আমার প্রেমিকারা-১

একটা একটা করে প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি ডাকটিকেট সংগ্রহ করার মত তাদের বিয়ের কার্ড জমিয়ে যাচ্ছি। আমার প্রেমিকারা কিন্তু ভাল,একটু বেশি-ই ভাল কারণ এখন ও আমাকে ওরা খুব মিস করে তাই নিমন্ত্রন দিতে ভুলেনা। আর আমি ও মহান হৃদয়ের মানুষ,যেতে একদম ভুল করিনা। তবে বিপদ হয়েছে গত মাসে। একজনের বিয়েতে গিয়ে এমনই হয়েছে যে আমাকে দেখে কান্না শুরু করে দিল, আর কান্নার ধরন এমনই যে বেচারির পার্লারের খুব ঘষামাজা সাজ ধুয়েমুছে একবারে ফকফকা। আর ওর আসল চেহারাখানি দেখে লোকে কি সব বলাবলি শুরু করল। এরপর বিয়ের রাতেই সে আমাকে একখানা এসএমএস পাঠিয়েছে। তাতে লেখা ছিল-‘চীনের দুঃখ হোয়াংহো, আর আমার দুঃখ তুমি। কোন দুঃখে তুমি বিয়েতে আসলে? দাওয়াত দিলেই কি আসতে হয়? বেশরম কোথাকার’।
এরপর থেকে ঠিক করেছি আর কোনো প্রেমিকার বিয়েতে যাবোনা।

আরেক প্রেমিকার কথা বলি। সেবার বেড়াতে গিয়েছিলাম চাঁদপুর। মেঘনার দিগন্ত জুড়ে সেরকম একখানা রংধনু বক্ররেখায় আমার মনের যখন জ্যামিতির পরীক্ষা নিচ্ছে, নৌকায় বসে তখন সে আমারে বলছে জানো এটার সাতটা রঙের সাতরকম তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও সাতরকম। তারপর শুরু হল তার নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা। ওর কথায় আমার তখন এক মন্ত্রীর কথা মনে পড়ে গেলো যিনি খুন আর সন্ত্রাসকে আলাদা করে দেখতেন। তিনি বলতেন-‘খুন বেড়েছে কিন্তু সন্ত্রাস কমেছে’। আর মানুষ খুন হলে তিনি বলতেন ‘আল্লার মাল আল্লাহ নিয়ে গেছে’। আমার সেই প্রেমিকার নাম ছিল আলতা। এরপর থেকে ঠিক করেছি আর যাই হোক পদার্থবিজ্ঞানের কোনো অপদার্থের সাথে সম্পর্ক করবোনা।

আরেক প্রেমিকাকে নিয়ে পরে আবার গেলাম সেই চাঁদপুর। সেবার ছিল পূর্নিমার রাত। রাতে ডাকাতিয়া নদীর বুকে যখন জোছনা ভর করেছে, আমার উপর তখন আবেগের ঢেউ বয়ে যাচ্ছে। আমি বললাম একটা গান ধরো। অনেক অনুনয়-বিনয়ের পর আমারে বললো- ওকে, তোমাকে পান্থ কানাইয়ের ওরে নীল দরিয়া শুনাই? আমি বললাম এটাতো আব্দুল জব্বারের গান। আমারে তখন সে বলে-‘তুমি বেশি জানো…আর এই জব্বারটা কে? ওর মূর্খতায় আমার তখন আবার এক মন্ত্রীর কথা মনে পড়ে গেলো যিনি বিদ্যুতমন্ত্রী হয়ে কিলোওয়াট আর মেগাওয়াটের পার্থক্য জানেননা। আমার এই প্রেমিকার নাম ছিল টুকটুকি। তবে আমি তাকে আদর করে টুকু বলে ডাকতাম।

তবে আমার সব প্রেমিকার মধ্যেই একটা মিল আছে। আমার সরকারী খাস জমির মত হৃদয়খানা ওরা দখলে রেখে শুধুই শোষন করে যায়। খালি পড়ে থাকে না, ওরা নিজের মত করেই সাজিয়ে নেয়। তাতে জমির উর্বরতা নষ্ট হয়ে হয়ে এমন হয়েছে যে আর কোনো দখলদারকে বরাদ্দ দিতে আমি রাজি নই। এবার ভাবছি জামানত ছাড়া আমার হৃদয় বরাদ্দের বিজ্ঞাপন দিব।

তারপর লটারি হবে, তবে সেটা কবে নাগাদ তা রাজউকের মত আমিও বলতে পারছিনা।

১৪,৭৮২ বার দেখা হয়েছে

১১৯ টি মন্তব্য : “আমার প্রেমিকারা-১”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    হাসতে হাসতে চেয়ার থেইকা পইরা যাওয়ার সময় রুম্মান ধইরা ফেললো।

