জানো কি?

তোমার চোখের রঙ কি জানো
আমি নিশ্চিত তুমি জানো না
আমি এটাও নিশ্চিত
শ্রাবণের এই বৃর্ষ্টির রাতে যার বুকের উত্তাপে তুমি উষ্ণ থাক
সেও জানেনা
কিন্তু আমি জানি ঈষত লালচে কালো
কারন ওই মায়াভরা মুখ আমি হাজার বার দেখেছি
হাজারো নির্ঘুম রাতের নিঃস্তব্ধ প্রহরে
আমি নেফারতিতিকে দেখিনি
জানিনা হাসলে কেমন লাগত তাকে
তবে এটুকু জানি হাসলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে
মনে হয় পাহাড়ী ঝর্ণা বয়ে চলেছে পাষাণের বুকে
তুমি জানো ঘুমিয়ে থাকলে তোমাকে অন্যরকম সুন্দর লাগে
মনে হয় ইরানী গোলাপ ফুটেছে
আমি নিশ্চিত তুমি জানো না
আমি এটাও নিশ্চিত
আজ যাকে ঘিরে তোমার সাজানো পৃথিবী
আজ যার স্বপ্ন দেখে তোমার রোজ সকালে ঘুম ভাঙে
সেও জানে না
কিন্তু আমি জানি
কারন ঘুমহীন চোখে আমি হাজারো বার দেখেছি ঘুমন্ত তোমায়
জানো তোমার হাটার একটা ঋজু ভঙ্গি আছে
অনেকটা পাহাড়ী মেয়েদের নাচের মত
আমি নিশ্চিত তুমি জানো না
আমি এটাও নিশ্চিত
যার পথের শেষ মঞ্জিল তুমি সেও জানে না
আমি জানি কারন ছন্নছাড়া জীবনের
হাজারো ক্রোশ পথ পাড়ি দিয়েছি তোমাকে নিয়ে
তুমি কি জানো তোমার হাতের পরশ কত মায়ামাখা
আমি নিশ্চিত তুমি জানো না
আমি এটাও নিশ্চিত
যার হাতে হাত রেখে তুমি হেটেছ সাগর পাড়ের বালুতে সেও জানে না
কিন্তু আমি জানি
কারন জীবনের বন্ধুর পথে যতবার মুখ থুবড়ে পড়েছি
ক্ষত বিক্ষত হয়েছি
তুমি ততবার মুছে দিয়েছ রক্তাত আমায়
আমি জানি,তুমি জানো না
তোমাকে,তোমার তুমিকে
তোমার দেহ আত্মা যার নামে সেও জানে না
কিন্তু আমি জানি
কারন তুমি যে আমার তুমি আমার পথের শেষ নও
তুমিই আমার পথচলা।

(বিঃদ্রঃ-এই কবিতাটা লেখা ১৮সেপ্টেম্বর,২০০৭।যে দিন আমার পৃথিবী লুট হয়েছিল)

১০ টি মন্তব্য : “জানো কি?”

  1. যেদিন পৃথিবী লুট হয়েছিল...।

    এখন কী সেই লুটেরা নাকি পরে আরো লুটেরা এসেছে... তোকে কি সেই লুটেরা সাথে নিয়ে লুট করেছে নাকি ফেলে রেখে গেছে----------

    এসব প্রশ্নের উত্তর জানার আগ্রহে অশান্তি বোধ করছি... 😛 😛
    কবিতা পড়ে ভালো লাগলো 🙂

    জবাব দিন
  2. বানানঃ

    কারন--> কারণ
    রক্তাত--> রক্তাক্ত
    ঈষত --> ঈষৎ
    তোমার হাটার--> হাঁটার

    বানানগুলো একটু খেয়াল করিও।
    কোথাও দাঁড়ি ' । ' পেলাম না। এই ব্যাপারটা অস্বস্তি দিল। যতি চিহ্ন না পেলে পড়তে স্বস্তি পাইনা।

    শুভ কবিতা লেখালেখি...

    জবাব দিন
  3. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    জানেন কি?

    লিখেছেন: শার্লী (১৯৯৯-২০০৫) | বিভাগ: কবিতা, রাজশাহী, বাস্তব বিবর্জিত

    জানো কি?
    লিখেছেন : সাদিক (২০০০-২০০৬) | বিভাগ : কবিতা, ঝিনাইদহ

    এই তোরা কি যুক্তি কইরা লিখছস? কে কারে টুক্লিফাই করছস?
    দুইজনই লাগাতার :frontroll: :frontroll: :frontroll: :frontroll: আনটিল ফারদার নোটিশ। :ahem:

    জবাব দিন

মওন্তব্য করুন : আব্দুল্লাহ (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।