ভালবেসেছিলাম

কোন এক রোদেলা দুপুরে তোমাকে বলেছিলাম ভালবাসি
আজ আমি দুপুরের তপ্ত রোদে পুড়ে তার মাশুল দিই
কোন এক পুর্ণিমা রাতে আমি তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি
আজ আমি নির্ঘুম রাত কাটিয়ে তার মাশুল দিই
মনে আছে বলেছিলাম যদি হারিয়ে যাই কি করবে
এটা শুনে তুমি কত রাগ করেছিলে,অভিমানে গাল ফুলিয়েছিলে
মায়ের বকা শোনা কিশোরীর মত
সেই তুমিই কত সহজে বলেছিলে আমাকে ভুলে যেও
আমি আজও পুরোন চিঠি পড়ি
হাসি,সত্যিই আমি হাসি
আর ভাবি কত পাগল ছিলাম তোমার জন্য
জান তোমার চুলে একটা মিষ্টি গন্ধ আছে
এটা শুনে তুমি হাসতে আর বলতে ওটা নাকি সব মেয়েদেরই থাকে
আসলেই কি থাকে আমার জানা হয়নি
জানো আমি এখন
বাংলাদেশ ডাকের হলুদ খামে যক্ষের ধনের মত লুকিয়ে রাখা
তোমার চুলের গন্ধ নেই,তারপর আবারো লুকিয়ে রাখি
আমি আজ ছন্নছাড়া সাথী হারা বালি হাঁসের মত
শেষ রাতের বাতাসে আমার হাহাকার তেপান্তরে হারিয়ে যায়
কেউ শোনেনা কেউ না
মনে আছে তুমি বলতে আমি যদি হারিয়ে যায়
আমি শুধু মুচকি হেসেছিলাম
আজ তুমি বহুদূরে
তবুও বাতাসে তোমার চুলের ঘ্রাণ পাই
তোমার নুপূরের নিক্কণ কানে বাজে
আমি জানি তুমি আমাকে ঘৃণা কর
হয়ত আমার কথা ভাবলে
কুষ্ঠ রোগে পচা-গলা কোন জীবন্ত লাশের কথা ভাব
ঢাকা মেডিকেলের রাজীব ভাই বলত
মন খারাপ করিসনে মেয়েরা এমনি হয়
রাজীব ভাইয়ের বুকটা আততায়ীর বুলেট ঝাঝরা করেছে
এই বুকেই তিতলীর জন্য অসম্ভব ভালোবাসা ছিল
আচ্ছা মৃত্যু সংবাদ জেনে কি তিতলী কেদেছিল
জানিনা জানতেও চাইনা
সজলটা বড় ভাল ছিল অনেক ভাল
broken_heart_by_xsweetsilencex
কি সুন্দর কবিতা লিখত
আমার খুব হিংসা হত,লোভ হত ইস যদি আমিও……….
সজল সাড়ে তিন হাত বিছানা ছেড়ে
একটু দেখ আমিও আজ কবিতা লিখি
তবুও তোকে হিংসা করি
বড় শান্তিতে আছিস,বড় ভালো আছিস
আমাকে দেখ, কষ্টের গন্ধ আমার নিঃশ্বাসে
অহনা তুমি দেখে যাও আমি বেচে আছি
আমি বেচে থাকব
শেষ প্রশ্ন আজও কি তুমি
কারণে-অকারণে হাস
আমি আজ আর হাসি না
কারণ আমি ভালবেসেছিলাম

(বি:দ্র:-আহনা নামটা কাল্পনিক)

২,৩১১ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “ভালবেসেছিলাম”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    নতুন দেবদাসের আবির্ভাব দেখতেছি...