    প্রেমিকাদের নিয়া সিরিজ, জটিল।
    আমি যতটুকু জানি এইটা কমপক্ষে ৫০ পর্ব হবার কথা।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    মান্না, ফাটায়া লেখসোস ভাইডি =)) :boss:

    হাসতে হাসতে চেয়ার থেইকা পইরা যাওয়ার সময় রুম্মান ধইরা ফেললো।

    প্রেমিকাদের নিয়া সিরিজ, জটিল।
    আমি যতটুকু জানি, আমারে কামরুল যতটুকু কইসে এইটা কমপক্ষে ১০০ পর্ব হবার কথা। :grr: :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)
    আরেক প্রেমিকাকে নিয়ে পরে আবার গেলাম সেই চাঁদপুর। সেবার পুর্নিমার রাত ছিল। রাতে ডাকাতিয়া নদীর বুকে যখন জোছনা ভর করেছে,আমার উপর তখন আবেগের ঢেউ বয়ে যাচ্ছে। আমি বললাম একটা গান ধরো।

    সত্যি সত্যি গান ধরতে বলছিলি? নাকি অন্যকিছু? :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মান্না ভাই, শেষে তো একখান ডাউট রাইখা দিলেন...কারন রাজউকের সব প্লট নাকি লটারিতে হবে না...:wink


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. জুলহাস (৮৮-৯৪)

    প্রিন্সিপ্যাল ভাইস্যার থাইক্যা শুরু কইরা...সকল সিনিয়র ভাই/আপুদের পারমিশন না নিয়ে এই রকম সিরিজ লেখা শুরু করায়...আমি তোমারে ভ্যাঞ্চাই!!!!!!!!
    অঃ টঃ...আমগো মাস্ফ্যু কি সিরাম একটা :just: ফেরেন্ডগো লইয়া :just: সিরিজ করবা নি!!! ;;; ;;; ;;; ;;;


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  6. রায়হান আবীর (৯৯-০৫)

    হাসির চেয়ে বড় কথা লেখাটা দারুন লাগছে। আপনারা তো সব একজনের চেয়ে একজন ভালো লেখেন। চাঁদপুরে রোমান্সের কথা আমার এক বড় ভাইয়ের মুখেও শুনেছিলাম, নিজের অবশ্য কোনওদিন যাওয়া হয় নাই। 😀

    জবাব দিন
  7. সামীউর (৯৭-০৩)
    আমিও একটা মানুষ আমারো আবার :just: ফেরেন্ড

    মাশরুফ নিজেকে বৃক্ষ সমাজের বাইরে এনে মানব সমাজের অংশ বলে দাবী করায় মানবজাতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি

    জবাব দিন
  8. রায়হান (১৯৯৮-২০০৪)

    আমি এতবার লঞ্চে চাদপুর cross করে ছুটি গেলাম.........but.....হতাশ............বড়ই হতাশ...............মাশরুফ ভাই তাড়াতাড়ি ধুলা আনান.........একটু কপালে মাখি,দেখি কিছু হয় কিনা............
    :boss:


    একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার

    জবাব দিন
  9. আহসান আকাশ (৯৬-০২)

    :khekz: :khekz: :goragori: :goragori:

    লেখা ফাটাফাটি হইছে, আশেপাশে ধরার মত কেউ নাই দেখে হাসতে হাসতে পড়ে যেতে গ্যেও সামলে নিলাম।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  10. আশহাব (২০০২-০৮)

    হাসতে হাসতে পিরা গেলাম =)) =)) =))
    ভাই দারুন হইসে 😀

    আমিও একটা মানুষ আমারো আবার :just: ফেরেন্ড

    মাস্ফ্যু ভাই কয় কি :grr: ;))


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    নস্টালজিক হইয়া গেলাম। (কালা কুর্তা নাই, এই সুযোগে তা ডায়লগগুলা কপিপেস্ট চালাইতাছি)। =(( =(( =((

    আমি মান্নার পক্ষ থেকে ব্লগে একটা বিজ্ঞাপন দিলাম। ছুডুকালে এইডা লিখছিলাম।

    বিক্রি হবে এই হৃদয়ে
    ছোট্ট একটু জমি,
    কিনবে নাকি তুমি?

    :guitar: :guitar: :guitar:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  12. আদনান (১৯৯৯-২০০৫)

    "আরেক প্রেমিকাকে নিয়ে পরে আবার গেলাম সেই চাঁদপুর। সেবার পুর্নিমার রাত ছিল। রাতে ডাকাতিয়া নদীর বুকে যখন জোছনা ভর করেছে,আমার উপর তখন আবেগের ঢেউ বয়ে যাচ্ছে।"
    ভাই আপ্নের strike rate তো ভালই ছিল,এতো তারাতারি retired নিলেন কেন? ~x(

    জবাব দিন
  13. রাহাত ইবনে রফিক (০০-০৬)

    "আমি শুনছি এলাকা যত নিচু হয়, জমির দাম নাকি ততই কমে…তাইলে তো…না "
    ইয়ে মানে জুনা ভাই ইহার তরজমা তাফসীর টা একটু কইরা দেন..এই বান্দা কিছু বোঝে নাইক্কা 🙁

    জবাব দিন
  14. মইনুল (১৯৯২-১৯৯৮)

    প্রেমিকাদের নিয়া চাঁদপুর যাওনের কাহিনীটা কি ??? তাও আবার রাইতের বেলা ......... ভাবসাব তো ষোড়শ লুই এর চাইতে ভালো মনে হইতেসে না ...

