থাকুক বাকী

ঠকবাজের মাঝে খাঁটি জনকে
চিনতে পারলাম না;
কাছের মানুষটিকে আজো, হায়!
বুঝতে পারলাম না।

ধরো যদি সত্যি বলি-
মুখ দেখেই, মন পড়তে পারি;
তখন তুমি আমায়
যদি আর চাঁদমুখ না দেখাও!

আমি তাই মিথ্যেবাদী;
ছিটে-কথার ঝাঁজ থাকুক বাকী,
আশি শতাংশ-ই ঢের বাপু
সবটা হলে বলবে – অমানুষ একটা!

১,৪১১ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “থাকুক বাকী”

  1. জিহাদ (৯৯-০৫)

    :thumbup:

    কবিগুরু যেমনটা বলে গেছেন:

    "নাইবা বুঝিলে তুমি মোরে
    চিরকাল চোখে চোখে নূতন নূতনালোকে
    পাঠ করো রাত্রিদিন ধরে।

    বুঝা যায় আধো প্রেম, আধখানা মন
    সমস্ত কে বুঝেছে কখন? "

    অতএব, কীপ কাম এন্ড বিলিভ ইন রবিগুরু B-)


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন

মওন্তব্য করুন : মোঃ সাদাত কামাল [০১-০৭]

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।