    ছ্যাঁকা খাইয়া ব্যাকা হইয়া ন্যাকা ন্যাকা কবিতার ব্যান চাই... :thumbdown: :thumbdown:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. বার বার কমেন্ট করতে এসে ফিরে যাচ্ছি।
    এইডা পার্ট অফ লাইফ, বয়সের দোষ, এই বয়সে পুলাপানের পিরিতি হইবো, ব্রেকাপ হৈলে বিড়ি টানতে টানতে আকাশ দেখবো, আর ব্লগ/কোবতে লেখবো, দুই দিন পরে আবার বেলতলায় যাইবো। এই For Loop চলতেই থাকবো।
    :just: নরমাল।

    ভাল থাকিস পিচ্চি। মাসরুফ ভাইয়ের একটা কমেন্ট quote করতেছি।

    হুর বেটা-সেই দিন কি আর আছে? ওই যে কইলাম-পল্টি খায়া খায়া নিয়ম কানুন সব শিখা ফালাইছি-আমাগো সেই ভিক্টোরিয়ান যুগের মাপকাঠি আর নাই রে-এখন হইল “দে আর লাইক বাসেস। য়ু মিস ওয়ান,ক্যাচ দা নেক্সট” অথবা “দে আর লাইক চুইংগাম।চিউ দেম এজ লং এজ দে আর সুইট” এর যুগ।
    আমার লেখা কাহিনী হইত ডিফারেন্ট।এক্কেরে খাঁটি সিনেমাটিক।ছ্যাঁক খাওয়া লেখকরে ম্যান বুকার নাইলে পুলিতজার পাওয়াইতাম।আর মাইয়ার লাইফরে বানাইতাম প্যাথেটিক।এর পরে পোলার লগে মাইয়ার এক্সট্রা ম্যারিটাল আনতাম,সঙ্গে কিছু রগরগে(লাইব্রেরির বইয়ের আন্ডারলাইন করা প্যারাগুলার মত)বড়দের দৃশ্য ফ্রি।সব শেষে মাইয়ারে পোলার সামনে নিল ডাউন করাইতাম শুধু একটা কারণে-পোলা যাতে মাইয়ার ঠিক মুখে কইষা একটা গদাম লাথি মারতে পারে-মাইয়া বইলা কুনু ছাড়াছাড়ি নাই।ভেনজেন্স ইজ দা মিল বেস্ট সার্ভড কোল্ড-আহা কি লাইন রে মামা!দেবদাস না, আমার প্রিয় ক্যারেক্টার “ওয়াদারিং হাইটসের” হিথক্লিফ।হি গেভ ব্যাক ওয়াট হি ওয়াজ গিভেন-উইথ ফুল ইন্টারেস্ট।

    আহসান ভাইয়ের আরেকটা কথা।

    “Don’t cry for someone who doesn’t deserve your tears, and the person deserves your tears, will never let you to cry….”
    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সাদিক-কবিতাটা খুব ভাল লাগছে।আমি যদিও ছ্যাঁকা খাওয়ার ফলে দেবদাস হওয়ায় বিশ্বাসী না-তারপরেও ছ্যাঁক খাইলে কিরাম অন্তরটা জ্বইলা যায় সেই সম্পর্কে একেবারে ধারণা নাই এইটা কইলে সত্যের অপলাপ হবে।আরসিসির ২০০২ ব্যাচের কলেজ কালচারাল প্রিফেক্ট ইশ্তিয়াক ভাইয়ের একটা কথা কই-"কারো জন্য কেউ ঠেকে থাকেনা মাসরুফ"

    কবিতাটা পড়লে সেই প্রথম প্রেমের জ্বলুনির কথা মনে পইড়া যায়।অনেকটা কষ্ট মিশানো ভাললাগা।

    সাবাস কবি!

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    সাদিক ভাই তো দেখি বিদিক ফর্মে। ঐ মিয়া জেসিসির ট্যাগ কই x-(
    ভাইয়া, কবিতা অসাধারণ লাগলো, কিন্তু একটা ব্যাপার। যা হবার তা হয়েই যাবে, যা যাবার তা চলেই যাবে। পুরানো সব মুছে নিয়ে, নতুন করে শুরু করাটাই কি ভালো নয়। 😕


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. আদনান (১৯৯৪-২০০০)

    সাদিক কবিতাটা অসম্ভব ভাল লেগেছে । সবাই তো যা বলার বলেই দিল । কেউ একজন চলে যাওয়া মানেই হল আরেকজনের আসার সম্ভাবনা । আর তোমার যদি কোন ভুল থেকে থাকে, সে ভুল গুলো আবার করো না । জীবন কখনো থেমে থাকেনা । ভাল থেকো ।

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।