গোলাপের রঙ

কিছু কিছু বিষয়ে আমি বিষ্ময়ে বিহ্বল হয়ে যাই।
অতি ক্ষুদ্র মানুষ আমি। স্ট্রাগলিং লেখক বলা যায়। নিরন্তর চেষ্টা করে যাচ্ছি লেখক হবার। কেউ লেখা পড়লে ভালো লাগে। খারাপ বললেও ভালো লাগে। যাক পড়েছে তো!

বই বেরুলে নামিদামি দু’এক জনকে বই দেই উদ্দেশ্য, তাঁরা যেন আমার বইটা অন্তত পড়ে দ্যাখেন। অভিজ্ঞতা ভালো নয়। বড়রা বাড়াবাড়ি রকমের ব্যস্ত থাকেন। আমার বই পড়ার সময় পান না। আমার প্রথম বইটি প্রকাশের ব্যাপারে Khondokar Md Jakir সাহায্য করেছিলেন। বলা যায় তিনি না থাকলে অচেনা চীনে ছাপা হয়তো ছাপাই হতোনা। গোলাপের রঙে কিছু ঝামেলা ছিলো। মেলার শেষের দিকে বেরিয়েছিলো বইটি। আমার হাতে মাত্র কয়েকটি কপি দিয়েছিলেন প্রকাশকSaikat Habib . ইচ্ছে থাকলেও জাকিরকে দেওয়া হয়নি। অথচ তিনি আমার বইটি পড়ে ফেলেছেন। আমাকে অবাক করে দিয়ে তিনি আমার গোলাপের রঙের একটি রিভিউ লিখেছেন। জাকিরকে অজস্র ধন্যবাদ।

১৩ টি মন্তব্য : “গোলাপের রঙ”

  1. পারভেজ (৭৮-৮৪)

    ই-য়ে-য়-স
    সাইদুল ভাইকে অবশেষে এখানে পেলাম।
    সুস্বাগতম সিসিবি মানে ক্যাডেট কলেজ ব্লগে।

    বলে রাখি, ক্লাস সেভেনে থাকতে ক্লাস নাইনে পড়া যে মানুষটিকে অবলিলায় গল্প-কবিতা লিখতে দেখে আমারও কিছু লিখার স্বাধ জেগেছিল, তিনিই এই সাইদুল ভাই।
    আর সেই সাধ পুরন করতে গিয়ে ওয়াল ম্যাগাজিনের জন্য প্রথম যে গল্পটা লিখেছিলাম, সেটার নাম ছিল জাতিস্মর।
    ওটার জন্য অদ্ভুত সুন্দর অলঙ্করন করেছিলেন ফিদা ভাই।

    কিন্তু, কিন্তু সাইদুল ভাই, আজ প্রথম ব্লগে কিন্তু ফাকিবাজি করলেন। আপনার অবলিলায় গল্পের জাল বোনাটার সাথে কিন্তু এখানকার পাঠককে পরিচিত হওয়া থেকে বঞ্চিত রাখলেন।

    এইবারের মত ছেড়ে দিলাম।
    আশাকরছি অচিরের পাঠকরা হাড়ে হাড়ে টের পাবে, সাইদুল ভাই কি জিনিষ...
    😀 😀 😀 😀 😀 😀


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • সাইদুল (৭৬-৮২)

      ধন্যবাদ পারভেজ। জাতিস্মর গল্পের নামটা দেখে অনেক কিছু মনে গেল। আমরা যখন জাতিশ্মর শব্দটার মানেই জানিনা তখন তুমি এরকম একটা গল্প লিখে আমাদের তাক লাগিয়ে দিয়েছিলে।
      হ্যা ক্যাডেট কলেজ ব্লগে নিয়মিত লিখবো


      যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

      জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম সাইদুল ভাই, পারভেজ ভাইয়ের মন্তব্য পড়ে কিন্তু লোভ লেগে গিয়েছে। নিয়মিত আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. আহাম্মদ (৯৬-০২)

    স্বাগতম সাইদুল ভাই,

    আপনার বই টা বইমেলায় বের হয়েছিল, জানালেন না তো ভাই! Anyways, রকমারি থেকে নিয়ে নিব।

    আর জেনারেল দের নিয়ে কাহিনী টা পড়ার অপেক্ষায় আছি। পরের কোন পর্ব তো এখনো দেখলাম না!

    জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    সাইদুল ভাই,
    স্বাগত জানাচ্ছি সিসিবিতে। আরেকটু বিবরণ থাকলে হোত বইটির অথবা তার পেছনের কাহিনীর।
    আশা করছি আপনাকে নিয়মিত পাবো -- আপনার লেখাকেও, আরো বর্ধিত কলেবরে।

    জবাব দিন
  5. সামিউল(২০০৪-১০)

    স্বাগতম ভাই।
    আপনিই ফেসবুকে 'সাইদুল হক" ভাই??
    আপনার লেখাগুলো অনেক ভাল লাগে। নিয়মিত পাঠক আমি আপনার লেখার।
    আশা করি এখানেও নিয়মিত লিখবেন।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।