখে কাঁধে কাঁধ
কেটে যাবে দুর্দিন আর কালো রাত

***

বহু দিন হয়ে গেছে পার
বিপ্লবী জেনেছে কী আর ?
চেপে নেই সেই মহা ভার

খসে গেছে বিকল শিকল

৩,৮৮৭ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “এপিটাফ”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    চমৎকার কবিতা সাইদুল, একেবারে হৃদয়ের মর্মে গেঁথে যায়।
    "খসে গেছে বিকল শিকল" - খুব সুন্দর কথা দিয়ে শেষ হয়েছে কবিতা।
    সব বিপ্লবীদের আত্মা চিরশান্তিতে ঘুমাক!

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    বাঙলাদেশ অমরদের দেশ। এ-দেশের প্রতি বর্গমিটার মাটির নিচে পাঁচ জন করে অমর ঘুমিয়ে আছেন। হুমায়ুন আজাদ - প্রবচনগুচ্ছ - ১৪১


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. মোকাব্বির (৯৮-০৪)

    এত চমৎকার একটি কবিতা! অসাধারণ সাইদুল ভাই।
    দেখি এখন কোন ভাই যদি এটার আবৃত্তি পোস্ট করেন! 😀


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  4. টিটো মোস্তাফিজ

    খুব ভালো লাগল।ভাই।
    আমার একটা প্রিয়।গান- বাংকার
    এলআরবিরস্বপ্ন। এলবামে র।
    --" তার পর থেমে গেছে যুদ্ধ
    কেউ রাখেনি যোদ্ধার খবর
    এক বুক বিষাদের। বাংকার
    হয়ে গেছে যোদ্ধার। কবর।"


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন
  5. মাহবুব (৭৮-৮৪)

    অনেক দিন আগে ঝিনাইদহ ক্যাডেট কলেজে ২১শে ফেব্রুয়ারী (নাকি ১৬ই ডিসেম্বর) অনুষ্ঠানে একটা আবৃত্তি শুনেছিলাম তাতে এক লাইন ছিল " শেকল তো শেকল ই তার কোন সোনা লোহা নেই..." যদ্দুর মনে পড়ে ওখানে আপনার একটা ভূমিকা ছিল...ভূল বললে শুধরে দেবেন প্লিজ।

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিনা (৮৩-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।