অসহায় ভালবাসা

এক মুঠো ভালোবাসা এনে ছড়িয়ে
দিলাম তোমার গায়ে।
তুমি অবাক চেয়ে রইলে
নিরবাক মুরতি হয়ে।যেন বলে
বোঝাবেনা তোমার কোনো অনুভুতি
বুঝলেনা আমার ভালবাসা কতখানি
প্রাচীন আর উদ্দাম।সে জোয়ারে
ভেসে যাবে তুমি-জানিনা সেই ভয়ে
কি তুমি নীরব ছিলে সেদিন।
বুঝিনি কেন তোমার মুখখানি মলিন
হয়েছিল-আধারের শাদা ঘাসের মতো।
আমি তোমায় বুঝতে পারিনি-কতো
রাত বসে তোমায় নিয়ে স্বপ্ন বিলাস
নিরঘুম একঘেয়ে জীবন।আমার আকাশ
ভেসে যায় তোমার উত্তাপে।সে তাপে
আমার প্রেম জোয়ারের নদী হতে
বাশপ ওঠে।তোমার আকাশে মেঘ জমে।
তুমি মৌন থাক।এত রহসসের মাঝে
কেন জড়াও নিজেকে?মেঘ থেকে জল
হয়ে ঝরে পড়া আমার ভালবাসা
স্পরশ করেও ছুতে পারেনা তোমায়।
কচুপাতায় ব্রিষ্টি হয়ে ঝরে পড়ে
অসহায় ভালবাসা।

১,৫৩৮ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “অসহায় ভালবাসা”

  1. শেখ সাদী (০৬-১২)

    তাসনিম ভাই !!!!!! আমি ধরা খাই গেলাম ! :(( :((
    আন্নেরে বাচায়সিলাম কিসু কননা ক্যা ?
    দিয়াই ফালাই মোস্ট জুনিঅর হে হে
    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:


    \"why does the weasel go pop? does it matter?
    if life is enjoyable, does it have to make sense?\"

    জবাব দিন

মওন্তব্য করুন : তাসনিম (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।