আমি আধুনিক মানুষ

আমার কম্পিউটারের অর্ধেকটা

ছেয়ে থাকে পর্নোতে,

পর্নোবাহী হয় পকেটের ফোন ।

শরীরের ব্যবঃচ্ছেদ আমার বাঁচার রসদ

বন্ধুত্বের নাম করে আমি দেখি শরীরের ভাঁজ

আহ্লাদের নাম নিয়ে চেপে ধরি ঠোঁট

নূন্যতম লজ্জ্বাবোধের স্থান নেই

আমার শরীরের কোথাও ।

আমি আধুনিক মানুষ

আমি যৌনতায় বাঁচি

ধ্যানমগ্ন আমি পশুবৃত্তি চর্চায়

স্বার্থের টানে বাঁচি মৌনতায় ।

ঘুম থেকে ওঠেই সামান্য শিহরণের লোভে

হাতে তুলে নিই মর্মান্তিক মৃত্যুসংবাদ

ধর্ষিতার ছবি নেই বলে

মনে মনে গালি দিই অসভ্য প্রতিবেদককে

ধর্ষককে কেউ পিটিয়েছে শুনলে

কিল ঘুষি এসে লাগে আমার শরীরে

নূন্যতম মনুষত্ব নেই আমার শরীরের কোথাও ।

আমি আধুনিক মানুষ

আমি যৌনতায় বাঁচি

ধ্যানমগ্ন আমি পশুবৃত্তি চর্চায়

স্বার্থের টানে বাঁচি মৌনতায় ।

ভালোবাসার নাম করে আমি চিনি শরীর

একান্ত আমার বলে কিছুই নেই

প্রয়োজনে পাল্টাতে পারি নিজের স্ত্রীও

একেকটা বিশেষ দিনে প্রিয়জনকে

কিনে দিই হাজার টাকার ফুল

সাথে আরো আরো দামি উপহার

অথচ দুটাকা ভিক্ষে দিতেও

আমার মন সায় দেয়না কখনো

বরং আমি ভিখারীকে ঘৃণা করতে শিখি ।

আমি আধুনিক মানুষ

আমি যৌনতায় বাঁচি

ধ্যানমগ্ন আমি পশুবৃত্তি চর্চায়

স্বার্থের টানে বাঁচি মৌনতায় ।

আমি বাবার রক্ত বেচে খাই দামি সিগারেট

সপ্তাহে অন্তত দুবার বারে না গেলে

আমার ভালো ঘুম হয়না ।

প্রতিদিন কয়েকশ বিদেশি টিভি চ্যানেল

সাথী হয়ে শোয় আমার বিছানায় ।

আমি আধুনিক মানুষ

আমি যৌনতায় বাঁচি

ধ্যানমগ্ন আমি পশুবৃত্তি চর্চায়

স্বার্থের টানে বাঁচি মৌনতায় ।

মায়ের শরীর ভেঙে পড়ুক অসম্ভব ক্লান্তিতে

এতে আমার এসে যায়না কিছুই

আমার শরীর বাঁচে দামি পারফিউমে

গাঁড় লিপস্টিক আমাকে আরো আকর্ষণীয় করে

মেকাপের জেল্লা ছড়ায় চারদিক কি সকাল কি সন্ধ্যা ।

আমি আধুনিক মানুষ

আমি যৌনতায় বাঁচি

ধ্যানমগ্ন আমি পশুবৃত্তি চর্চায়

স্বার্থের টানে বাঁচি মৌনতায় ।

আমি ততক্ষণ বড় হইনা

যতক্ষণ না ছোট করতে পারি

পাশের সাদামাটা কাউকে,

আমি এ জীবনে যতগুলো মানুষ খুঁজি

তারচেয়েও বেশী খুঁজি

চক্‌চকে্‌ শার্ট,পরিপাটী শাড়ী,

প্রিয়জনের চেয়েও বেশী প্রিয়

ওর পাঁচতলা বাড়ী,ব্র্যান্ডনিউ গাড়ী ।

আমি আধুনিক মানুষ

আমি যৌনতায় বাঁচি

ধ্যানমগ্ন আমি পশুবৃত্তি চর্চায়

স্বার্থের টানে বাঁচি মৌনতায় ।

আমি পারিনা এমন কিছুই নেই পৃথিবীতে

আমার হাতে খুন হতে পারে

হাজারটা নিঃষ্পাপ শিশু,

ধব্‌ধবে্‌ সাদা বিড়ালছানা,

নীল পালকের পাখী ।

আমি আধুনিক মানুষ

আমি যৌনতায় বাঁচি

ধ্যানমগ্ন আমি পশুবৃত্তি চর্চায়

স্বার্থের টানে বাঁচি মৌনতায় ।

আমি ভুলেও ভাবিনা

জীবনের শেষে আমার জন্য পড়ে থাকে

অজস্র ধীক্কার, অসংখ্য নিপীড়িতের অভিশাপ,

সাথে থাকে আত্বহননের ইচ্ছা

এবং নিজের খানিকটা বিষাক্ত থুথু ।

আমি আধুনিক মানুষ

আমি যৌনতায় বাঁচি

ধ্যানমগ্ন আমি পশুবৃত্তি চর্চায়

স্বার্থের টানে বাঁচি মৌনতায় ।

৭৯২ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “আমি আধুনিক মানুষ”

মওন্তব্য করুন : Mohammad Sanaul Huq

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।