ধানসিঁড়ি সমাচার

মায়াভরা ধানসিঁড়ি বেয়ে

জীবনানন্দ চলে গেছে বহুদূর

মায়াবতী ললনারাও

চলে গেছে সাথে।

 

আজ তার বালুময় বুকে

কোন প্রেম নেই,

এ নদীর উদোম বুকে

কি খোঁজে মাছরাঙা আজ?

 

এক আকাশ দূরে জীবনানন্দ

তার ধানসিঁড়ি বুকে নিয়ে

বেঁচে আছে বেশ,

তার অনেক নীচের দেশে

ধানসিঁড়ি মরে গেছে কবে

শঙ্খচিল, শালিকেরাও নিঃশেষ।

১,২১১ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “ধানসিঁড়ি সমাচার”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    শঙ্খচিল, শালিকেরাও নিঃশেষ ...
    ধানসিঁড়ি মরে গেছে কবে ...

    জীবনানন্দ চলে গেছে বহুদূর
    মায়াবতী ললনারাও
    চলে গেছে সাথে।

    তবে এ নদীর উদোম বুকে
    কি খোঁজে মাছরাঙা আজ?

    উত্তর পাবো কই !

    আর হ্যা, মাছরাঙ্গা শব্দটা এমন এক জটিল পেটেন্ট রাইটের ঘুর্ণিজলে পড়ে গ্যাছে যে কোথাও ব্যবহার হলেই মনে হয় জীবনানন্দ ভর করেছে ।
    দিব্যি মাছরাঙ্গা, শঙ্খচিল, শালিক, ধানসিঁড়ি সব পেয়ে গেলাম আরেক ক্যানভাসে ... (সম্পাদিত)

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    অসাধারণ লাগলো!
    জীবনানন্দীয় ঘোরে বেশ আচ্ছন্ন হলাম।
    তবে 'ধানসিড়ি'তে চন্দ্রবিন্দু নেই। (উৎসঃ আব্দুল মানান সৈয়দ সম্পাদিত জীবনানন্দ দাশের প্রকাশিত-প্রকাশিত কবিতাসমগ্র)
    আর লাইনের মধ্যেকার স্পেস কমিয়ে দিলে আরো দৃষ্টিনন্দন হতো কবিতাটা।
    কবিতা লেখা চলতে থাকুক।

    জবাব দিন
  3. খায়রুল আহসান (৬৭-৭৩)

    ধানসিড়ি মরে গেলেও, শঙ্খচিল, শালিকেরা উড়ে গেলেও, মায়াবতী ললনারা চলে গেলেও, এ বাঙলার বুকে কবিতা থাকবে, নতুন কবি আসবে যাবে, নতুন কবিতা লেখা হবে, বাঙলার ললনারা মায়াবতী না হলেও অন্ততঃ স্রেফ বন্ধু হয়ে কবিদেরকে অনুপ্রেরনা দিয়ে যাবে, সহযোগিতা করে যাবে, এটা আমার একান্ত ব্যক্তিগত বিশ্বাস।
    আরেকটা কথা, পাঠকের মন্তব্যের উত্তরে কবি/লেখকদেরও একটা জবাব দেখতে ইচ্ছে করে, নেহায়েৎ সাদামাটা হলেও। অনুভূতি ও চিন্তা চেতনার সেতুবন্ধন গড়ার জন্য এটা জরুরী।

    জবাব দিন
  4. সাদাত (৯১-৯৭)

    এ কবিতাটা এসেছিল আচমকাই। একজন ফেবু বন্ধু তার ওয়ালে জীবনানন্দের একটা কবিতা লিখেছিল, পড়ে ভাবলাম ওটাকে থিম ধরেই কিছু একটা লিখে ফেলি। এই কবিতা তারই ফসল। বড়ভাইদেরকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। (সম্পাদিত)

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।