আমি একজন ক্যাডেট

রবীন্দ্রনাথের তের-চৌদ্দ বছরের বালাই আমি এক_
যন্ত্রণায় আমার দিন যায়;
আর আমি বেড়ে হই,
সুকান্তের আঠারো বছর বয়সের তরুণ;
যাদের তাজা তাজা প্রাণে এক অসহ্য যন্ত্রণা।

দুঃসাহসী, প্রখর, তীব্রচঞ্চল প্রাণ আমার_
আমি জানি নাকো কাঁদা,
আমি মানি নাকো কোন বাধা,
আমি ভালবাসতে জানি;
আমি এক সুশিক্ষিত, বিবেকবান মানব সন্তান,
আমি একজন ক্যাডেট।

-সমাপ্ত-
অনেকদিন আগে সিসিবি-তে স্মৃতিকথা বিভাগে প্রকাশিত, একটি লেখার অংশবিশেষ। কবিতাটা আলাদাভাবে পোষ্ট দেওয়ার ইচ্ছা আজ পূরণ করলাম।
আগেরটার লিংক – http://www.cadetcollegeblog.com/sadat-kamal/37705

১,৩৬৬ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “আমি একজন ক্যাডেট”

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।