টুশকি…মোস্ট জুনিয়র!

সায়েদ ভাই এর টুশকি সিসিবিতে একটা ক্যাটাগরি হয়ে গিয়েছিল। কিন্তু এখন উনাকে হারিকেন, মোমবাতি, হ্যাজাকবাতি কিছু দিয়েই আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের সবারই ছয় বছরের ক্যাডেট জীবন টুশকিতে টুশকিময়। তাই কিছু টুশকি…মোস্ট জুনিয়র!
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ নিজ দায়িত্বে পড়িবেন!

১। এক স্যার এর টিজ নেম ছিল “ট্যাপা”। স্যার এই নাম শুনলে খুব ক্ষেপে যেতেন। তো এক দিন এই নাম শোনার পরঃ “ওই… ওই… ভর্তা বানায়া ফালামু, টিপ্যা গালায়া ফালামু…!”

২। একদিন প্রেপে রসময় দার সাহিত্য নিয়ে একজন এত মশগুল ছিল যে কখন ডিউটি মাস্টার (শিহাব স্যার, আর্টস & ক্র্যাফটস) পাশে এসে দাঁড়িয়েছেন খেয়ালই করেননি। তো যথারীতি ধরা! স্যার বই নিয়ে গেলেন।
ঘণ্টাখানেক পর স্যার এর আগমন,(বই দেখিয়ে বলছেন) “বইটো পোড়লাম! পুরাটাই টো খারাপ গোল্পে ভোরা। এইগুলা কি পোড়ো?”

৩। আমাদের সি এস এম ছিলেন হায়দার স্টাফ। যিনি তার ডায়ালগ এর জন্য বিখ্যাত ছিলেন। তো এক সকালে ড্রিল এর সময় এক ক্যাডেট এর পা ঠিক মত উঠছে না দেখেঃ “বাবা(প্‌) পা উঠে না কেন(প্‌)? ওই খানে(প্‌) কি বিি না এক জোড়া মিষ্টি কুমড়া(প) ?”

৪। টিভি রুমে একদিন পোলাপাইন জান্নাত টু’র ‘হালে দিল’ গান দেখছে। তো এর মধ্যে জিওগ্রাফির রাশেদ স্যার গিয়ে হাজির। দেখার পর হাউস মাস্টার, ম্যাথ এর হাই স্যার কে বলছেন “স্যার আপনার হাউস এর ক্যাডেট তো ধ্বংস হয়ে যাবে! আমি টিভি রুম এ গিয়ে দেখি একটা মেয়ে একটা ছেলের উপর পা তুলে ঘসাঘসি করছে!” শুনে স্যার বললেন,”তারপর কি হল?……(এরপর যেন হঠাৎ মনে পড়েছে এমন ভাবে) ও… কি বলেন এই সব? আমার হাউসে মেয়ে আসবে কোত্থেকে?”

৫। একবার আমাদের একজন একটা প্যাড নিয়ে ধরা খেল সাদেক স্যার এর কাছে। সেখানে অনেক গুলা মেয়ের নাম আর ফোন নাম্বার লেখা। আর শিরোনাম লেখা ‘babes’। স্যার দেখে বললেন “হুম, বেইবিস!” তো পরের দিন সেই ক্যাডেট কে দেখা গেল এক জুনিয়র কে ডেকে কথা বলছে। সেই জুনিয়র আবার দেখতে শুনতে(!) ভালই। স্যার তাই দেখে বলছেন,” কি? হুম? এতু গুলু মেয়েতে কায হোয়না? হুম? এখোন ছেলে লাগে?”

৬। এইটা বিসিসি’র। এক জেপি একবার রাউন্ড দিতে গিয়ে দেখে এক ক্লাস সেভেন সামনের তারে আন্ডি ঝুলায় রাখছে। জেপি ক্ষেপে গিয়ে ধরার পর জুনিয়র বলছে, “ভাইয়া আমার পরতে মনে থাকে না তো তাই সামনে ঝুলায়া রাখছি যাতে দেখলে মনে পড়ে।”

৭। এইটা এফসিসি’র। তখন সৃজনশীল প্রশ্ন নতুন চালু হচ্ছে। বাংলার এক স্যার কে সে সময় জিজ্ঞেস করা হলঃ “স্যার সৃজনশীল এ চার নাম্বার প্রশ্নের উত্তর কতটুকু হবে?” স্যার এর উত্তরঃ “নারীর বুক ভরা ভালবাসা পেলেই যথেষ্ট,সাইজ কোন ব্যাপার না!”

২৬ টি মন্তব্য : “টুশকি…মোস্ট জুনিয়র!”

  1. সিয়াম (০৬-১২)

    সাইদ ভাই এর টুশকি গুলা পড়ে নিজের একটা কাহিনী মনে পড়ে গেল। আই এস এস বি তে আমার গ্রুপের একটা মাহফুজ (সি সি আর)হঠাৎ বলতেসে- দোস্ত চিন্তায় আসি কি যে করি??? "আমি জিজ্ঞাসা করলাম তর আবার কি হইসে?" মাহফুজ বলল "মনে হয় ব্রেইন টিউমার "!!! হাঁটুতে অনেক ব্যাথা!!! 😮

    জবাব দিন

মওন্তব্য করুন : সায়েদ (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।