শৃঙ্খলিত আকাশ

আমার দুরন্ত আকাশ

বাঁধা পড়ে গেছে সময়ের ফ্রেমে,

নীল শেকলে বন্দী আমার

শুভ্র মেঘের ডানা।

 

এখানে তারারাও জ্বলে নেভে

সময় মেপে মেপে,

বিষণ্ণ চোখে চেয়ে থাকে

এক ফালি চাঁদ।

 

কখনও কখনও এখানে ওড়ে

এক ঝাঁক পাখি,

কিংবা গোটাকয় রঙ্গিন ঘুড়ি

আমি চেয়ে থাকি, নিষ্প্রাণ- অপলক।

১,১৪৯ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “শৃঙ্খলিত আকাশ”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    " এখানে তারারাও জ্বলে নেভে
    সময় মেপে মেপে,
    বিষণ্ণ চোখে চেয়ে থাকে
    এক ফালি চাঁদ। "

    সবশেষে নিষ্প্রাণ অপলক চেয়ে থাকা ...
    কেনো এই পাখী ও রঙ্গিন ঘুড়ি ছাপিয়ে বিষন্নতা !

    জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    শিরোনামটা সুন্দর।
    বিষন্ন ভাবনা কবির আকাশটাকে শৃঙ্খলিত করতে পারলেও পাঠকের ভাবনাকে পারেনি। কবিতা পড়ে তাই নীল শেকলে বন্দী শুভ্র মেঘের ডানা, বিষন্ন চোখে চেয়ে থাকা একফালি চাঁদ, কখনো কখনো উড়ে আসা একঝাঁক পাখি কিংবা রঙিন ঘুড়ি ইত্যাদি নিয়ে ভাবতে ভাবতে অনেকটা পথ পাড়ি দেয়া যায় অনায়াসে।

    জবাব দিন

মওন্তব্য করুন : সাদাত (৯১-৯৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।