    অন টপিক ----- ব্যাপক মজা পাইলাম, ৫০ পর্ব ১০০ পর্ব যত পর্ব লাগচালায়ে যাও ...

    জবাব দিন
  15. টিটো রহমান (৯৪-০০)

    সতে হাসতে চেয়ার থেইকা পইরা যাওয়ার সময় রুম্মানরে খুইজা পাইলাম না।............... 🙁

    প্রেমিকাদের নিয়া সিরিজ, জটিল।
    আমি যতটুকু জানি এইটা কমপক্ষে ১৫০ পর্ব হবার কথা।


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  16. জুনায়েদ কবীর (৯৫-০১)

    তোর এত বুইঝা কাম নাই...
    আমি ঐটা কইছি ফেরদৌস ভাইরে...তিনি নাকি শাবনূর আপুর উচা জমি কিনতে পারেন নাই...তাই তারে বুদ্ধি দিচ্ছিলাম কম দামি নিচু জমি কেনার...;)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  17. সাইফ (৯৪-০০)

    মান্না, হুম ম ম ম, তোমার লেখা ভালো হয়েছে!তবে উন্নতি করার আরো সুযোগ আছে।।আশীর্বাদ করি তোমার প্রেমিকাদের মত তুমিও একদিন বড় কিছু হও। =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) :boss: লেখা চালিয়ে যাও।
    বর্ত মান মান বজায় রেখে তোমাকে উত্তরোত্তর মান বৃদ্ধির জন্য পরামর্শ দেয়া হলো।

    দোস্ত,এক্টু আনকমন মন্তব্য দিলাম...কিছু কিছু ব্লগে সাহিত্যরসিকদের দেখি একজন আরেকজনের লেখায় রচনার শিল্প গুণ নিয়া অনেক জ্ঞান দেয়।এরা আবার অশ্লীল ভাষায় গালিগালাজ ও করে,ক্যাডেট কলেজ ব্লগের লেখার রেফারেন্স দিয়ে অনেক কিছু বলতেও চায়।
    অত ন্দ্র নামের এক লেখক্ কে আবার দেখলাম,MERCENARY শব্দের অর্থ না জেনে পড়াশুনা না করে অনেক তকমা দিলো।জেনভা কনভেনশন অনুযায়ী যাকে তাকে mercenary বলাও যে অন্যায় অইটুকুন সচেতনতাবোধও নাই।

    এই ছিদ্রান্বেষীদের নিজেদের এত বেশী ছিদ্র যে যা ইচ্ছে তাই বেসামাল রকম ওদের ছিদ্র দিয়ে বের হয়ে আসে।বাল্যশিক্ষা পড়ে নাই ছোটবেলায়।আমাদের বন্ধু রাসেলের লেখা এবং প্রোফাইল দেখলেই বুঝবি,msn এ আসিস লিঙ্ক দিবো।
    রুচির বিকৃতি আর মস্তিস্কের বৈকল্য দিয়ে ভাইজানেরা দেশ উদ্ধার করবে,ধরণী তুমি দ্বিধা হও,আমি তোমাতে প্রবিষ্ট হই।
    তুই তো আর ওদের মত লেখক না,কিন্তু তুই যেই অসাধারণ স্যাটায়ার লিখলি,এইরকম কিছু লিখতে গেলে ওদের ফুসফুস ছিদ্র হয়ে প্রাণটাই যাবে কলকির সুবাদে কিন্তু লেখা আর বের হবে না।
    অফ টপিক,আমার এই মন্তব্য কেউ অন্যভাবে নিবেন না দয়া করে,ক্যাডেট কলেজ ব্লগের একটা লেখার রেফারেন্স টেনে এক ব্যাটা অশ্লীল ভাষায় যা খুশি তাই লিখেছে,জনপ্রিয় সেই ব্লগের সুশীল,সভ্য লেখক এর প্রোফাইলে চ,হ,দ ,প দিয়ে নিজের বর্ণর্ণা লেখা।

    জবাব দিন
  18. শাওন (৯৫-০১)

    অসাধারণ হইছে.......................


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  19. রাজীব (১৯৯০-১৯৯৬)
    ওকে, তোমাকে পান্থ কানাইয়ের ওরে নীল দরিয়া শুনাই? আমি বললাম এটাতো আব্দুল জব্বারের গান। আমারে তখন সে বলে-‘তুমি বেশি জানো…আর এই জব্বারটা কে?

    :boss:


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।